× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার
Image

নবীনগরে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে  নিহত ২


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে উজ্জল ও পারভেজ নামে দুই যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা- নবীনগর সড়কের ধনাশী গ্রাম নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, উপজেলার বিদ্যাকটু ইউনিয়ন সেমন্তঘর গ্রামের মো. আহাদ মিয়ার ছেলে পারভেজ (২২) ও শিবপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে উজ্জল (১৮)। নিহত উজ্জল নানার বাড়িতে থাকতেন।প্রতক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে রাধিকা-নবীনগর সড়কে অটোরিকশা ও মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলে উজ্জল মারা যায়। স্থানীয়রা গুরতর আহতাবস্থায় পারভেজকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ফলে একজন নবীনগর হাসপাতালে ও অপরজন ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।ভোরের আকাশ/সু 

১৪ ঘন্টা আগে

Image

রাজবাড়ীতে রাস্তার কাজে অনিয়মের অভিযোগে দুদকের তদন্ত


সারা দেশের বিভিন্ন এলজিইডি কার্যালয়ে একযোগে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায়ও রাস্তার নির্মাণকাজে অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে প্রাথমিক তদন্তে গোয়ালন্দে কোনো দুর্নীতির প্রমাণ মেলেনি বলে জানিয়েছে সংস্থাটি।মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে দুদকের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে এ তদন্ত কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, গোয়ালন্দে ‘রাস্তার কাজের বিভিন্ন পর্যায়ে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে তদন্ত করি। প্রাথমিকভাবে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি বলে জানান তিনি। তবে কাজের সাইটে কিছু নিম্নমানের খোয়া আনা হয়েছিল বলে জানা গেছে। তবে তা কাজে ব্যবহার হয়নি এবং তা সরিয়ে ফেলা হয়েছে।’তিনি আরও জানান, তদন্ত শেষে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং প্রয়োজনে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুর দুদক অঞ্চলের উপ-সহকারী পরিচালক কামরুল হাসান এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নিরপেক্ষ প্রকৌশলী মো. রফিকুল ইসলাম। 

১৫ ঘন্টা আগে

Image

কিশোরগঞ্জ-তাড়াইল সড়কে দুদকের অভিযান


কিশোরগঞ্জে দুর্নীতির অভিযোগ পেয়ে একটি সড়কে দুদক অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল পর্যন্ত নির্মিত সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।দুদক জানিয়েছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কে নির্মাণকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ও কাজের গুনগতমান বজায় না রাখার অভিযোগে অভিযানটি পরিচালনা করা হয়।কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কের কলাপাড়া মোড় থেকে নীলগঞ্জ হাজীরগল এলাকা পর্যন্ত নির্মিত সড়কে সরজমিনে গিয়ে দেখা গেছে, কিশোরগঞ্জ দুদকের কর্মকর্তা, সড়ক ও জনপথের প্রকৌশলী এবং সদর উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী সড়কের কার্পেটিং, মেকাডম ও ইট পরীক্ষা নিরীক্ষা করছে।সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকোশলী আব্দুল্লাহ আল কবির বলেন, কিশোরগঞ্জ-নীলগঞ্জ-তাড়াইল সড়কের মেরামত কাজের ৪ কিলোমিটার ৩১০ মিটারের সড়কটির ৭৫ মিলিমিটারে মেকাডম ছিলো সেটা ঠিক পেয়েছি। ৭৫ এর মধ্যে ৮৫ পেয়েছি। কার্পেটিং ছিলো ৪০ মিলিমিটার সেটাও আমরা ৪০ মিলিমিটারই পেয়েছি। আর এখানে যে ইট ব্যবহার করা হয়েছে সেটাও এক নাম্বার ইট। সবমিলিয়ে কাজের গুনগতমান ভালো।কিশোরগঞ্জ দুদকের সহকারী পরিচালক ইশতিয়াদ আহমেদ বলেন, এই সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে এমন অভিযোগে দুদক এই সড়কে অভিযান চালায়। আমরা এখানে এলজিইডির কাউকে না রেখে সড়ক ও জনপথ বিভাগ থেকে একজন নিরপেক্ষ প্রকৌশলী মাধ্যমে সড়কের গুনগতমান পরীক্ষা করিয়েছি৷ আমরা সড়কটির ৩টি জায়গায় গুগগতমান পরীক্ষা করেছি। রাস্তার মেকাডম, কার্পেটিং ও ইট সবই প্রাক্কলন অনুযায়ী সঠিক পাওয়া গেছে। যে অভিযোগটি ছিলো এটি সত্য নয় এটি মিথ্যা অভিযোগ প্রমাণিত হলো। ভোরের আকাশ/সু 

