× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার
Image

অভিনেতা সিদ্দিককে পিটুনি, মামলা থাকলে গ্রেফতার: পুলিশ


মব সৃষ্টি করে দুদক কার্যালয়ের সামনে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে পিটুনি দেওয়া হয়েছে। পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়েছে। বর্তমানে তিনি রমনা থানা হেফাজতে রয়েছেন।পুলিশ বলছে, তার বিরুদ্ধে মামলা রয়েছে কি না যাচাই-বাছাই চলছে। মামলা থাকলে তাকে গ্রেফতার দেখানো হবে। এছাড়া যারা গণপিটুনি দিয়েছে তাদের পুলিশ কড়া বার্তা দিয়েছে।মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলের দিকে সিদ্দিককে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।এ বিষয়ে জানতে চাইলে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম গণমাধ্যমকে বলেন, দুদক কার্যালয়ের সামনে থেকে লোকজন সিদ্দিককে ধরেন। এরপর তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সিদ্দিককে যারা মারপিট করেছে তাদের বকাঝকা করা হয়েছে। সিদ্দিকের বিরুদ্ধে মামলা রয়েছে কি না যাচাই-বাছাই চলছে।ভিডিওতে দেখা যায়, অভিনেতা সিদ্দিককে মারপিট করে তার পরনে থাকা গেঞ্জি ছিঁড়ে ফেলা হয়। দুজন ব্যক্তি তাকে ধরে রেখে হাঁটছে এবং পুলিশসহ আরও বেশ কয়েকজনকে ভিডিওটিতে দেখা যায়। সিদ্দিকের বাম হাত ধরে থাকা একজন ব্যক্তি বলছিলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।জানা গেছে, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হয়ে পড়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান।২০২৩ সালের ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।ভোরের আকাশ/এসআই

১৫ ঘন্টা আগে

Image

অন্য এক তিশা


গেল ঈদে খুব বেশি নাটকে দেখা মেলেনি অভিনেত্রী তানজিন তিশার। তবে যে ক’টি নাটকেই অভিনয় করেছেন, তার প্রায় সবই প্রশংসিত হয়েছে। এবার একটু ভিন্ন আঙ্গিকের গল্পে অভিনয় করেছেন তিশা। আর সেসব নাটকে দর্শক খুঁজে পেয়েছেন অন্য এক তিশাকে।এর মধ্যে মারুফ হোসেন সজীব পরিচালিত জি-সিরিজের ব্যানারে মুক্তি পাওয়া ‘খুশি’ নাটকে একজন পতিতার চরিত্রে অভিনয় করেছেন তিনি, যে কিনা একজন তরুণের দেখানো পথে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চেয়েও বাস্তবতার কাছে হেরে যান। নাটকটিতে একেবারে সাবলীল এক তিশাকে আবিষ্কার করা গেছে। ঠিক তেমন করেই ঈদে ‘স্বপ্নের শেষ ঠিকানা’, ‘ভালো থেকো মেঘ’, ‘ভালোবাসার ক্যাকটাস’, ‘মন খারাপের ঘর’, ‘গল্পের নাম মায়া’-নাটকগুলোতে ব্যতিক্রমী তিশাকে আবিষ্কার করা গেছে। প্রতিটিতেই নানা লুকে চ্যালেঞ্জিং অভিনয়ে নিজেকে হাজির করেছেন এ অভিনেত্রী।তিনি আগেই জানিয়েছিলেন, গতানুগতিক ধারার নাটকে আর কাজ করতে চান না। তাই সবসময়ই ভিন্নধর্মী গল্পের ও চরিত্রের নাটকের প্রতি আগ্রহবোধ করেন। তারই প্রতিফলন ঘটেছে গেল ঈদে। এদিকে, তিশা বর্তমানে কোরবানির ঈদের নাটক নিয়ে ব্যস্ত রয়েছেন। গত ঈদের মতো এবারো অনেক নাটক হাতে নিচ্ছেন না। বেছে মনের মতো কাজগুলোই করবেন বলে জানালেন তিনি।এদিকে, তিশা নাটকের বাইরে এরই মধ্যে ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’র মাধ্যমেও প্রশংসিত হয়েছেন। মনের মতো প্রস্তাব পেলে সিনেমার খাতায়ও নাম লেখাবেন তিনি।তিশা বলেন, বড় পর্দা মানে বড় কিছু। তাই অভিষেকটা মনের মতো করে করতে চাই। মনের মতো গল্প ও চরিত্র পেলে সিনেমায় কাজটা করেই ফেলবো।  ভোরের আকাশ/এসআই

