পুরুষ ফুটবলে যেখানে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা দল হতে পারেনি, সেখানে নারীরা এখন এই অঞ্চল পেরিয়ে এশিয়ার উঠতি শক্তি। তার প্রমাণ, তারা এশিয়া কাপের মূলপর্বে উঠতে সক্ষম হয়েছে। চলতি বছরের এশিয়া কাপ ফুটবলে বাংলাদেশ রয়েছে দক্ষিণ কোরিয়া ও চীনের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে একই গ্রুপে। ২০২৫ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী এশিয়া কাপের ২১তম আসর।মঙ্গলবার (২৯ জুলাই) সিডনির এক জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এ প্রতিযোগিতার ড্র। ১২টি দল নিয়ে আয়োজিত এবারের টুর্নামেন্টে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল।ড্র অনুযায়ী, ‘বি’ গ্রুপে জায়গা হয়েছে বাংলাদেশের। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে রয়েছে এশিয়ার অন্যতম সেরা দুই দল দক্ষিণ কোরিয়া ও চীন, সঙ্গে রয়েছে তুলনামূলক সহজ প্রতিপক্ষ উজবেকিস্তান। এশিয়া কাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ ও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার দরজা খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। তাই এই টুর্নামেন্ট ঘিরে দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ উত্তেজনা।অন্যদিকে, ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপাইন। ‘সি’ গ্রুপে খেলবে ভারত, জাপান, ভিয়েতনাম ও চাইনিজ তাইপে।ভোরের আকাশ/এসএইচ
১ ঘন্টা আগে
সম্প্রতি বন্ধুকে মারধরের অভিযোগে আলোচনায় এসেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন, তবুও বিষয়টি নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট অঙ্গনে। এরই মধ্যে ক্রিকেটারদের পেশাদার আচরণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে আগস্ট মাসে একটি কর্মশালার আয়োজন করছে বোর্ড। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালায় তুলে ধরা হবে, একজন পেশাদার ক্রীড়াবিদের কী করা উচিত এবং কী নয়।তিনি বলেন, "জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে একটি ছোট ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে তাদের মনে করিয়ে দেওয়া হবে—তারা কী করতে পারবে আর কী পারবে না। কারণ তারা বহু তরুণের আইডল, তাদের প্রতি ভক্তদেরও অনেক প্রত্যাশা থাকে।"তাসকিন ইস্যুতে সরাসরি কোনো ব্যবস্থা নিচ্ছে না বিসিবি। মিঠু বলেন,"আগে দেখতে হবে তাসকিনকে নিয়ে অভিযোগ কতটা সত্য। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্ত চলছে, তাই এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"এর আগে সোমবার মিরপুর মডেল থানায় তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারই বন্ধু সিফাতুর রহমান সৈকত।তবে এ বিষয়ে তাসকিন ঢাকা পোস্টকে বলেন, "এটা ভিত্তিহীন অভিযোগ। আমার এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর ঝগড়া হয়েছিল। তারা দুজনেই আমার বন্ধু। আমার কোনো সংশ্লিষ্টতা নেই, শুধুমাত্র আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।"পরবর্তীতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তাসকিন লেখেন, "গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার এবং বন্ধুর জন্য অসম্মানজনক। যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমাদের মধ্যে ইতোমধ্যেই কথা হয়েছে। এটা যেভাবে প্রচার হচ্ছে তা বাস্তবতা থেকে অনেক দূরে, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।"তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসিবি বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে সামগ্রিকভাবে ক্রিকেটারদের শৃঙ্খলার দিক বিবেচনায় নিয়ে এগিয়ে আসছে বোর্ড, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।ভোরের আকাশ//হ.র
৬ ঘন্টা আগে
