বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন গণমাধ্যমকর্মীরা। এ ঘটনায় সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে গেছেন সাংবাদিকরা।বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এই ঘটনা ঘটে।জানা গেছে, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার সফরসঙ্গীরা। তাদের আগমন উপলক্ষে বিমানবন্দরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।ঘটনার সময় বিএনপির নেতা হুমায়ুন কবির সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করছিলেন। সে সময় পাশে অবস্থানরত এনসিপি নেতাকর্মীরা জোরে স্লোগান দিতে থাকেন। এতে সাংবাদিকদের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। এক সাংবাদিক বিষয়টি থামানোর অনুরোধ করলে এনসিপির কিছু নেতাকর্মী উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর চড়াও হন এবং শারীরিক ও মৌখিকভাবে লাঞ্ছিত করেন। সাংবাদিকদের উপর এমন আচরণের প্রতিবাদে উপস্থিত সব গণমাধ্যমকর্মী সংবাদ সম্মেলন বয়কট করে ঘটনাস্থল ত্যাগ করেন।উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যুক্তরাষ্ট্র সফরে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।ভোরের আকাশ/এসএইচ
০২ অক্টোবর ২০২৫ ১২:০৩ পিএম
শ্রীপুরে রেল চালকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
গাজীপুরের শ্রীপুরে রেল চালকের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। বুধবার (১ অক্টোবর) দুপুরে শ্রীপুর স্টেশনে হাওর এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে।জানা যায়, মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা হাওর এক্সপ্রেস (ট্রেন নম্বর ৭৭৭/৭৭৮) বুধবার দুপুর সোয়া ১টায় শ্রীপুর রেলওয়ে স্টেশনে ক্রসিংয়ের জন্য থামে। ট্রেনটি থামার পর শ্রীপুর থেকে ঢাকা যাওয়ার জন্য কয়েকজন যাত্রী উঠে। তারা ইঞ্জিনের সামনের অংশে বসেন। এসময় ট্রেন চালক তাদের কাছ থেকে ঘুষ হিসেবে ৫০ টাকা করে আদায় করেন। ঘটনাটি সাংবাদিকদের নজরে এলে তার ভিডিও ধারণ করে।ঘটনাটির বিষয়ে সাংবাদিকরা চালককে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে রেলওয়ে কর্মকর্তাদের উদ্দেশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উচ্চস্বরে বলেন, "আপনারা আমার কিছুই করতে পারবেন না। রেলওয়ের লোকজনও না। যা পারেন করেন। ইঞ্জিনে সবাই আসা-যাওয়া করে।"যাত্রীদের দাবি, তারা জনপ্রতি ৫০ টাকা করে দিয়েছেন। এক যাত্রী বলেন, "আমরা শ্রীপুর থেকে কমলাপুর যাচ্ছি।আমরা প্রত্যেকে ৫০ টাকা করে নিয়েছি।পরিস্থিতি আরও বিব্রতকর হয়ে ওঠে যখন চালকের নাম ও পরিচয় জানতে চাওয়া হলে তিনি জানাতে অস্বীকৃতি জানান এবং জানালা বন্ধ করে দেন। পাশে থাকা সহকারী চালকও বিষয়টি এড়িয়ে যান এবং বলেন, "আপনারা চাইলে তাদের নামিয়ে দিন।"শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, "ট্রেনের ইঞ্জিনে যাত্রী বহন সম্পূর্ণ অবৈধ। সেটি আবার টাকার বিনিময়ে হলে তা আরও গুরুতর অপরাধ।বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালকের একান্ত সচিব মো: নাসির উদ্দীন বলেন,টাকার বিনিময়ে ইঞ্জিনের সামনে বসিয়ে যাত্রী নেওয়ার কোন সুযোগ নেই। সঠিক তথ্য সহ প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ভোরের আকাশ/মো.আ.
