ছবি: ভোরের আকাশ
মানিকগঞ্জ জেলা কারাগারে আটক অবস্থায় বাবুল হোসেন (৫৫) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত বাবুল হোসেন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য এবং ওই ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
জেলা কারাগারের জেল সুপার মো. হুমায়ূন কবির খান বলেন, ‘বাবুল হোসেন কিছুদিন ধরে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে হঠাৎ করে তার বুকে তীব্র ব্যথা অনুভূত হলে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, বাবুল হোসেনকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহের ময়নাতদন্ত করা হবে।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।’
ওসি জানান, গড়পাড়ায় শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ি পোড়ানো মামলার আসামি ছিলেন তিনি। গত চার মাস ধরে তিনি মানিকগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন।
ভোরের আকাশ/জাআ
সংশ্লিষ্ট
সাতকানিয়ায় দীর্ঘদিন ধরে বিরাজমান বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও গ্রুপিংয়ের চূড়ান্ত অবসান ঘটেছে। বুধবার (২৩ জুলাই) চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেফায়েত উল্লাহ চক্ষুর বাসভবনে আয়োজিত এক বিশাল মধ্যাহ্নভোজ ও মিলন মেলায় এই ঐক্যের আনুষ্ঠানিক ঘোষণা আসে।এতে প্রায় ৭ শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে আয়োজনটি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল হোসেন ও মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব রফিকুল আলম, সাতকানিয়া পৌরসভা সাবেক প্যানেল মেয়র নবাব মিয়াসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পৌর বিএনপি নেতা মিজানুর রহমান মিজান।প্রীতিভোজ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সাতকানিয়া-লোহাগাড়া (১৫) আসনটি মূলত বিএনপির শক্ত ঘাঁটি। কিন্তু গত কয়েক বছর ধরে সাতকানিয়ায় চারটি এবং লোহাগাড়ায় তিনটি গ্রুপ দলীয় কর্মসূচি আলাদাভাবে পালন করায় সংগঠন দুর্বল হয়ে পড়েছিল।দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি অবহিত হয়ে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমকে ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব দেন। তার উদ্যোগে ১৭ জুলাই আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে প্রথম বৈঠকে সাতটি গ্রুপের শীর্ষ নেতৃবৃন্দ—আসহাব উদ্দিন, জামাল হোসেন, মুজিবুর রহমান, অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন, নাজমুল মোস্তফা আমিন, খোকন চৌধুরী, হাজী রফিকুল আলম ও শেফায়েত উল্লাহ চক্ষু—একত্রিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে একসাথে পথচলার প্রতিশ্রুতি দেন।পরবর্তীতে ১৯ জুলাই দ্বিতীয় বৈঠকে সিদ্ধান্ত হয়, সাতকানিয়া ও লোহাগাড়ার নেতাদের বাড়িতে মধ্যাহ্নভোজের মাধ্যমে কর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও আস্থার সেতুবন্ধন গড়ে তোলা হবে।এই ধারাবাহিকতায় গত ২১ জুলাই মুজিবুর রহমান চেয়ারম্যানের বাড়িতে প্রথম মিলনমেলা অনুষ্ঠিত হয়। ২৩ জুলাই শেফায়েত উল্লাহ চক্ষুর বাড়িতে দ্বিতীয় আয়োজনের মধ্য দিয়ে ঐক্য আরও সুদৃঢ় হয়। পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হবে অধ্যাপক শেখ মোঃ মহিউদ্দিন ও জামাল হোসেনের বাসভবনে।বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ ঐক্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে।ভোরের আকাশ/জাআ
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটের উদ্যোগে কোরআনখানি, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের অফিসে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় সংগঠনটি এ কর্মসূচি পালন করে।হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের সিরাজগঞ্জ ইউনিটের প্রেসিডেন্ট এডভোকেট শহীদুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ হাসান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান।আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সদস্য মোনায়েম খান ও মাকসুদা খাতুন। অনুষ্ঠানের সভাপতি এডভোকেট শহীদুল ইসলাম হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে শহীদ পরিবারকে পাঁচকোটি টাকার ক্ষতিপূরণ, আহতদের সরকারি ব্যবস্থাপনায় বিদেশে চিকিৎসা সহ প্রত্যেক পরিবারকে এককোটি টাকা ক্ষতি পূরণের দাবী জানান।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন প্রেসক্লাবের সদস্য রফিউল আলম বাবুল এবং নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা।পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করে প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোয়াজ্জেম হোসেন। দোয়া মাহফিল অনেক গণমাধ্যমকর্মী ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।ভোরের আকাশ/জাআ
ভোলার চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৩ জুলাই) বেলা ১১ টায় দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে নবগঠিত এডহক কমিটির এই সভা অনুষ্ঠিত হয়।পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এডহক কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি মো.ছিদ্দিক মাতাব্বর, নুরাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতি ফিরোজ কিবরিয়া, সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইকবাল মেলেটারি ও থানা যুবদল সাধারণ সম্পাদক আশ্রাফ উদ্দিন বাবলুসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।সভায় নবনির্বাচিত সভাপতি এডভোকেট মো. ছিদ্দিক মাতাব্বর বলেন, “বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়নে আমরা আন্তরিকভাবে কাজ করবো। শিক্ষার্থীদের পাঠদানে গুণগত পরিবর্তন আনতে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”অনুষ্ঠানটি এক মিলনমেলায় রূপ নেয়, যেখানে অংশগ্রহণকারীরা বিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও আলোচনা করেন।এর আগে দুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির সভাপতি, সুপ্রিম কোর্টের আইনজীবী ও চরফ্যাশন আদালতের এডিশনাল জিপি মো. ছিদ্দিক মাতাব্বরকে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক শিক্ষিকাবৃন্দ।ভোরের আকাশ/জাআ
কক্সবাজারের টেকনাফে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ১৬ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। পরে নৌকার মালিককে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা করা হয়।বুধবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এসব তথ্য জানিয়েছেন।সিয়াম-উল-হক জানান, গত রোববার বিকেলে কোস্ট গার্ড টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকায় সমুদ্রে অভিযান চালায়। এ সময় একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোটে তল্লাশি করে ৩ হাজার ৭৫০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এসব মাছের আনুমানিক মূল্য ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। এ ঘটনায় বোটে থাকা ১৬ জন জেলেকে আটক করা হয়।পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ করা আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং মালিকপক্ষ থেকে ৬ লাখ ৬৩ হাজার টাকা জরিমানা আদায় করে বোট ও জেলেদের ছেড়ে দেওয়া হয়েছে। জব্দ করা মাছ মোট ২ লাখ ৬৩ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।ভোরের আকাশ/জাআ