২১ ঘন্টা আগে

Image

ঈদুল আজহায় মুক্তি পাবে সাত সিনেমা


চলচ্চিত্র পাড়ায় এখনও কাটেনি ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমার রেশ। এরই মধ্যে শুরু হয়ে গেছে ঈদুল আজহার প্রস্তুতি। অবশ্য নির্মাণের সময়সীমার ভিত্তিতে অনেক আগে থেকেই বছরের দ্বিতীয় ঈদ উৎসবের আয়োজনে সারিবদ্ধ হয়েছে ছবিগুলো। তবে অধিকাংশের ক্ষেত্রেই একাধিকবার পেছানোর পর ঠিক হয়েছে মুক্তির দিনক্ষণ। ঈদুল আজহায় মুক্তির জন্য প্রস্তুত হয়ে আছে সাতটি ছবি - তাণ্ডব, পিনিক, ইনসাফ, টগর, নীলচক্র, উৎসব এবং এশা মার্ডার: কর্মফল।তান্ডব: নির্মাণাধীন তাণ্ডব সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে রয়েছে। ‘তুফান’-এর পর শাকিব খানকে নিয়ে পরিচালক রায়হান রাফির এটি দ্বিতীয় ছবি। এবার শাকিবের বিপরীতে প্রধান নায়িকা হিসেবে থাকবেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। আর এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে সাবিলার। ছবিতে সাংবাদিকের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী জয়া আহসানকে। এছাড়া ৪০ সেকেন্ডের একটি ক্যামিওতে দেখা দেবেন বর্তমান সময়ের ব্যস্ততম তারকা শরিফুল রাজ। রায়হান রাফী নিজেই চলচ্চিত্রটির মূল গল্প লিখেছেন। চিত্রনাট্যে রাফীর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন আদনান আদিব খান। দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলার প্রেক্ষাপট নিয়ে এগিয়ে যাবে সিনেমার কাহিনী।পিনিক: শবনম বুবলীকে প্রথমবারের মতো খলনায়িকার ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা। কিন্তু তাদের এই প্রতীক্ষা দীর্ঘায়িত করে বারবার পিছিয়ে যাচ্ছে ছবি মুক্তির দিনক্ষণ। তবে এবারের কুরবানীর ঈদে চূড়ান্ত মুক্তির কথা চলছে জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমাটির। সিনেমায় তার প্রধান সহশিল্পী হিসেবে রয়েছেন আদর আজাদ। ২০২২-এর ‘তালাশ’ এবং ২০২৩-এর ‘লোকাল’-এর পর ‘পিনিক’ বুবলী-আদর জুটির তৃতীয় কাজ। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু ও আজাদ আবুল কালাম-এর মতো অভিনেতারা। এছাড়াও আছেন সমু চৌধুরী, মাসুম বাশার, মোমেনা চৌধুরী, এ কে আজাদ সেতু, শরীফ সিরাজ, নাফিস আহমেদ বিন্দু, এবং জয়িতা মহলানবীশ। ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট-এর সাথে সিনেমার সহ-প্রযোজনা করেছেন অভিনেতা শিমুল খান।