০১ অক্টোবর ২০২৫ ০৩:৪৬ পিএম
ইসলামপুরের সাংবাদিক ওসমান হারুনী আর নেই
মোহনা টেলিভিশন এর জামালপুর প্রতিনিধি, সাপ্তাহিক জামালপুর সংবাদ এর সম্পাদক ও খোলা কাগজ ও আমারদেশ প্রত্রিকার ইসলামপুর প্রতিনিধি, জামালপুর জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, সাংবাদিক ওসমান হারুনী আর নেই। (ইন্নালিল্লাহী ওয়া ইন্না-----রাজিউন)।শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে নিজ ঘর থেকে সাংবাদিক ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৩। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মুরাদুজ্জামান মুরাদ ও সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।মৃত্যুকালে তার স্ত্রী দুই ছেলে ও মাতাসহ বহু গুণ গ্রাহিরেখে গেছেন। ইসলামপুর প্রেসক্লাব এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।ভোরের আকাশ/জাআ
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৩৬ পিএম
রংপুরে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হত্যার হুমকি
অনুসন্ধানী সংবাদ প্রকাশ করায় রংপুরের মাই টিভি প্রতিনিধি মাহমুদুল হাসানকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।এ ঘটনায় ২৬ সেপ্টেম্বর ২০২৫ পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিবুল ইসলাম, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের শাখা ব্যবস্থাপকসহ মামলায় ৪ জনকে আসামী করা হয়েছে এছাড়াও ৫-৬ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে ।উল্লেখ্য, গত ২০২৫ সালের ২৯ এপ্রিল বিকেলে কুরিয়ার সার্ভিসে ওই প্রতিনিধির নামে দুটি পার্সেল আসে। এতে দুটি কাফনের কাপড়ের সঙ্গে দুটি প্রিন্ট করা চিঠি ছিল। চিঠিতে হত্যার হুমকি দেওয়া হয়। মাই টিভিতে কয়েকটি ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় এ ঘটনা ঘটেছে বলে জানান মাই টিভির রংপুর ব্যুরোপ্রধান মাহমুদুল হাসান। কাফনের কাপড় ও চিঠিগুলো গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থেকে পাঠানো হয়েছে। প্রেরকের ঠিকানায় পীরগঞ্জের আরেক সাংবাদিক মিলনের নাম ও ফোন নম্বর ব্যবহার করা হয় ।চিঠির একটি খামে লেখা " অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি তোর কারণে। এবার আমার খেলা শুরু। ঠিকমতো পছন্দের খাবার খেয়ে নে রে হারামখোর।’ অপর খামে লেখা ‘ভাটা মালিকের কাজই মূলত সব সময় আগুন নিয়ে খেলা করা, তোর সময় শেষ, রংপুর মিঠাপুকুর বা সুবিধামতো জায়গা পেলেই খেল খতম। অপেক্ষার প্রহর গণনা শুরু।ঘটনার উদঘাটন করতে গিয়ে দেখা যায়, গোবিন্দগঞ্জ সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পুরো দিনের সিসি ফুটেজ সংরক্ষিত থাকলেও পার্সেল বুকিং এর সময়কার মাঝখানের সিসি ফুটেজ উধাও। পার্সেল বুকিংকারীর নাম ঠিকানা ব্যবহার করলেও তার ভোটার আইডিকার্ড সংরক্ষণ করেনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দায়িত্বরা । বুকিং এ যার নাম ও ফোন নাম্বার ব্যবহার করা হয়েছে তা একজন সাংবাদিকের। বুকিং ও সিসি ফুটেজের বিষয়ে তেমন উত্তর দিতে পারেনি শাখা ব্যবস্থাপক।এর আগেও রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরায় নকল গো-খাদ্য ভুষি তৈরির কারখানায় সংবাদ সংগ্রহ করতে গিয়েও হামলার শিকার হয়েছিলেন সাংবাদিক মাহমুদুল হাসানসহ তিনজন সংবাদকর্মী ।মুঠোফোনে ভুক্তভোগী সাংবাদিক মাহমুদুল হাসান প্রতিবেদককে জানান, পীরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে নানা অনিয়ম দূর্নীতি নিয়ে বেশ কয়েকটা সংবাদ করেছি এবং তার বিষয়ে যেনো সংবাদ প্রকাশ না করি সে বিষয়ে তার স্ত্রী ও বিভিন্ন লোক মারফতে বাঁধা নিষেধ করেছেন এবং হুমকিও প্রদান করেছেন। এমনকি মামলা করার দুদিন আগেও আমার এক সহকর্মীকে বলেছেন দেখি ওই সাংবাদিকের কতোবড় ক্ষমতা আমার নামে মামলা দিয়েই কিছুই করতে পারবে না। পরে যেনো সামাল দেয়, সে সাংবাদিক হয়েছে তো কি হয়েছে। এভাবেই আমাকে হুমকি দিয়ে আসছিলেন টিটিসির অধ্যক্ষ মহিবুল ইসলাম। সে কারণে ক্ষুব্ধ হয়ে আমাকে ভয়ভীতি প্রদর্শনসহ হত্যার উদ্দেশ্যে এসব করেছে । আমি অনুরোধ করছি এই ঘটনার সাথে যারাই জড়িত আছে প্রশাসন যেনো সুষ্ঠু তদন্তসহ মামলার আসামীদের দ্রুত গ্রেফতার করে৷রংপুর রিপোটার্স ক্লাব ও রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, সাংবাদিকদের কন্ঠরোধ করতে নানা সময়ে সাংবাদিকদের ভয়ভীতিসহ হত্যার হুমকি দেয় দুষ্কৃতকারীরা এটা স্বাধীন সাংবাদিকতায় ব্যাপক প্রভাব ফেলে। এই দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সাংবাদিকদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।