বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১২:০৬ এএম
আমাকে বাঁচাতে কেউ আসছে না’: সুনেরাহর
মডেল ও চলচ্চিত্র অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল নিজের অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে ইতোমধ্যে দর্শকদের মন জয় করেছেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। সম্প্রতি নিজের ব্যক্তিগত কিছু অনুভূতি প্রকাশ করেছেন তিনি, যা তার অনুরাগীদের মধ্যে নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে।
সুনেরাহ লেখেন, ‘আমাকে বাঁচাতে কেউ আসছে না’—এই বাক্য এখন আমার জীবনের ব্যক্তিগত মন্ত্র হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি দিন যেন আরও কঠিন হয়ে উঠছে। রাতগুলোতে ছাদের দিকে তাকিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেই, ডুবে থাকি নিজের ভাবনায়। ধীরে ধীরে এই অনুভূতিগুলোও যেন অবসন্ন হয়ে যাচ্ছে।’
নিজের মনের অস্থিরতা নিয়ে তিনি বলেন, ‘যখন কিছু করি না, তখন মনে হয় আমি কীভাবে আরও কিছু করতে পারি, যেন অন্তত অন্যদের সঙ্গে তাল মেলাতে পারি। কারণ সবাই যেন অনেক আগেই এগিয়ে গেছে, আর আমি এখনও ফিনিশ লাইনের কাছে পৌঁছাতে পারিনি।’
সুনেরাহর কথায়, ‘আমাকে বাঁচাতে কেউ আসবে না। হ্যাঁ, কেউ কেউ হয়তো সাহায্যের হাত বাড়াতে পারে, কিন্তু তাদেরও তো নিজস্ব পথ, নিজস্ব সংগ্রাম রয়েছে। আসল সত্যি হলো—সবাই নিজেদের মতো করে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।’
তিনি আরও লেখেন, ‘এই উপলব্ধির কারণেই আমি নিজের মধ্যে একটা তালিকা রাখি—নতুন কী কী শিখতে চাই, কী কী চেষ্টা করতে চাই। আর তাই প্রতিদিন সকালে বাইরে যাই, যদিও জানি হয়তো বৃষ্টি থামেনি। তবুও বিশ্বাস রাখি, একদিন না একদিন এই বৃষ্টি থেমে যাবে।’
শেষে সুনেরাহ লিখেছেন, ‘আর যেদিন সত্যিই বৃষ্টি থামবে, সেদিন হয়তো আমি রোদে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রাখব, কিংবা রাতের আকাশের তারার দিকে তাকিয়ে মুচকি হাসব। কারণ তখন আমি জানব, কোনোভাবে হলেও আমি পার হয়েছি।’
ভোরের আকাশ/হ.র