ইনসাফ: ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী তাসনিয়া ফারিণের নতুন সিনেমার নাম ‘ইনসাফ’। ওয়েব চলচ্চিত্রের বাইরে বাংলাদেশে এটি ফারিণের দ্বিতীয় ছবি। এর আগে ২০২৪ সালে তার অভিনীত প্রথম বাংলাদেশি সিনেমা ‘ফাতিমা’ মুক্তি পায়। ‘ইনসাফ’-এর মধ্য দিয়ে প্রথমবারের মতো তিনি ফর্মুলা ছবির নায়িকার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এখানে তার বিপরীতে রয়েছেন শরিফুল রাজ। আর খলনায়কের ভূমিকায় দেখা যাবে শক্তিমান অভিনেতা মোশাররফ করিমকে। অ্যাকশন ও থ্রিলার গল্প কেন্দ্রীক সিনেমাটির নির্দেশনা দিয়েছেন সঞ্জয় সমাদ্দার।টগর: অপ্রকাশিত চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’-এর পর দ্বিতীয়বারের মতো জুটিবদ্ধ হচ্ছেন পূজা চেরী ও আদর আজাদ। আলোক হাসানের পরিচালনায় ‘টগর’ শিরোনামের এই সিনেমাটি অ্যাকশন ও থ্রিলার ঘরানার। কাহিনী, চিত্রনাট্য এবং প্রযোজনায় রয়েছে এ আর মুভি নেটওয়ার্ক। সংলাপ লেখনীতে ছিলেন মামুনুর রশিদ তানিম। সিনেমার অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন রোজী সিদ্দিকী, আজাদ আবুল কালাম, জোযন, সুমন আনোয়ার, এল আর খান সীমান্ত, ও শরিফুল।নীলচক্র: বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ এবার কুরবানির ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছে। মিঠু খান পরিচালিত চলচ্চিত্রটির ইতোপূর্বে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে আমেরিকান ফিল্ম মার্কেটে। এনায়েত এ মিলন প্রযোজিত এই সিনেমায় শুভ’র নায়িকা ছিলেন মন্দিরা চক্রবর্তী। এটি মন্দিরার অভিনীত দ্বিতীয় ছবি। ‘কাজলরেখা’য় তার প্রথম কাজ দেখিয়ে তিনি দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। ‘নীলচক্র’ সিনেমাটি ক্রাইম ঘরানার, যেখানে ইন্টারনেট জগতের নেতিবাচক দিককে তুলে ধরা হয়েছে। মানব কল্যাণে ইন্টারনেটের তাৎপর্যবহুল অবদান থাকলেও এর গহীনে রয়েছে ভয়াবহ ফাঁদ। এই ফাঁদে পড়ে অনেকের জীবন ধ্বংস হয়ে যায়, এমনকি প্রাণনাশের ঘটনাও ঘটে। এমনি প্রেক্ষাপটের উপর নির্মিত হয়েছে সিনেমার কাহিনী। ‘নীলচক্র’-এর মাধ্যমে বড় পর্দায় অভিনয় যাত্রা শুরু করলেন সংগীতশিল্পী বালাম। এছাড়া নানা ভূমিকায় অভিনয়ে দেখা যাবে শিরীন আলম, ফজলুর রহমান বাবু, খালেদা আক্তার কল্পনা, প্রিয়ন্তী ঊর্বী, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, মনির আহমেদ শাকিল, মাসুম রেজওয়ান, এবং টাইগার রবিকে।