এ সময় তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব লিয়াকত আলী বাদল বলেন, সারা দেশে যেভাবে সাংবাদিকদের উপরে হামলা হচ্ছে এভাবে হামলা চলতে থাকলে এই পেশায় ভালো মানুষ আর আসতে চাইবে না। যারা সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যেনো ব্যবস্থা নেন এবং অপরাধীরা যেনো কোনোভাবেই ছাড় না পায়।পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। আর ঘটনার সাথে যারাই জড়িত থাকুক তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।সাংবাদিকরা মনে করেন, সাংবদিককে কাফনের কাপড় পাঠানো শুধুমাত্র একটি ভয় দেখানো নয়, এটি স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত। পীরগঞ্জের এই ঘটনা বাংলাদেশের আঞ্চলিক সাংবাদিকদের জন্য এক ধরনের সতর্কবার্তা হয়ে উঠেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনা না হলে শুধু একজন সাংবাদিক নয়, পুরো গণমাধ্যম সম্প্রদায়ের জন্য নিরাপত্তাহীনতার পরিবেশ আরও তীব্র হবে।ভোরের আকাশ/জাআ
২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:২২ পিএম
সাংবাদিকদের হয়রানি করলে শাস্তিমূলক ব্যবস্থা: বরিশাল বিশ্ববিদ্যালয়
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসে সাংবাদিকদের হেনস্থা বা ভয়ভীতি দেখালে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে।বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসেন ফয়সাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে।এর আগে, গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনার ভিডিও ধারণ করার সময় কয়েকজন সাংবাদিককে বাধা দেওয়া হয় এবং মার্কেটিং ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের কতিপয় শিক্ষার্থী তাদের হুমকি-ধামকি দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রজ্ঞাপন জারি করেছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকরা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও বিভিন্ন কার্যক্রমের খবর সংগ্রহ করে থাকেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে সংবাদ সংগ্রহ নিশ্চিত করতে সকল শিক্ষার্থী, বিভাগ, দপ্তর, হল এবং নিরাপত্তা বাহিনীকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনাগুলো হলো:সংবাদকর্মীরা পরিচয়পত্র দেখালে তাদের তথ্য বা সংবাদ সংগ্রহে সহায়তা করতে হবে।কোনো প্রকার অসদাচরণ, বাধা বা হয়রানি করা যাবে না।ক্যাম্পাসের সব তথ্য সাংবাদিকদের কাছে স্বচ্ছতার সঙ্গে সরবরাহ করতে হবে।নিরাপত্তা বিভাগের সঙ্গে সমন্বয় করে সংবাদ সংগ্রহের সময় শৃঙ্খলা বজায় রাখতে হবে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কেউ ভয়ভীতি দেখালে, হুমকি দিলে বা হেনস্থা করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করে, সাংবাদিকরাও সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রাখবেন।ভোরের আকাশ/জাআ
১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৪ পিএম
নেপালে আটকে পড়া ফুটবল দল ও সাংবাদিকদের দেশে প্রত্যাবর্তন
