নারী বিশ্বকাপ ক্রিকেট
ভোরের আকাশ প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫ ১০:৩৪ পিএম
হিদার নাইট ও চার্লি ডিন। ছবি- সংগৃহীত
এ যেন এক যুদ্ধ। চলমান নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চার বারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত ৪ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। ব্যাট হাতে খুব বড় স্কোর করতে না পারলেও বল হাতে বাংলাদেশের নারীরা অসাধারণ খেলেছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৮ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে ইংলিশরা ৪৬.১ ওভারে ৬ উইকেটে ১৮২ রান করে। ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের খেলোয়াড়রা শুরু থেকেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়েন। বিশেষ করে ফাহিমা খাতুন ও মারুফা আখতারের বলে দিশে হারিয়ে ফেলেন তারা।
দলের পক্ষে হেদার নাইট সর্বোচ্চ অপরাজিত ৭৮, ডিন অপরাজিত ২৭, অধিনায়ক স্কাইভার ব্রান্ট ৩২, অ্যালিস ক্যাপসে ২০, টামি বিউমন্ট ১৩ রান করেন। বাংলাদেশের ফাহিমা মাত্র ১৬ রানে ৩টি এবং মারুফা ২৮ রানে ২টি উইকেট পান।
এর আগে টসে হেরে ব্যাটে নেমে ৪৯.৩ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে সক্ষম হয় টাইগ্রেসরা। ম্যাচে রাবেয়া খান ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেলেন। টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ব্যাটে ভালো শুরু করেছিল বাংলাদেশ। যদিও আরেক ওপেনার রুবাইয়া হায়দার ৪ রানেই সাজঘরে ফেরত যান। তারপরও ওপেনিং জুটিতে ২৪ রান তোলে বাংলাদেশ।
এরপর নিগার সুলতানাও রুবাইয়ার মতো ব্যর্থতার পরিচয় দেন। রানের খাতা না খুলেই আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ২৫ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসে দল। সেই পরিস্থিতি থেকে সোবহানা মোস্তারিকে নিয়ে হাল ধরার চেষ্টা করেন শারমিন। দেখেশুনে খেলছিলেন, কিন্তু ত্রিশের ঘরে এসে খেই হারিয়ে ফেলেন তিনিও। ৫২ বলে ৬ বাউন্ডারিতে ৩০ রান করে সাজঘরের পথ ধরেন এই ওপেনার। সেট হয়ে আউট হন স্বর্ণা আক্তারও (১০)। ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে বাংলাদেশ।
সোবহানা একটা প্রান্ত ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন। রিতু মনি তাকে সঙ্গ দিতে গিয়ে অনেক বল খেলেন। কিন্তু দলীয় সংগ্রহ একশ পার হওয়ার পর রান বাড়াতে গিয়ে ডাউন দ্য উইকেটে খেলতে যান। পারেননি। ফেরেন ক্যাচ দিয়ে। ৩৬ বলে ৫ রানে থামে রিতুর লড়াই। ফাহিমা খাতুন (৭), নাহিদা আক্তাররাও (১) দাঁড়াতে পারেননি। দলকে দেড়শ পার করে দেন সোবহানা। শেষ পর্যন্ত ১০৮ বলে ৮ বাউন্ডারিতে ৬০ রান করে থামেন তিনি।
শেষদিকে রাবেয়া খান ঝড় তুলে আরও একটু এগিয়ে দিয়েছেন বাংলাদেশকে। ২৭ বলে ৪৩ রানের ইনিংসে ৬টি চার আর ১টি ছক্কা হাঁকান রাবেয়া।
ইংল্যান্ডের সোফি একলেস্টন ২৪ রানে শিকার করেন ৩টি উইকেট।
ভোরের আকাশ/এসএইচ