উৎসব: কাইজার ওয়েব সিরিজ-খ্যাত পরিচালক তানিম নূর-এর নতুন চলচ্চিত্র ‘উৎসব’। কিংবদন্তির ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের ‘এ ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে বানানো হয়েছে সিনেমার গল্প। এখানে বিখ্যাত চরিত্র ‘স্ক্রুজ’-এর ভূমিকায় অভিনয় করেছেন খ্যাতিমান অভিনেতা জাহিদ হাসান। এখনও ছবিটি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি ‘উৎসব’ টিম। তবে ইতোমধ্যে ভিন্ন আঙ্গিকের সিনেমাপ্রেমিদের মধ্যে এ নিয়ে সমূহ প্রত্যাশার সৃষ্টি হয়েছে।এশা মার্ডার: কর্মফল : একাধিকবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়া ছবিগুলোর মধ্যে রয়েছে আজমেরী হক বাঁধন অভিনীত ‘এশা মার্ডার: কর্মফল’। তবে এবার আসন্ন ঈদকে টার্গেট করে পুরোদমে অগ্রসর হচ্ছেন নির্মাতা সানী সানোয়ার। ‘ব্ল্যাক ওয়ার’ ও ‘মিশন এক্সট্রিম’-খ্যাত এই পরিচালক নিজে একজন পুলিশ কর্মকর্তা। আর তার মুভিগুলোতেও প্রধান ভূমিকায় থাকে কোনও না কোনও পুলিশ চরিত্র। এশা মার্ডারও তার ব্যতিক্রম নয়। এখানে পুলিশী চরিত্রে রয়েছেন বাঁধন, যেখানে একই জেলায় সংঘটিত তিনটি মেয়ের খুনের তদন্তের দায়িত্ব অর্পণ করা হয় তাকে। শ্রেষ্ঠাংশে থাকা অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, এজাজ আহমেদ, ও মাজনুন মিজান। এ ছাড়াও নানা ভূমিকায় রয়েছেন সুষমা সরকার, সুমিত সেনগুপ্ত, শরীফ সিরাজ, দীপু ঈমাম, নিবির আদনান নাহিদ, এবং আনিসুল হক বরুণ। পরিচালনার পাশাপাশি মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমাটির গল্পও লিখেছেন সানি সানোয়ার। চিত্রনাট্যে তার সাথে যৌথভাবে অবদান রেখেছেন হাসানাত বিন মতিন। সংলাপের দায়িত্বে ছিলেন শাহজাহান সৌরভ।প্রসঙ্গত, ২০২৫-এর ঈদুল আজহায় এই বাংলাদেশি চলচ্চিত্রগুলোর মুক্তির মাঝে নিহিত রয়েছে সম্প্রতি হলগুলোতে ফেরা সুদিনের ধারাবাহিকতা। তন্মধ্যে দর্শক টানার ক্ষেত্রে একক ভাবে শীর্ষস্থানটি নিশ্চিত করেছে শাকিব খানের ‘তান্ডব’। একাধিকবার কালক্ষেপণের পর এবার আলোর মুখ দেখার সম্ভাবনা রয়েছে ‘পিনিক’, ‘নীলচক্র’, এবং ‘এশা মার্ডার’-এর। অনবদ্য চিত্রনাট্যে মুগ্ধতার দাবি রাখছে ‘ইনসাফ’ ও ‘উৎসব’। আদর-পূজার রসায়ন কতটা দর্শকপ্রিয়তা পাবে তা জানতে অপেক্ষা করতে হবে ‘টগর’ মুক্তি পর্যন্ত। সর্বপরি, ঢালিউডের এই ঈদ আয়োজনে নতুন কিছু দেখার প্রত্যাশা থাকছে বাংলাদেশি মুভিপ্রেমিদের।ভোরের আকাশ/এসআই