নেপালে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে সেখানে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ক্রীড়া সাংবাদিকরা অবশেষে দেশে ফিরছে।বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় দুপুর আড়াইটায় কাঠমান্ডু থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দলের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সংশ্লিষ্টদের সঙ্গে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রক্ষা করছেন।বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। তবে ৮ সেপ্টেম্বর থেকে নেপালে ব্যাপক আন্দোলন শুরু হলে ৯ সেপ্টেম্বর নির্ধারিত ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। একই দিনে দলের দেশে ফেরার কথা থাকলেও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয় এবং খেলোয়াড়রা হোটেলে অবস্থান করতে বাধ্য হন।উদ্ভূত পরিস্থিতিতে খেলোয়াড়দের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উদ্যোগী হয় প্রধান উপদেষ্টার কার্যালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনুরোধে সশস্ত্র বাহিনী বিভাগ খেলোয়াড়দের ফিরিয়ে আনতে একটে বিশেষ ফ্লাইট পরিচালনা করতে সম্মত হয়।সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স ও পরিকল্পনা পরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলীমুল আমীন বাংলাদেশ বিমান বাহিনীর বিমানটি পৌঁছার পর প্রেস ব্রিফিং করেন। এ সময়ের সশস্ত্র বাহিনী বিভাগ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।আগামী দিনগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী দেশ ও জনগণের যে কোন প্রয়োজনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী আত্মত্মনিয়োগের জন্য সদা অঙ্গীকারবদ্ধ।ভোরের আকাশ/জাআ
১১ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৩ পিএম
ডাকসুতে দায়িত্ব পালনকালে সাংবাদিকের মৃত্যু
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহের সময় তরিকুল শিবলী (৪০) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। তিনি অনলাইনভিত্তিক টেলিভিশিন ‘চ্যানেল এস’ এর সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।চ্যানেল এস-এর চিফ রিপোর্টার মোস্তাফিজুর রহমান জানান, সকাল থেকে ডাকসুর নির্বাচনের সংবাদ সংগ্রহ করছিলেন তিনি। টিএসসি কাভার করে এরপর যান কার্জন হলে। সেখানে লাইভ করার পর সহকর্মীরা প্রস্তুতি নিচ্ছিলেন সেগুনবাগিচায় অফিসে ফিরে দুপুরের খাবার খেতে। এসময় কার্জন হলের গেটের সামনে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান শিবলী। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিবলীর সহকর্মী সোহেল রানা জানান, ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ঢাবির কার্জন হলের ভেতরে সংবাদ সংগ্রহ করার সময় লাইভে ছিলেন তরিকুল শিবলী। হঠাৎ অচেতন হয়ে পড়ে যান। পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।তিনি আরও জানান, চিকিৎসক জানিয়েছেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।ভোরের আকাশ/এসএইচ
০৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৩ পিএম
ট্রাম্প প্রশাসন ভিওএ-র ৫০০ সাংবাদিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সরকারি অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা (ভিওএ)-র প্রায় ৫০০ সাংবাদিককে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নিয়েছে।শনিবার (৩০ আগস্ট) ভিওএ-র মূল সংস্থা ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার ভারপ্রাপ্ত প্রধান কারি লেক জানান, এই পদক্ষেপের মাধ্যমে সরকারি আমলাতন্ত্র কমবে, সেবার মান উন্নত হবে এবং করদাতাদের অর্থ সাশ্রয় হবে। তবে ভিওএ-এর কর্মীদের একটি ইউনিয়ন এই সিদ্ধান্তকে ‘অবৈধ’ বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে।দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি প্রচারণার মোকাবিলায় ভিওএ প্রতিষ্ঠিত হয়েছিল। বর্তমানে এটি বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। আদালতের নথি অনুযায়ী, মোট ৫৩২টি পদ বাতিল হবে, যার মধ্যে অধিকাংশই ভিওএ’র। এতে সংস্থায় মাত্র ১০৮ জন কর্মী অবশিষ্ট থাকবেন।এর আগে জুনে কারি লেক ৬৩৯ জনকে বরখাস্তের নোটিশ দিয়েছিলেন, কিন্তু কাগজপত্রের জটিলতার কারণে তা বাতিল হয়। এরপর কিছু কর্মী মামলা করেন। শুক্রবার রাতে আদালত রায় দেন যে ভিওএ’র পরিচালক মাইকেল আব্রামোভিৎজকে বরখাস্তের সময় প্রশাসন নিয়ম মেনে চলেনি।সমালোচকরা বলছেন, ভিওএ-কে সংকুচিত করার এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নরম কূটনৈতিক শক্তি দুর্বল করতে পারে এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপরও প্রভাব ফেলতে পারে।বর্তমানে ভিওএ প্রায় ৫০টি ভাষায় টিভি, রেডিও ও অনলাইন কনটেন্ট সম্প্রচার করছে।সূত্র: বিবিসিভোরের আকাশ//হ.র
