ঢাকাই চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। বড় পর্দায় শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করা দিঘী এখন নিজেকে গড়েছেন একজন পূর্ণাঙ্গ নায়িকা হিসেবে। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে তার অভিজ্ঞতা ও সিনেমার সংখ্যা। গেল রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।তবে নতুন কোনো সিনেমা নিয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা আলোচনায় না থাকলেও দিঘী রয়েছেন পুরোপুরি লাইমলাইটে। সোশ্যাল মিডিয়াতে তার অনুসারীর সংখ্যা প্রচুর। নিয়মিতই বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন দিঘী। সেখান থেকে তিনি দেখা করেছেন বাংলাদেশের নানা তারকার সঙ্গেও। যার মধ্যে রয়েছেন সংগীতশিল্পী জেমস। এছাড়াও সেখানে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন দিঘী।বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন দিঘী। ছবিতে তাকে দেখা গেছে এক আধুনিক, দৃষ্টিনন্দন স্থাপত্যের ছায়ায় হেঁটে বেড়াতে।এদিন লাল-সাদা ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেসে তার উপস্থিতি ছিল নজরকাড়া। কখনও একহাতে সানগ্লাস সামলে হাসছেন, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন নানা ভঙ্গিতে; যা দিঘীকে মোহময়ী করে তুলেছে।দিঘীর এই ছবিগুলো ঘিরে তার পোস্টে বেশ প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অধিকাংশই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।ভোরের আকাশ//র.ন
৩২ মিনিট আগে
উইম্বলডন ম্যাচ দেখতে সম্প্রতি লন্ডনে গিয়েছিলেন বলিউডের আলোচিত অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। সেখান থেকে তার বেশ কিছু ছবি ও ‘লাবুবু’ পুতুল লাগানো ব্যাগ নিয়ে নেটদুনিয়ায় চলেছিল জোর আলোচনা। এবার সেই বহুল চর্চিত ব্যাগই চুরি হয়ে গেছে বলে অভিযোগ অভিনেত্রীর।উর্বশীর দাবি, লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে হারিয়ে যাওয়া সেই ব্যাগে ছিল প্রায় ৭০ লাখ রুপির গয়না। আর এ ঘটনায় ভেঙে পড়েছেন উর্বশী- বলিউড সুত্রের খবর এমনটাই।এ নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে উর্বশী লেখেন, “এমিরেটসের প্ল্যাটিনাম সদস্য এবং গ্লোবাল শিল্পী হিসেবে উইম্বলডন গিয়েছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমার ক্রিস্টিয়ান ডি’ওর-এর ব্যাগটি গ্যাটউইক এয়ারপোর্টের ব্যাগেজ বেল্ট থেকে চুরি হয়েছে। ট্যাগ ও টিকিট থাকার পরও এমন ঘটনা নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তোলে।”প্রসঙ্গত, উর্বশী রাওতেলা বরাবরই বিতর্কের কেন্দ্রবিন্দুতে। কখনও পোশাক বিতর্ক, কখনও মন্তব্য; নানা কারণে আলোচনায় থাকেন তিনি। এবার গয়নাসহ দামি ব্যাগ খুইয়ে ফের শিরনামে এলেন এই ভাইরাল গার্ল।ভোরের আকাশ//র.ন
৩৪ মিনিট আগে
কলকাতায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশের মডেল ও অভিনেত্রী শান্তা পাল। পার্কস্ট্রিট থানার পুলিশ যাদবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শান্তা পালের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড।কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানিয়েছেন, গত ২৮ জুলাই তাকে বিক্রমগরের একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।কলকাতা পুলিশ তদন্ত করছে কীভাবে তার কাছে আধার-ভোটার কার্ড গেল? সেগুলো আসল নাকি নকল সেটাও যাচাই চলছে।