পাকিস্তানে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় প্রাণহানি ৬৩ জনের
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টানা ভারী বর্ষণে গত ২৪ ঘণ্টায় অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ২৯০ জন। বুধবার (১৬ জুলাই) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে হতাহতের এই তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)।
সংস্থার তথ্যমতে, অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে ভবন ধসের ফলে। এ ছাড়া কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, কেউ পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন।
এনডিএমএ আরও জানায়, জুনের শেষ দিক থেকে পাকিস্তানজুড়ে টানা বর্ষণে মৃতের সংখ্যা ইতোমধ্যে ১৮০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই শিশু। প্রবল বৃষ্টির কারণে পাঞ্জাব প্রদেশে একাধিক এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু ফ্লাইট বাতিল কিংবা বিলম্বিত হয়েছে।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ বৃহস্পতিবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বার্তায় জানিয়েছেন, বিভিন্ন জেলায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। তিনি জানান, “সরকারি সব সংস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।” পাশাপাশি জনগণকে নিরাপদে থাকার নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর চাকওয়াল, যেখানে গত ২৪ ঘণ্টায় ৪০০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। সেখানকার ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, বন্যার পানিতে আটকে পড়া মানুষদের উদ্ধারে নৌকা ব্যবহার করা হচ্ছে।
পাঞ্জাব কর্তৃপক্ষ সতর্ক করেছে, আসন্ন সপ্তাহান্তেও ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। উদ্ধার তৎপরতার জন্য প্রদেশজুড়ে হাজারো কর্মী প্রস্তুত রাখা হয়েছে।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
গাজা উপত্যকায় চলমান সহিংসতা বন্ধে এবং অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এই আহ্বান জানান।জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, “ফিলিস্তিনিদের দুর্ভোগ শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বাড়ছে, যার ফলে ধ্বংস, মানবিক সংকট ও বাস্তুচ্যুতির মাত্রা আরও বেড়েছে। বহু পরিবার নিজেদের ঘরে ফিরে যাওয়ার আশা হারিয়ে ফেলছে।”তিনি আরও বলেন, “প্রতিনিয়ত ফিলিস্তিনি হত্যাকাণ্ড, দখলদারি ও ঘরবাড়ি ভাঙার খবর আসছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”নেবেনজিয়া ইসরায়েলকে দখলকৃত এলাকায় সহিংসতা অবসানের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছাতে কোনো ধরনের বাধা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ অবিলম্বে তুলে নিতে বলেন।রুশ কূটনীতিক বলেন, “গাজায় আটক ব্যক্তিদের মুক্ত করতে শক্তি প্রয়োগের যে কৌশল অনুসরণ করা হচ্ছে, তা কার্যকর প্রমাণিত হয়নি। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সকল বন্দির মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন।”এ সময় তিনি সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান’–সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের প্রতি সমর্থন জানান। তার ভাষায়, “আরব-ইসরায়েল সংকটের দীর্ঘ ইতিহাস বলে দেয়, মধ্যপ্রাচ্যে শান্তির কোনো বিকল্প নেই এবং সেটি কেবল রাজনৈতিক সমাধানের মাধ্যমেই সম্ভব।” ভোরের আকাশ/হ.র
যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের উদ্দেশ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস। এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশিত এক পোস্টে তারা জানায়, যুক্তরাষ্ট্রে কেউ যদি চুরি বা সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তাহলে তার ভিসা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। একইসঙ্গে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের পথও বন্ধ হয়ে যেতে পারে।এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের একটি দোকানে চুরির অভিযোগে এক ভারতীয় নারীকে আটক করা হয়। এরপরই মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এই বার্তা দেওয়া হয়।দূতাবাস জানায়, “যুক্তরাষ্ট্রে চুরি বা হামলার মতো অপরাধ শুধুমাত্র আইনি জটিলতার জন্ম দেয় না, বরং এটি আপনার ভিসা বাতিলের কারণও হতে পারে। এমনকি এই ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য ঘোষণা করতেও ভূমিকা রাখতে পারে।”আরও বলা হয়, “যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্ব দেয় এবং প্রত্যাশা করে যে, সব বিদেশি দর্শনার্থী দেশটির আইন মেনে চলবেন।”প্রসঙ্গত, গত মে মাসে ইলিনয়ে সাত ঘণ্টারও বেশি সময় এক স্টোরে কাটিয়ে প্রায় ১,৩০০ ডলারের পণ্য নিয়ে কোনো মূল্য না দিয়েই বেরিয়ে যাওয়ার সময় ওই নারীকে আটক করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।ভোরের আকাশ/হ.র
