আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১২:২৭ এএম
গাজায় সহিংসতা থামাতে ইসরায়েলের প্রতি রাশিয়ার আহ্বান
গাজা উপত্যকায় চলমান সহিংসতা বন্ধে এবং অবরোধ তুলে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া এই আহ্বান জানান।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে তিনি বলেন, “ফিলিস্তিনিদের দুর্ভোগ শুধুমাত্র গাজার মধ্যে সীমাবদ্ধ নয়। পশ্চিম তীরেও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। সেখানে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বাড়ছে, যার ফলে ধ্বংস, মানবিক সংকট ও বাস্তুচ্যুতির মাত্রা আরও বেড়েছে। বহু পরিবার নিজেদের ঘরে ফিরে যাওয়ার আশা হারিয়ে ফেলছে।”
তিনি আরও বলেন, “প্রতিনিয়ত ফিলিস্তিনি হত্যাকাণ্ড, দখলদারি ও ঘরবাড়ি ভাঙার খবর আসছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
নেবেনজিয়া ইসরায়েলকে দখলকৃত এলাকায় সহিংসতা অবসানের পাশাপাশি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছাতে কোনো ধরনের বাধা না দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে গাজা উপত্যকার ওপর থেকে অবরোধ অবিলম্বে তুলে নিতে বলেন।
রুশ কূটনীতিক বলেন, “গাজায় আটক ব্যক্তিদের মুক্ত করতে শক্তি প্রয়োগের যে কৌশল অনুসরণ করা হচ্ছে, তা কার্যকর প্রমাণিত হয়নি। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সকল বন্দির মুক্তির ব্যবস্থা করা প্রয়োজন।”
এ সময় তিনি সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘দ্বি-রাষ্ট্র ভিত্তিক সমাধান’–সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের প্রতি সমর্থন জানান। তার ভাষায়, “আরব-ইসরায়েল সংকটের দীর্ঘ ইতিহাস বলে দেয়, মধ্যপ্রাচ্যে শান্তির কোনো বিকল্প নেই এবং সেটি কেবল রাজনৈতিক সমাধানের মাধ্যমেই সম্ভব।”
ভোরের আকাশ/হ.র