জানা গেছে, কলকাতায় অ্যাপ ক্যাবের ব্যবসা করতে গিয়েই পুলিশের জালে ধরা পড়েছেন অভিযুক্ত শান্তা পাল। পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে যাদবপুরের বিজয়গড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিলেন তিনি। তবে বিভিন্ন জায়গায় ভিন্ন-ভিন্ন ঠিকানা দিয়ে থাকতেন তিনি। সম্প্রতি আবার তিনি ঠাকুরপুকুর থানাতে প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন তিনি। সেখানেও ভিন্ন ঠিকানা। বাংলাদেশের দুই নামী সংস্থারও মডেল ছিলেন তিনি। একাধিক বিউটি প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন।গ্রেপ্তারের পর পুলিশের সন্দেহ হয় এখানেই। এত ঠিকানা একজন মানুষের কীভাবে থাকতে পারে? এরপর তদন্ত শুরু হয়। তারপর তার কাছ থেকে একাধিক বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার হয়। পাওয়া যায় বাংলাদেশের মাধ্যমিক স্তরের অ্যাডমিট কার্ড। এমনকি বিমানসংস্থার আইডি কার্ডও।ঘটনার তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে পুলিশ প্রথমেই জানতে চাইছে কোন নথি দেখিয়ে বা কোন নথির ভিত্তিতে আধার কার্ড পেয়েছিলেন এই শান্তা। তার জন্য UIDAI কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। শান্তার ফ্ল্যাট থেকে পাওয়া ভোটার কার্ড বৈধ কি না এবং কোন নথির ভিত্তিতে ভোটার কার্ড পেয়েছেন তিনি, তা জানতেও নির্বাচন কমিশনে যোগাযোগ করেছে পুলিশ রেশন কার্ডের নথির বিষয়ে জানতে খাদ্য দপ্তরে যোগাযোগ করা হচ্ছে।‘ব্যাচেলর ইন ট্রিপ’ ছবি দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছিল তার। এছাড়াও তামিল ছবি ‘ইয়েরালাভা’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যে ছবি পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্বনাথ রাও। তাছাড়া বাংলাদেশের নানা প্রজেক্টে কাজ করেছিলেন তিনি।ভোরের আকাশ/জাআ
৬ ঘন্টা আগে
মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ‘পুতুলনাচের ইতিকথা’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের মুক্তিকে সামনে রেখে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় সরব ছিলেন পরিচালক ও অভিনয়শিল্পীরা।সুমন মুখার্জি পরিচালিত এই ছবিতে ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।আলোচনায় অংশগ্রহণ করেন ছবির পরিচালক সুমন মুখার্জি, অভিনেত্রী জয়া আহসান ছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুমিত চক্রবর্তী এবং বাংলা বিভাগের অধ্যাপক সন্দীপকুমার মণ্ডল।ছবির নির্মাতা সুমন মুখার্জি বলেন, “উপন্যাসে ‘শরীর, শরীর, শরীর—তোমার মন নেই কুসুম’ এই সংলাপটি ঘিরে বহু আলোচনা হয়েছে। এটি শশীর কথা, না মানিকের নিজস্ব ভাবনা—সেটা উপন্যাসে পরিষ্কার না হলেও, আমাদের চিত্রনাট্যে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।”সভায় কুসুমের চরিত্রে নিজের উপলব্ধি প্রকাশ করতে গিয়ে জয়া আহসান বলেন, “বরাবর নারীকেই কামনা ও বাসনার বস্তু হিসেবে উপস্থাপন করা হয়। অথচ কুসুম নিজেও একজন স্বকীয় ব্যক্তিত্ব যার নিজস্ব চাহিদা ও অনুভূতি রয়েছে, যা সে লুকায় না। কুসুম আসলে একটি খোলা বইয়ের মতো।”তিনি আরও বলেন, “কুসুমের মন, শরীর ও আত্মা একসঙ্গে কাজ করে। এখানেই সে শশীর চেয়ে আলাদা। কুসুম এমন একজন নারী, যে শশীর মতো পুরুষ চরিত্রকেও চ্যালেঞ্জ করতে পারে।”জয়ার ভাষায়, “আমাদের সমাজে নারীদের একটি 'লক্ষ্মণরেখা' দিয়ে ঘিরে রাখা হয়, কিন্তু কুসুম সেই রেখার বাইরের মানুষ। তার মধ্যে কোনো জড়তা নেই। সে সতেজ, স্বাধীনচেতা। এ কারণেই কুসুম এত আধুনিক। এমনকি আমি নিজেও তার মতো হতে পারব না।”গ্রামবাংলার বাউলদের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন,“বাউলরা যেমন দেহ, মন ও আত্মাকে একাকার করে দেখে, তেমনি কুসুমও নিজের অস্তিত্বকে একত্রে ধারণ করে। সে যা ভাঙে, তা-ই হয় নতুন করে গড়ার সূচনা।”চলচ্চিত্রটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, যেখানে দর্শকরা দেখতে পাবেন সাহসী, স্বাধীনচেতা এক নারীর ভিন্ন মাত্রার উপস্থাপনা।ভোরের আকাশ//হ.র
১ দিন আগে