০৪ সেপ্টেম্বর ২০২৫ ০১:৪২ এএম
বিটিভির ৪২ সাংবাদিককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ
কোনো কারণ দর্শানো ছাড়া বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ৪২ জেলা প্রতিনিধিকে চাকরি থেকে বহিষ্কারের আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট।একই সঙ্গে আবেদন অনুযায়ী বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) তাদের চাকরি পুনর্বহালের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া অন্য এক জেলা প্রতিনিধির চাকরির মেয়াদ শেষ হওয়ায় তার বকেয়া বেতন-ভাতাসহ পাওনা অর্থ পরিশোধ করতে বলেছেন আদালত।এ সংক্রান্ত বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বেঞ্চ এই রায় দেন।ভোরের আকাশ/জাআ
০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৪৫ পিএম
কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন কারাগারে
সাংবাদিক নির্যাতনের মামলায় কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীন ৫ বছর আগে কুড়িগ্রামে কর্মরত থাকাকালীন ‘বাংলা ট্রিবিউন’র কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাড়ি থেকে তুলে অমানবিক নির্যাতন করেন এবং তার বিরুদ্ধে মাদক মামলা দায়ের করেন।পরে ২০২০ সালের ৩১ মার্চ নির্যাতিত সাংবাদিক আরিফুল ইসলাম রিগান বাদী হয়ে সুলতানা পারভীনকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সুলতানা পারভীন হাইকোর্ট থেকে জামিন পান। মঙ্গলবার কুড়িগ্রাম জেলা জজ আদালতে সুলতানা পারভীন জামিন নিতে আসলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ভুক্তভোগী সাংবাদিকের আইনজীবী অ্যাডভোকেট আজিজুর রহমান দুলু বলেন, চার্জশিটের প্রধান আসামি সুলতানা পারভীনকে কারাগারে পাঠানোর মাধ্যমে আমরা প্রাথমিক ও সুষ্ঠু রায় পেয়েছি।উল্লেখ্য, ২০২০ সালে মার্চ মাসে মধ্যরাতে বাড়িতে হানা দিয়ে বাংলা ট্রিবিউন’র কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে জেলা প্রশাসকের মোবাইল কোর্ট। পরে রাত দুইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক মামলায় এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেল হাজতে পাঠানো হয়। সাংবাদিকদের আন্দোলনের মুখে পরদিনই নিঃশর্ত তাকে মুক্তি দিতে বাধ্য হয় জেলা প্রশাসন।ভোরের আকাশ/এসএইচ
০২ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪৭ পিএম
রাণীনগরের সাংবাদিক বাবলু কর্মকার আর নেই
নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার শ্রীদাম কর্মকার বাবলু মারা গেছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।শ্রীদাম কর্মকার বাবলু ২০০৪ সাল থেকে বিভিন্ন পত্রিকায় রাণীনগর উপজেলা প্রতিনিধি হিসেকে কর্মরত ছিলেন। ২০১৮ সাল থেকে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক-চাঁদনী বাজার পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। বাবলু কর্মকার উপজেলার একডালা ইউনিয়নের স্থল গ্রামের মৃত শ্রীমন্ত কর্মকারের ছেলে। সে বেশ কিছু দিন ধরে শারীরিক নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার বিকেলে স্থানীয় শ্মশানে তার শবদাহের মাধ্যমে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।তার মৃত্যুতে রাণীনগর প্রেস ক্লাবের সভাপতি হারুনূর রশিদ, সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম ও মো: ওহেদুল ইসলাম মিলন,সাবেক সাধারণ সম্পাদক শাহরুখ হোসেন আহাদসহ প্রেসক্লাবের সকল সদস্য তার বিদেহী আত্নার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। ভোরের আকাশ/মো.আ.