১৫ ঘন্টা আগে

Image

নাজিরপুরে এলজিইডি কার্যালয়ে দুদকের অভিযান


বিভিন্ন প্রকল্প ও সাবেক উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন মিয়ার নামে দূর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা যাচাই করতে পিরোজপুরের নাজিরপুরে উপজেলা (এলজিইডি) কার্যালয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) পিরোজপুর দুদক সম্মিলিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১২ টা দিকে পিরোজপুরের নাজিরপুরে এলজিইডি কার্যালয়ের প্রবেশ করে পরে দুপুর ২টার দিকে বের হয় দুদকের টিম। পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন নেতৃত্বে এলজিইডি নির্বাহী প্রকৌশলী এবি এম মাহমুদুল হাসান সাথে সাবেক প্রকৌশলী জাকির হোসেন মিয়া, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার।দুদক সূত্র জানা যায়, উপজেলা (এলজিইডি) সাবেক প্রকৌশলীর বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির তথ্য সংগ্রহ আসেন দুদক। এসময় তারা প্রকৌশলী জাকিরের অনিয়ম ও দূর্নীতির সত্যতা পান। এসময় তারা অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর এক কর্মস্থলে ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার ৮ বছর ধরে চাকরি করছেন। আব্দুস সালাম কখনো তার বদলির জন্য আবেদন করেননি। আর উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার বদরির জন্য আবেদন করেননি বরং তার বদলি আদেশ প্রত্যাহার করিয়েছেন।খোঁজ নিয়ে দেখা গেছে,  উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গাফফার দুইটি প্রাইমারি বিদ্যালয়ের কাজ না করিয়ে বিল দিয়ে দেন এক ঠিকাদারকে। বিদ্যালয় দুটি উপজেলার সদর ইউনিয়নের কলতালা গ্রামে একটি অপরটি শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানি সরকারি প্রাথমিক। আর ওই স্কুল দুটির টেন্ডার পায় স্বাগতা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক নাজিরপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস। গত ৫ই আগষ্ট আ'লীগের পতনের পরে ঠিকাদার লাপাত্তা হওয়ায়।গোপন সূত্রে জানা যায়, বাড়তি বিল পরিষদ করার ঘটনা জানাজানি হলে বর্তমানে উপ-সহকারী প্রকৌশলি গফফার নিজ অর্থয়ানে কাজ চলিয়ে যাওয়ার জন্য স্কুল দুটির কাজের মেয়াদ বাড়িয়েছেন।অভিযান শেষে পিরোজপুর দুদক কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন সাংবাদিকদের জানান,  জাকির হোসেন মিয়ার বিরুদ্ধে বিস্তর দূর্নীতি ও অনিয়মের অভিযোগ সত্যতা পাওয়া গেছে। তিনি (জাকির) বর্তমানে সাসপেন্ডে আছেন। তার বিরুদ্ধে তদন্ত চলমান। একই সঙ্গে এই অফিসের কম্পিউটার অপারেটর আব্দুস সালাম ২৩ বছর ও উপ-সহকারী প্রকৌশলি আব্দুল গাফফার ৮ বছর একই কর্মস্থলে আছেন যা বিধিবহির্ভূত। এসময় তিনি আরো বলেন, বিভিন্ন প্রকল্পসহ দু'টি প্রাইমারি স্কুলের কাজ পরিদর্শন করবেন তারা।এসময় দুদক সহকারী পরিচালক সঙ্গে উপস্থিত ছিলেন উপ-সহকারী কামরুজ্জামান ও পার্থ চন্দ্র পাল। ভোরের আকাশ/এসএইচ

১৫ ঘন্টা আগে

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

পিরোজপুরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

২৯ এপ্রিল ২০২৫ ০৫:১৮ পিএম

শহীদ তামিনের পিতার বিরুদ্ধে  মায়ের অর্থতসরুপের অভিযোগ

শহীদ তামিনের পিতার বিরুদ্ধে মায়ের অর্থতসরুপের অভিযোগ

২৯ এপ্রিল ২০২৫ ০৫:১৭ পিএম

ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

ছাত্রদলে অনুপ্রবেশকারীদের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ

২৯ এপ্রিল ২০২৫ ০৫:০৪ পিএম

টঙ্গীতে শ্রমিক সংঘর্ষে আহত ১৫

টঙ্গীতে শ্রমিক সংঘর্ষে আহত ১৫

২৯ এপ্রিল ২০২৫ ০৪:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন'

ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক শিক্ষার্থীদের 'কমপ্লিট শাটডাউন'

২৯ এপ্রিল ২০২৫ ০৪:৪৬ পিএম

বরগুনায় অক্ষয় তৃতীয়া পালন

বরগুনায় অক্ষয় তৃতীয়া পালন

২৯ এপ্রিল ২০২৫ ০৪:৩২ পিএম

রাজশাহী এলজিইডিতে দুদকের অভিযান

রাজশাহী এলজিইডিতে দুদকের অভিযান

২৯ এপ্রিল ২০২৫ ০৪:২২ পিএম

ইসলামপুরে বিদ্যালয়ে যায়  না তিন শতাধিক শিশু

ইসলামপুরে বিদ্যালয়ে যায় না তিন শতাধিক শিশু

২৯ এপ্রিল ২০২৫ ০৩:৪৭ পিএম

শীত গেলেও কম্বল এখনো  চেয়ারম্যানের কার্যালয়ে

শীত গেলেও কম্বল এখনো চেয়ারম্যানের কার্যালয়ে

২৯ এপ্রিল ২০২৫ ০৩:৩৬ পিএম

৫ বছর পর চালুর ৩ মাসেই ভেস্তে গেল চসিক মেয়রের উদ্যোগ

৫ বছর পর চালুর ৩ মাসেই ভেস্তে গেল চসিক মেয়রের উদ্যোগ

২৯ এপ্রিল ২০২৫ ০৩:২১ পিএম

কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে অর্থদণ্ড

কালীগঞ্জ সেন্ট্রাল হাসপাতালকে অর্থদণ্ড

২৯ এপ্রিল ২০২৫ ০৩:০৪ পিএম