তাসকিন আহমেদের বিরুদ্ধে এক বন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগও করেছেন। অবশ্য মারধরের ঘটনা অস্বীকার করেছেন তাসকিন।ঢাকা পোস্টকে টাইগার পেসার বলেন, 'এটা আসলে একটা ভিত্তিহীন খবর। আমার আরেক বন্ধুর সাথে ঝগড়া হয়েছিল অন্য জনের। বাকি দুজনই আমার বন্ধু, সে আমার নামটা বলে ফেলেছে, আমার সাথে কোনো ঝগড়াই হয়নি ওর।'তাসকিন বিসিবিকে কি জানিয়েছেন এ প্রসঙ্গে বোর্ড পরিচালক ইফতেখার রহমান মিঠু ঢাকা পোস্টকে বলেন, 'সে (তাসকিন) জানিয়েছে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপের মারামারি হয়েছে। এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নয় বলে জানিয়েছে তাসকিন।’পরে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে ঢাকা পোস্টকে তিনি বলেছেন, 'আমি যতটুকু জানি তাসকিন এখানে যুক্ত ছিল না। আমরা ক্রিকেটার ও পুলিশের সাথে কথা বলেছি। আপনাদের কাছে কোনো প্রমাণ থাকলে দেখাতে পারেন।’এদিকে, মিরপুর মডেল থানা পুলিশ অভিযোগের বিষয়টি স্বীকার করলেও সেটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়নি বলে জানিয়েছে। তারা বলছে এ বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। সত্যতা মিললে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন ঢাকা পোস্টকে বলেন, তাসকিনের বাল্যবন্ধু একটা অভিযোগ করেছেন। তারা একে অপরের পরিচিত। স্পেসিফিকভাবে মারধর করার কথা লেখেননি। আজকে ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারার অভিযোগ করেছেন। আমরা বিষয়টি জিডি হিসেবে নয়, অভিযোগ হিসেবে গ্রহণ করে সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করছি। সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।তিনি বলেন, ‘যিনি অভিযোগ করেছেন তিনি নিজেই আবার থানায় আসছেন। দেখি তিনি আবার কী বলতে চান।’ভোরের আকাশ//হ.র
১ দিন আগে
ভারতকে এ যাত্রায় বাঁচালেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। তাদের দুজনের অনবদ্য সেঞ্চুরিতে শেষ পর্যন্ত ড্র হয় ম্যাচ। আর এর সঙ্গে সঙ্গে লজ্জার রেকর্ড থেকে বেঁচে যায় ভারত। কেননা এ টেস্টে হারলে টেস্ট সিরিজ হারের হ্যাটট্রিকের রেকর্ড বইয়ে স্থান করে নিতো ভারতীয় ক্রিকেট দল।‘অ্যান্ডারসন-টেন্ডুলকার’ ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগের তিনম্যাচের দুটিতে জয় পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড আর একটি জিতেছে সফরকারী ভারত। তাই চতুর্থ টেস্ট জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যেত স্বাগতিকদের। তবে এক ম্যাচ বেশি জিতে সুবিধাজনক স্থানে আছে ইংলিশরা। তাই সিরিজে সমতা আনতে শেষ টেস্ট জেতার বিকল্প নেই সফরকারীদের।ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ৩৫৮ রানে অলআউট হয়ে যায় সফরকারী ভারত। জবাবে জো রুট (১৫০) ও বেন স্টোকসের (১৪১) জোড়া সেঞ্চুরিতে ৬৬৯ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। ৩১১ রানে পিছিয়ে পড়ায় পরাজয়ের শঙ্কায় ছিল ভারত।তবে দ্বিতীয় ইনিংসে অনবদ্য পারফরম্যান্স করেন ভারতীয় অধিনায়ক শুবমান গিল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। তবে রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের কথা না বললেই নয়। গিলের আউটের পর তাদের ব্যাটিং দৃঢ়তায় ম্যাচ ড্র করতে সক্ষম হয় সফরকারীরা।ম্যাচ বাঁচাতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শূন্য রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ১৮৮ রানের সিমেন্ট জুটি গড়েন লোকেশ রাহুল ও শুবমান গিল। লোকেশ রাহুল নার্ভাস নাইনটিতে (৯০) আটকা পড়লেও সেঞ্চুরি করেন অধিনায়ক। অবশ্য সেঞ্চুরির পর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি গিল। ২৩৮ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ১০৩ রানে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন তিনি। চলতি সফরে এটা গিলের চতুর্থ সেঞ্চুরি।এরপর পঞ্চম উইকেটে ২০৩ রানের অপরাজিত জুটি গড়েন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। এ জুটি পঞ্চম দিনের খেলা শেষ করার পাশাপাশি ব্যক্তিগতভাবে তুলে নেন সেঞ্চুরিও। সুন্দর ধৈর্যের প্রতিমূর্তি হয়ে ২০৬ বলে ৯টি চার আর এক ছক্কার সাহায্যে করেন ১০১। জাদেজা তোলেন ১৮৫ বলে ১৩টি চার আর এক ছক্কায় করেন ১০৭ রান।তাদের সেঞ্চুরির পরপরই হাত মিলিয়ে ড্র মেনে মাঠ ছাড়েন দুই দলের খেলোয়াড়েরা। আর তাতে সিরিজের শেষ ম্যাচটাই হয়ে গেলো সিরিজ নির্ধারণী। চার ম্যাচ শেষে ইংল্যান্ড এগিয়ে ২-১ ব্যবধানে। বৃহস্পতিবার (৩১ জুলাই) ওভালে শুরু হবে সিরিজ নির্ধারণী শেষ টেস্ট।ভোরের আকাশ/জাআ
১ দিন আগে