স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ মে ২০২৫ ১২:৩১ এএম
মেসি-সুয়ারেজের জোড়া গোলে জয়ে ফিরলো ইন্টার মায়ামি
চার ম্যাচের জয়খরা কাটিয়ে অবশেষে জয় পেয়েছে ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৯ মে) সকালে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে কানাডিয়ান ক্লাব মন্ট্রিয়েলকে ৪-২ গোলে হারিয়েছে মেসির দল। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ।
প্রথমার্ধের ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত এক শটে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। গোলরক্ষক ঝাঁপালেও বল রুখতে পারেননি। বিরতির পর ৬৮ মিনিটে মেসির পাস থেকেই ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। মাত্র তিন মিনিট পর আবারও গোল করেন উরুগুইয়ান ফরোয়ার্ড, ফলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
তবে হাল ছাড়েনি মন্ট্রিয়েল। ৭৪ মিনিটে ভিক্টর লুটোরির গোলে ব্যবধান কমায় তারা। তবে ৮৭ মিনিটে দ্বিতীয়বার জালে বল পাঠিয়ে মায়ামিকে আরও একধাপ এগিয়ে দেন মেসি। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লুটোরি তার দ্বিতীয় গোল করে ম্যাচে হারের ব্যবধান কিছুটা কমান।
এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ছয় নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। অন্যদিকে, ১৬ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে তালিকার একেবারে নিচে রয়েছে মন্ট্রিয়েল। শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩৩।
ভোরের আকাশ//হ.র