সাংবাদিক শাফিন খানের মৃত্যুতে ডিএসইসি’র শোক
ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও বাংলাভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও জ্যেষ্ঠ বার্তাকক্ষ সম্পাদক শাফিন খান হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।
সোমবার (১৯ মে) অফিসের উদ্দেশে আসার পথে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ শাফিন খানের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঢাকায় জানাজা শেষে সাতক্ষীরায় নিজ শহরে চিরনিদ্রায় শায়িত করা হবে শাফিন খানকে।
উল্লেখ্য, শাফিন খান ঊনিশ বছর ধরে বাংলাভিশনে একনিষ্ঠভাবে কাজ করেছেন। তার জন্ম ও বেড়ে ওঠা সাতক্ষীরা জেলার মুনজিতপুরে। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ভোরের আকাশ/এসএইচ
সংশ্লিষ্ট
জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও প্রবীণ সাংবাদিক আবদুল হালিম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টা ৩৫ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৫ বছর।তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন, সহকর্মী ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আবদুল হালিম ছিলেন একজন নিষ্ঠাবান ও সদালাপী সাংবাদিক।আবদুল হালিম ১৯৪০ সালের ১ মার্চ পটুয়াখালী জেলার আমতলী উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৬ সালে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হন। তার সাংবাদিকতা জীবনের শুরু হয় সাপ্তাহিক জনতা পত্রিকার মাধ্যমে। পরবর্তীতে তিনি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক জনকণ্ঠ-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।আবদুল হালিম দীর্ঘ সাংবাদিকতা জীবনে সততা, দায়বদ্ধতা ও পেশাদারিত্বের পরিচয় রেখেছেন। সহকর্মী ও সিনিয়র সাংবাদিকদের কাছে তিনি ছিলেন শ্রদ্ধাভাজন।আজ বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে খিলগাঁও শাহী মসজিদে। জানাজা শেষে তাকে তালতলা কবরস্থানে দাফন করা হবে।জাতীয় প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ ও সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এক শোকবার্তায় গভীর শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।ভোরের আকাশ/জাআ
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা অনুযায়ী আনুষ্ঠানিক নিবন্ধন পেয়েছে ডিজিটাল ও মাল্টিমিডিয়া ভিত্তিক অনলাইন সংবাদপোর্টাল দ্য নিউজ ২৪ ডটকম।১৩ জুলাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০) অনুসারে দ্য নিউজ ২৪ ডটকমকে নিবন্ধন দেওয়া হয়েছে।এর আগে নিবন্ধনের জন্য প্রাথমিক অনুমোদন দেয় তথ্য মন্ত্রণালয়। পরে নির্ধারিত ফি সরকারি কোষাগারে জমা দিয়ে তথ্য অধিদফতরের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, দ্য নিউজ কর্তৃপক্ষের হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করা হয়।তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা স্বাক্ষরিত ওই সনদে উল্লেখ করা হয়েছে— সরকার নির্ধারিত সকল শর্তাবলী মেনে চলার বাধ্যবাধকতা থাকবে এই অনলাইন গণমাধ্যমের।উল্লেখ্য, ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি ‘সারাদেশে সবার সাথে’ স্লোগানে যাত্রা শুরু করে দ্য নিউজ ২৪ ডটকম। শুরু থেকেই একঝাঁক তরুণ, মেধাবী ও পেশাদার সংবাদকর্মী এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। পোর্টালটি তথ্যের স্বাধীনতা, জনস্বার্থ ও পেশাদার সাংবাদিকতার মানদণ্ড বজায় রেখে সঠিক সংবাদ পরিবেশনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।ভোরের আকাশ/জাআ
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ফের পেছানো হয়েছে। এ নিয়ে ১১৯ বার প্রতিবেদন পেছানো হলো।পিবিআই প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত আগামী ১১ আগস্ট নতুন দিন ধার্য করেন।২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন। পরদিন রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা থানায় একটি হত্যা মামলা করেন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক এসআই। চারদিন পর চাঞ্চল্যকর এ হত্যা মামলার তদন্তভার ডিবির কাছে হস্তান্তর করা হয়। দুই মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়।দীর্ঘ ১২ বছর ধরে র্যাব হত্যাকাণ্ডটির তদন্ত করে এলেও গত বছরের ৩০ সেপ্টেম্বর তাদের সরিয়ে দিয়ে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। পরে পিবিআই প্রধানকে আহ্বায়ক করে চার সদস্যের উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটি গঠন করা হয়।আলোচিত এ হত্যা মামলার আসামিরা হলেন রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুন, আবু সাঈদ, সাগর-রুনির বাড়ির দুই নিরাপত্তারক্ষী- পলাশ রুদ্র পাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে। বাকিরা কারাগারে আটক রয়েছেন।ভোরের আকাশ/জাআ
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)-এর বহুল প্রতীক্ষিত বার্ষিক আয়োজন ফ্যামিলি ডে ২০২৫। রোববার (৬ জুলাই) রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ বিএনপি-এর সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন। ডিএসইসি সভাপতি মুকতাদির অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান এবং ফ্যামিলি ডে-এর আহ্বায়ক, সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান।সকালের নাস্তা দিয়ে শুরু হওয়া এ আয়োজনে সারাদিনব্যাপী ডিএসইসি সদস্য ও তাদের পরিবারবর্গের সরব উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। মধ্যাহ্নভোজ, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং আকর্ষণীয় র্যাফেল ড্র অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। র্যাফেল ড্র ছিল এই আয়োজনের প্রধান আকর্ষণ। প্রথম পুরস্কার হিসেবে গ্লোবালইডি-এর সৌজন্যে ছিল একটি মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার হিসেবে ইউএস বাংলা এয়ারলাইন্সের সৌজন্যে ছিল ঢাকা-ব্যাংকক-ঢাকা যুগল প্লেন টিকিট। এছাড়াও ছিল ঢাকা-কক্সবাজার-ঢাকা প্লেন টিকিট এবং প্রবাসীর হেলিকপ্টারের সৌজন্যে ঢাকা শহর ভ্রমণের হেলিকপ্টার রাইড টিকিট।পুরস্কার বিজয়ীদের হাতে প্রথম পুরস্কারটি তুলে দেন প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ, এবং দ্বিতীয় পুরস্কারটি প্রদান করেন অধ্যাপক ড. মো. বেলাল হোসেন।অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে যুক্ত ছিল দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় ও কর্পোরেট ব্র্যান্ডসমূহ। তাদের মধ্যে ছিল গ্রী স্টার, মমতাজ হারবাল, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল, আরএকে সিরামিকস এবং ইগলু আইসক্রিম, খন্দকার টি,।ডিএসইসি কর্তৃপক্ষ জানিয়েছেন, এই আয়োজন শুধু বিনোদনের উপলক্ষ নয়, বরং এটি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পারিবারিক বন্ধন ও সহমর্মিতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত।ভোরের আকাশ/এসএইচ