স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫ ০৯:৪৯ পিএম
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন রোহিত
সর্বশেষ ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন রোহিত শর্মা। এবার ক্রিকেটের সবচেয়ে অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে দিলেন ভারতের অধিনায়ক। ফলে ব্লুজদের জার্সিতে কেবল ওয়ানডেতে দেখা যাবে ‘হিটম্যান’ খ্যাত এই ব্যাটারকে।
বুধবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী রোহিত। ভিডিওতে অবসরের ঘোষণা দিয়ে ভারতীয় এই তারকা ক্রিকেটার বলেছেন, হ্যালো, সকলকে জানাতে চাচ্ছি যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।
বিদায় বেলায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন রোহিত।
তিনি বলেন, সাদা জার্সিতে ভারতের প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য পরম সম্মানের। বছরের পর বছর আমাকে সমর্থন ও ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। তবে ওয়ানডে সংস্করণে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করব।
ভারতের জার্সিতে ২০০৭ সালে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হলেও রোহিতের টেস্ট অভিষেক হয়েছিল ২০১৩ সালে। কলকাতার ইডেন গার্ডেনসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাদা পোশাকে নিজের অভিষেক ম্যাচেই ১৭৭ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি এই তারকা ব্যাটার। এ সময় দেশের হয়ে ৬৭ টেস্টে ৪৩০১ রান করেছেন তিনি। ১৮ ফিফটির বিপরীতে সেঞ্চুরি হাঁকিয়েছেন ১২টি।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে পৌঁছায় এবং দীর্ঘদিন ধরেই এই সংস্করণে ছন্দে না থাকায় রোহিতের অবসর গুঞ্জন চলছিল। ফর্ম এতই বাজে যাচ্ছিল যে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ টেস্টের সিরিজের সিডনি টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন। অথচ, তখন তিনি অধিনায়ক ছিলেন। তার অবর্তমানে দলকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ।
রোহিত অবসর নেওয়ায় এখন হয়তো তিনিই স্থায়ীভাবে দায়িত্ব পাচ্ছেন। এমনটা সত্যি হলে তার নেতৃত্ব আগামী জুনে ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত।
ভোরের আকাশ/এসআই