ভুটানকে ৩-০ গোলে হারাল বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। আজ নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক দল ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।
চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচে উভয় দল জয় পেলে ২১ জুলাইয়ের বাংলাদেশ-নেপাল ম্যাচ হয়ে উঠবে অলিখিত ফাইনাল।
আজকের ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। খেলার নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে। যদিও বাংলাদেশ একটি পেনাল্টি মিস করে, তবু শেষ দিকে আরও দুই গোল যোগ করে সহজ জয় নিশ্চিত করে।
এর আগে গত ম্যাচেও ভুটানকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের প্রথমার্ধ কিংস অ্যারেনোয় ১-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনলেও, শান্তি মারডির হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নানারকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। কখনো দুই অর্ধ দুই মাঠে খেলা, কখনো মাঝপথে ভেন্যু পরিবর্তন। এবার সেই তালিকায় যোগ হলো ফুটবলারদের বড় শাস্তির খবর।বাংলাদেশ-নেপাল ম্যাচের ৫৪তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার মোসাম্মৎ সাগরিকা সরাসরি লাল কার্ড দেখেন। একই সঙ্গে নেপালের ডিফেন্ডার সিমরানও লাল কার্ড পান। সাধারণ নিয়ম অনুযায়ী, লাল কার্ডের শাস্তি এক ম্যাচ নিষেধাজ্ঞা। তবে ম্যাচ রেফারি ও কমিশনারের রিপোর্টের ভিত্তিতে সাফ উভয় ফুটবলারের নিষেধাজ্ঞা তিন ম্যাচে বাড়িয়েছে। পাশাপাশি দুজনকেই ৫০০ ডলার জরিমানা করা হয়েছে।গতকাল সাফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বরাবর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।এ ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্টে এত বড় শাস্তি দেখে বিস্মিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও আপিল করার সুযোগ থাকলেও বাফুফে সেই পথে হাঁটছে না, কারণ আপিলের জন্য বাড়তি অর্থ জমা দিতে হবে। জরিমানার অর্থ শেষ পর্যন্ত বাফুফেকেই পরিশোধ করতে হবে। স্বাগতিক হিসেবে সাফ থেকে যে আর্থিক সহায়তা পাচ্ছে বাফুফে, সেখান থেকেই হয়তো জরিমানার টাকা সমন্বয় করা হবে।আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভুটান। এই ম্যাচসহ সাগরিকাকে পরবর্তী ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষেও ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। আগামী ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচ হতে পারে টুর্নামেন্টের অলিখিত ফাইনাল। সেই ম্যাচে ফিরবেন সাগরিকা।বাফুফের মতে, নেপালের ডিফেন্ডার সিমরানই প্রথম উত্তেজনার সূত্রপাত করেন। এরপরও সাগরিকার সমান শাস্তি পাওয়ায় সিদ্ধান্ত নিয়ে বাফুফে কিছুটা হতাশ। ভোরের আকাশ/হ.র
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বাংলাদেশ। আজ নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক দল ভুটানকে ৩-০ ব্যবধানে হারিয়েছে।বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ভেন্যু পরিবর্তন করে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে অনুষ্ঠিত হয় এই ম্যাচ।চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে নেপাল ৯ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। পরবর্তী ম্যাচে উভয় দল জয় পেলে ২১ জুলাইয়ের বাংলাদেশ-নেপাল ম্যাচ হয়ে উঠবে অলিখিত ফাইনাল।আজকের ম্যাচে প্রথমার্ধেই ১-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। খেলার নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে। যদিও বাংলাদেশ একটি পেনাল্টি মিস করে, তবু শেষ দিকে আরও দুই গোল যোগ করে সহজ জয় নিশ্চিত করে।এর আগে গত ম্যাচেও ভুটানকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের প্রথমার্ধ কিংস অ্যারেনোয় ১-০ গোলে এগিয়ে ছিল লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে ভুটান সমতা আনলেও, শান্তি মারডির হ্যাটট্রিকে শেষ পর্যন্ত বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ।ভোরের আকাশ/হ.র
ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিতে চলেছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আর মোটে দুটি ম্যাচ খেলবেন রাসেল। এরপর বিদায় বলে দেবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন রাসেল। তবে পরবর্তী সময়ে জাতীয় দলের চেয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেই বেশি সময় পার করেছেন তারকা এই অলরাউন্ডার। একটা সময় ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি খেললেও ২০১৯ সাল থেকে শুধু টি-টোয়েন্টি খেলছেন তিনি। তবুও মাঝে অনেকদিন জাতীয় দলের আশেপাশে ছিলেন না রাসেল।কখনো তাকে বিবেচনা করা হয়নি আবার কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে নিজেই সরে দাঁড়িয়েছেন জাতীয় দল থেকে।ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে প্রায় বেশিরভাগ লিগেই নিজের আধিপত্য বিস্তার করেছেন তিনি। আইপিএলের পাশাপাশি বিপিএল, পিএসএল, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি, সিপিএল, দ্য হান্ড্রেড, এলপিএল, এপিএল, চ্যাম্পিয়ন লিগ টি-টোয়েন্টি ও মেজর লিগ ক্রিকেটের মতো টুর্নামেন্টে ব্যাটে-বলে পারফর্ম করেছেন তিনি। ২০১১ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া রাসেল জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৮৪ ম্যাচ খেলেছেন।১৬৩.০৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৭৮ রান করার পাশাপাশি বোলিংয়ে ৬১ উইকেট নিয়েছেন পেস বোলিং এই অলরাউন্ডার। সবশেষ আয়ারল্যান্ড সফরের না গেলেও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সিরিজের ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন রাসেল। ক্রিকইনফো জানিয়েছে, জ্যামাইকার স্যাবাইনা পার্কে প্রথম দুই ম্যাচই কেবল খেলবেন তিনি। প্রথম দুই টি-টোয়েন্টির পরই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়বেন ৩৭ বছর বয়সি এই ক্রিকেটার। প্রতিবেদন অনুযায়ী, দ্রুতই অবসরের ঘোষণা দেবেন রাসেল।তারকা অলরাউন্ডারের বিদায় নিতে যাওয়া সিরিজে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জুয়েল অ্যান্ড্রু ও জেডাইয়া ব্লেডস। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ওয়ানডে খেলা অ্যান্ড্রু ২০২৪ সিপিএলে নজর কেড়েছেন। মাত্র ১৭ বছর ২৬৬ দিন বয়সে ওয়েস্ট ইন্ডিজের সর্বকনিষ্ঠ ও সবমিলিয়ে দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে মেজর টি-টোয়েন্টি লিগে হাফ সেঞ্চুরি করেছেন।বর্তমানে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে গ্লোবাল সুপার লিগের খেলছেন অ্যান্ড্রু। ২৩ বছর বয়সি ব্লেডস ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছেন একটি ওয়ানডে। তবে এখন পর্যন্ত সিপিএলে খেলেননি বাঁহাতি এই পেসার। ওয়েস্ট ইন্ডিজে ঘরোয়া টি-টোয়েন্টিতে ভালো করার সুবাদে সুযোগ মিলেছে তাঁর। দুবাই ক্যাপিটালসের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলতে না পারা রভম্যান পাওয়েলকেও রাখা হয়েছে স্কোয়াডে।তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে গোলাপি বলের টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে অল আউট হয়েছে স্বাগতিকরা। ২০ জুলাই শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। বাকি চার ম্যাচ হবে ২২, ২৫, ২৬ এবং ২৮ জুলাই। প্রথম দুই ম্যাচ জ্যামাইকায় এবং শেষের তিনটি হবে সেন্ট কিটসে।ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি— শাই হোপ (অধিনায়ক), জুয়েল অ্যান্ড্রু, জেডাইয়া ব্লেডস, রস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, গুড়াকেশ মোতি, রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, রোমারি শেফার্ড।ভোরের আকাশ/এসএইচ
শ্রীলঙ্কা সফরে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতে হারের পর বাকি দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।বুধবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে স্পিনার শেখ মেহেদি হাসান একাই শিকার করেন ৪টি উইকেট, মাত্র ১১ রান খরচায়।জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে এরপর ইনিংসের হাল ধরেন লিটন দাস ও তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে এই জুটি গড়েন ৭৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ।কাপ্তান লিটন ২৬ বলে ৩২ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে দলকে জয়ের পথে এগিয়ে নেন তানজিদ তামিম। ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গ দেন তাওহিদ হৃদয়, যিনি ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।১৬ ওভার ৩ বলেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, নিশ্চিত করে ঐতিহাসিক জয়।এর আগে শ্রীলঙ্কার ইনিংসে শুরুতেই সাফল্য এনে দেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন তিনি। এরপর স্পিন আক্রমণে বিধ্বংসী রূপ দেখান শেখ মেহেদি। ইনিংসের দ্বিতীয় ওভারে কুশল পেরেরাকে স্লিপে ক্যাচে পরিণত করেন, পরবর্তী ওভারে ফেরান দীনেশ চান্দিমালকে।মেহেদির ঘূর্ণিতে ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার চারিথ আসালঙ্কা মাত্র ৩ রান করে বোল্ড হন এই স্পিনারের বলে। এরপর ফিফটির পথে থাকা পাথুম নিশাঙ্কাকেও ফিরতি ক্যাচে ফেরান মেহেদি।দলীয় ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে দাসুন শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানে ভর করে একশো পেরোয় লঙ্কান ইনিংস। জেফার ভন্ডেরসাই ৭ রান করে তাকে কিছুটা সঙ্গ দেন।বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেওয়া মেহেদি ছাড়াও শরিফুল, মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন একটি করে উইকেট শিকার করেন।এই জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ দল।ভোরের আকাশ//হ.র