২১ ঘন্টা আগে

Image

আগামী মাসে মুক্তি পাচ্ছে ‘জয়া আর শারমিন’


করোনা মহামারিতে যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল। সবাই হয়ে পড়েছিল ঘরবন্দী। বদলে গিয়েছিল সবার জীবন। সেই অদ্ভুত সময়ের গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা ‘জয়া আর শারমিন’। শুটিংও হয়েছে করোনার সময়ে। পিপলু আর খান পরিচালিত সিনেমাটি আগামী মাসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।নির্মাতা পিপলু আর খান জানান, কিছু গল্প থিতু হতে সময় নেয়। মুহূর্তযাপনের মধ্য দিয়ে খুঁজে পায় তার আপন ভাষা। জয়া আর শারমিন ঠিক তেমনি এক সম্পর্কের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেয় ছোট্ট এক জগৎ। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্কেও। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান জয়া আর শারমিন।তিনি আরও জানান, পাঁচ বছর আগে, যখন গোটা পৃথিবী থমকে গিয়েছিল, তখনই শুরু হয়েছিল জয়া আর শারমিন সিনেমার যাত্রা। ছোট্ট পরিসরে গভীর আবেগ নিয়ে তৈরি হওয়া এই সিনেমা অবশেষে বড় পর্দায় মুক্তির জন্য প্রস্তুত।জয়া আহসান বলেন, এখানে একটা সময়কে তুলে ধরা হয়েছে। একটা সময়ে দুজন মানুষ পেছন ফিরে দেখতে চায়। দুজনে কোভিডের সময়ে একটি বাড়িতে আটকা পড়ে নিজেদের  মধ্যে তৈরি করে নেয় নিজস্ব ছোট্ট জগৎ।  আমাদের দেশে নারীকেন্দ্রিক সিনেমার সংখ্যা হাতে গোনা। এখনো নারীপ্রধান গল্প নিয়ে কাজ করার সাহস দেখান না অনেকে। সেখানে জয়া আর শারমিন সিনেমার গল্প গড়ে উঠেছে দুই নারীকে নিয়ে। যৌথভাবে ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম। প্রযোজনা করেছেন পিপলু আর খান ও জয়া আহসান।জয়া আহসান ছাড়া আরও এতে আরও অভিনয় করেছেন মহসিনা আক্তার, তটিনী প্রমুখ।  ভোরের আকাশ/এসআই

১ দিন আগে

দেশের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের ছবি

দেশের সীমানা ছাড়িয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশের ছবি

২৮ এপ্রিল ২০২৫ ১২:১৬ পিএম

মা পদক পাচ্ছেন ডলি জহুর

মা পদক পাচ্ছেন ডলি জহুর

২৮ এপ্রিল ২০২৫ ১১:৩৩ এএম

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা মারা গেছেন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মিশা মারা গেছেন

২৭ এপ্রিল ২০২৫ ১২:২৪ পিএম

আমেরিকা গিয়ে যেভাবে বদলে গেলেন পিয়া বিপাশা

আমেরিকা গিয়ে যেভাবে বদলে গেলেন পিয়া বিপাশা

২৭ এপ্রিল ২০২৫ ১০:০৪ এএম

নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

নেপালে ‘বর্ষা সুন্দরী’র চ্যাম্পিয়ন বাংলাদেশের প্রিয়াঙ্কা চৌধুরী

২৭ এপ্রিল ২০২৫ ০৯:৪৫ এএম

ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক

ময়ূখকে ‘গাধা’ বললেন অভিনেতা ঋত্বিক

২৬ এপ্রিল ২০২৫ ১১:৪৯ এএম

মস্কোতে বাংলাদেশি সিনেমার বিশেষ স্বীকৃতি

মস্কোতে বাংলাদেশি সিনেমার বিশেষ স্বীকৃতি

২৬ এপ্রিল ২০২৫ ০৯:৫২ এএম

ভাইরাল ছবিগুলো অভিনেত্রী সাদিয়া আয়মানের নয়

ভাইরাল ছবিগুলো অভিনেত্রী সাদিয়া আয়মানের নয়

২৬ এপ্রিল ২০২৫ ০৯:৪০ এএম

মন্দিরাকে নিয়ে চমক দেবেন শুভ

মন্দিরাকে নিয়ে চমক দেবেন শুভ

২৫ এপ্রিল ২০২৫ ০১:৪৭ পিএম

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

২৫ এপ্রিল ২০২৫ ১১:৩৯ এএম

তিন দেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’!

তিন দেশের ৪০ শহরে মুক্তি পাচ্ছে ‘জংলি’!

২৫ এপ্রিল ২০২৫ ১০:৫২ এএম