বিনোদন প্রতিবেদন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫ ১২:২১ পিএম
সংগৃহীত ছবি
জুলাই আন্দোলনের মধ্যে দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ‘নন্দিনী’ নামের যে সিনেমাটির মুক্তি পিছিয়ে গিয়েছিল, সেটি আলোর মুখ দেখতে চলেছে। আগামী ১২ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘নন্দিনী’। সিনেমার ট্রেইলার প্রকাশ করে মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক সোয়াইবুর রহমান রাসেল।
ট্রেইলারে দেখা গেছে, গ্রামের সহজ জীবনযাপন করা তরুণী ‘নন্দিনী’ এক সময় শহরে এসে যৌনপল্লিতে পড়ে। ওই জীবন থেকে বেরিয়ে নতুনভাবে সব কিছু শুরু করতে চাইলেও বাধা হয়ে দাঁড়ায় পারিপার্শ্বিক পরিস্থিতি।
‘নন্দিনী’ সিনেমায় নাম ভূমিকায় আছেন ঢাকার অভিনেত্রী নাজিরা মৌ ও কলকাতার অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। পরিতোষ বাড়ৈয়ের ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে এ সিনেমা নির্মাণ করেছেন রাসেল।
রাসেল ‘নন্দিনী’ নির্মাণের চড়াই-উৎরাই নিয়ে বলেন, ২০১৯ সালের শেষ দিকে নন্দিনী সিনেমার শুটিং শুরু হয়েছিল। ওই সময় এক লট শুটিং হওয়ার পর ২০২০ সালে মহামারী শুরু হয়ে যায়। প্রায় দেড় বছর কাজ বন্ধ করে তাদের বসে থাকতে হয়েছে সিনেমাটি নিয়ে। ‘তারপরও আরো কিছু সমস্যা আসে। গত কয়েক বছরে যাবতীয় কাজ শেষে অবশেষে সিনেমাটি মুক্তি দেওয়ার জন্য সব কাজ সারা হয়।’
রাসেল বলেন, ‘নিয়তির কাছে বারবার পরাজিত হয়েও হার না মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘নন্দিনী’।’ নন্দিনীর চরিত্রে দেখা যাবে মৌকে। আর ইন্দ্রনীল হয়েছেন পলাশ, যিনি একজন সাংবাদিক। রাসেল নাটক ও টেলিফিল্ম বানিয়ে পরিচিতি পেলেও ‘নন্দিনী’ তার প্রথম সিনেমা।
তিনি বলেন, ‘নরক নন্দিনী’ উপন্যাস পড়ার পর মনে হল, এটি নিয়ে সুন্দর একটি সিনেমা নির্মাণ করা যেতে পারে। তারপর প্রস্তুতি নিয়েই নির্মাণে নামা। শিল্পীরা যথেষ্ঠ ভালো ছিলেন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাও ভালো ছিল।’
এ সিনেমায় পাঁচটি গান শোনা যাবে। জাহিদ আকবর ও পরিতোষ বাড়ৈয়ের কথায় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, নাজমুন মুনিরা ন্যান্সি, কোনাল, সালমা আক্তার, কাজী শুভ এবং স্বরলিপি দোলা। ইন্দ্রনীল-মৌ ছাড়া আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহরসহ আরো কয়েকজন।
ভোরের আকাশ/তা.কা