মদিনার মসজিদে নববীতে হজ ও ওমরাহ পালনকারী মুসল্লিদের সহায়তায় ২৪ ঘণ্টার টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ধর্মবিষয়ক প্রেসিডেন্সি। মুসল্লিরা ৮০০১১১১৯৩৫ নম্বরে কল করে এই সেবা নিতে পারবেন।বৃহস্পতিবার (১৭ জুলাই) মদিনা মসজিদে নববী কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে এই হেল্পলাইনের উদ্বোধন করেন দুই পবিত্র মসজিদের ধর্মীয় প্রধান শায়খ অধ্যাপক ড. আবদুর রহমান আস-সুদাইস। উদ্বোধনী আয়োজনে আলেম ও প্রযুক্তি বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।এই হেল্পলাইনে হজ, ওমরাহ, নামাজ, দোয়া ও অন্যান্য ইবাদত বিষয়ক প্রশ্নের উত্তর পাওয়া যাবে।ইউনিফায়েড ক্লাউড কন্টাক্ট সেন্টার ব্যবস্থার মাধ্যমে সেবা আরও দ্রুত, সহজ ও কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে।শায়খ সুদাইস বলেন, “এই হেল্পলাইন মসজিদে নববীর দর্শনার্থীদের জন্য ধর্মীয় তথ্য ও সেবা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি মুসল্লিদের সঙ্গে আরও সরাসরি ও উন্নতমানের সংযোগ নিশ্চিত করবে।”ক্লাউড-ভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে সব পুরনো তথ্যসেবা প্ল্যাটফর্ম একত্র করা হয়েছে।দ্রুত ও নির্ভরযোগ্য তথ্য সরবরাহের জন্য আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে।কলকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় উন্নত এনক্রিপশন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে।এই হেল্পলাইন শুধুমাত্র ইবাদত ও ধর্মীয় প্রশ্নোত্তরের জন্য। ভাষাভিত্তিক সেবা সম্পর্কে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সেবাটি সৌদি ভিশন ২০৩০ অনুযায়ী ধর্মীয় পর্যটনে প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিয়ে গড়ে তোলা হয়েছে। ভোরের আকাশ/হ.র
যুক্তরাজ্যে ভোটারদের জন্য ন্যূনতম বয়সসীমা ১৮ থেকে কমিয়ে ১৬ করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।সরকারি সূত্র জানিয়েছে, সেনাবাহিনীতে যোগদানের ন্যূনতম বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোটারদের বয়সও ১৬ নির্ধারণ করা হচ্ছে। ব্রিটেনে সেনাবাহিনীতে যোগ দিতে হলে বয়স অন্তত ১৬ বছর হতে হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৯ সালের সাধারণ নির্বাচন থেকেই ১৬ বছর বয়সীরা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন।গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেই যুক্তরাজ্যের অন্তর্ভুক্ত স্কটল্যান্ড ও ওয়েলসে স্থানীয় সরকার নির্বাচনে ১৬ বছর বয়সীদের ভোটের সুযোগ দেওয়া হয়েছিল। সেই সফলতার ধারাবাহিকতায় জাতীয় পর্যায়ে এই সিদ্ধান্ত নিচ্ছে ক্ষমতাসীন লেবার পার্টি সরকার।ভোটার বয়স কমানোর পাশাপাশি আরও কিছু সংস্কার আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে:নতুন ভোটার আইডি কার্ড চালু, যেখানে ব্যাংক হিসাব নম্বর ও প্রবীণদের কার্ড নম্বর যুক্ত থাকবে।বিদেশি হস্তক্ষেপ ও প্রার্থীদের হয়রানি ঠেকাতে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ।ভোটার নিবন্ধন সম্পূর্ণ স্বয়ংক্রিয় করা হচ্ছে। ২০২৯ সালের নির্বাচনে সবাই স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় যুক্ত হবেন।যুক্তরাজ্যের উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নার বলেন,“অনেকদিন ধরেই দেখা যাচ্ছে, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা কমছে। এসব সংস্কারের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আরও বেশি করে গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে যুক্ত করা।”তিনি আরও বলেন, “ভোট ও গণতন্ত্রের যেসব ত্রুটি রয়েছে, তা দূর করা গেলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। এতে সমাজ ও ভবিষ্যৎ— উভয়ই উপকৃত হবে।” ভোরের আকাশ/হ.র