মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০১:৩০ পিএম
পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করেন ছাত্রদল
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অনার্স ভর্তি পরীক্ষার্থীদের মাঝে পানি ও কলম বিতরণ করেন মানিকগঞ্জ জেলা ছাত্রদল।
শনিবার (৩১ মে) মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করেন।
জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন বলেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব এদের দিক নির্দেশনায় আজ এই আয়োজন। ছাত্রদল সবসময় ছাত্রসমাজের পাশে থাকতে চায়। ভবিষ্যতের কর্ণধার এই পরীক্ষার্থীদের সাহস যোগানো ও তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতেই এই আয়োজন।
আরও বলেন, শুধু রাজনৈতিক কর্মকান্ড নয়, সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও ছাত্রদল সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে। পথচলার শুরু থেকে ছাত্রদল শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সহযোগিতা এবং তাদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক শাহিনুর হোসেন শাহিন, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আল-আমীন, রকিবুল ইসলাম দিদার, ফারদিন, সবুজ, জিজান, ইসরাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