ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব-এডিটর খন্দকার মো. জাহাঙ্গীর আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন নাতি, আত্মীয় স্বজন, বহু সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।আজ এক বিবৃতিতে ডিএসইসি নেতৃবৃন্দ খন্দকার মো. জাহাঙ্গীরের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।এর আগে, খন্দকার মো. জাহাঙ্গীর মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে সাভারে বড় ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইসি’র সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘ সময়কাল সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চৈতার মরহুম পীরে কামেল ইউনুস (রহ.) ভাইয়ের জামাতা ছিলেন। তার প্রথম নামাজের জানাজা সাভারে এবং দ্বিতীয় জানাজা পটুয়াখালী জেলাধীন বড় বিঘাই ইউনিয়নে নিজ গ্রামের বাড়ি অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।ভোরের আকাশ/এসএইচ
১৫ ঘন্টা আগে
ঢাকা জার্নালিস্ট কাউন্সিলের (ডিজেসি) দুই বছর মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে আজকের দৈনিকের ইকরামুল কবীর টিপু সভাপতি ও দৈনিক সারাবাংলার মোস্তাফিজুর রহমান মোস্তাক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) তোপখানা রোডে নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন এফএনএসের মোহাম্মদ শাজাহান স্বপন ও বাংলাদেশের আলোর জাফরুল আলম। যুগ্ম সম্পাদক হয়েছেন জাগো নিউজের মো. মনিরুজ্জামান উজ্জ্বল। এছাড়া অর্থ সম্পাদক পদে দৈনিক সবুজ বাংলার এস এম দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির আলী তালুকদার নির্বাচিত হয়েছেন।অন্যান্য পদের মধ্যে রয়েছেন- প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক জনতার মো. হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক দৈনিক বাংলাবাজারের শহিদুল ইসলাম সাহেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দৈনিক সমকালের মো. জাহাঙ্গীর হোসেন বাবু, সমাজকল্যাণ সম্পাদক সংবাদ সংস্থা এফএনএসের পিপুল নুর হোসেন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আনলিমিটেড নিউজের নুরে আলম জীবন, নারী বিষয়ক সম্পাদক বাংলা মেইলের দীপা ঘোষ রিতা এবং আপ্যায়ন সম্পাদক বৈখাখী টিভির ইমরান হাসান।কার্যনির্বাহী সদস্যের মধ্যে রয়েছেন- গোলাম মুজতবা ধ্রুব, আতিকুল ইসলাম, শাহজাহান সাজু, আরমান হোসেন বাদল, শরিফুল হক পাভেল, সৈয়দ মাহবুবুর রহমান, নাজমুল সাগর এবং কাজী শফিউল ইসলাম (আল-আমিন)।নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডিআরইউয়ের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা। অনুষ্ঠানে নির্দেশামূলক বক্তব্য রাখেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য খায়রুজ্জামান কামাল ও লায়ন মো. জাহাঙ্গীর আলম।ভোরের আকাশ/এসএইচ
২ সপ্তাহ আগে
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক আমাদের সময়ের মফস্বল সম্পাদক শাহজাহান কমর মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভোর ৪টা ৪৫ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।এক বিবৃতিতে নেতৃবৃন্দ শাহজাহান কমরের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়। মৃত্যুকালে শাহজাহান কমরের বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সাত ভাই ও তিন বোনের মধ্যে ষষ্ঠ ছিলেন। স্ত্রী, ভাই-বোন, আত্বীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুম শাহজাহান কমরের প্রথম জানাজা বিকেল ৫টার দিকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার গ্রামতলা কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং দ্বিতীয় জানাজা জলঢুপ সোনাতূলা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।উল্লেখ্য, সিলেট থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক জৈন্তাবার্তা’ পত্রিকার সিলেট প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা জীবন শুরু হয়। এরপর সিলেটের ডাক, জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা এবং জীবনের শেষ সময় পর্যন্ত ‘দৈনিক আমাদের সময়’ পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন।ভোরের আকাশ/এসএইচ
২ সপ্তাহ আগে
রাজধানীর বনশ্রীতে এক নারী সাংবাদিককে হেনস্তা ও তার ভাইকে মরধরের ঘটনায় করা মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানসহ (২৫) তিনজনকে গ্রেফতার করেছে র্যাব-৩। গ্রেপ্তাররা হলেন- সোয়েব রহমান জিশান (২৫), মো. রাইসুল ইসলাম (২১) ও মো. কাউসার হোসেন (২১)।বৃহস্পতিবার (৩ এপ্রিল) র্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বুধবার রাতে রাজধানীর রামপুরা এলাকায় যৌন হয়রানি সংক্রান্ত একটি ঘটনা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি র্যাব-৩ এর নজরে এলে তাৎক্ষণিকভাবে গুরুত্ব সহকারে ছায়া তদন্ত শুরু করা হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এ (সংশোধনীঃ ২০০৩) একটি মামলা করা হয়। মামলায় এজাহারনামীয় ও অজ্ঞাতনামা অভিযুক্তদের গ্রেফতারের জন্য র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা ও র্যাব-৩ এর একাধিক গোয়েন্দা ও অপারেশনাল টিম মাঠ পর্যায়ে কাজ শুরু করে।পরবর্তীতে গোয়েন্দা সূত্র হতে পাওয়া তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান অভিযুক্ত সোয়েব রহমান জিশানকে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রমনার বেইলি রোড এলাকা থেকে মো. রাইসুল ইসলাম ও কাউসার হোসেনকে গ্রেফতার করা হয়।ভোরের আকাশ/এসএইচ
৩ সপ্তাহ আগে