স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ জুলাই ২০২৫ ১২:০২ এএম
শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের
শ্রীলঙ্কা সফরে ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরুতে হারের পর বাকি দুই ম্যাচে দুর্দান্ত জয় তুলে নিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। সিরিজে ২-১ ব্যবধানে জয় পেয়েছে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি।
বুধবার অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে মাত্র ১৩২ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। বাংলাদেশের হয়ে স্পিনার শেখ মেহেদি হাসান একাই শিকার করেন ৪টি উইকেট, মাত্র ১১ রান খরচায়।
জবাবে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাকের শিকার হয়ে সাজঘরে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে এরপর ইনিংসের হাল ধরেন লিটন দাস ও তানজিদ তামিম। দ্বিতীয় উইকেটে এই জুটি গড়েন ৭৪ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ।
কাপ্তান লিটন ২৬ বলে ৩২ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে দলকে জয়ের পথে এগিয়ে নেন তানজিদ তামিম। ২৭ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করা এই বাঁহাতি ব্যাটার শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। তাকে যোগ্য সঙ্গ দেন তাওহিদ হৃদয়, যিনি ২৫ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন।
১৬ ওভার ৩ বলেই মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ, নিশ্চিত করে ঐতিহাসিক জয়।
এর আগে শ্রীলঙ্কার ইনিংসে শুরুতেই সাফল্য এনে দেন বাংলাদেশের পেসার শরিফুল ইসলাম। ইনিংসের প্রথম ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন তিনি। এরপর স্পিন আক্রমণে বিধ্বংসী রূপ দেখান শেখ মেহেদি। ইনিংসের দ্বিতীয় ওভারে কুশল পেরেরাকে স্লিপে ক্যাচে পরিণত করেন, পরবর্তী ওভারে ফেরান দীনেশ চান্দিমালকে।
মেহেদির ঘূর্ণিতে ভেঙে পড়ে লঙ্কান ব্যাটিং লাইনআপ। মিডল অর্ডারের গুরুত্বপূর্ণ ব্যাটার চারিথ আসালঙ্কা মাত্র ৩ রান করে বোল্ড হন এই স্পিনারের বলে। এরপর ফিফটির পথে থাকা পাথুম নিশাঙ্কাকেও ফিরতি ক্যাচে ফেরান মেহেদি।
দলীয় ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে স্বাগতিকরা। পরে দাসুন শানাকার ২৫ বলে অপরাজিত ৩৫ রানে ভর করে একশো পেরোয় লঙ্কান ইনিংস। জেফার ভন্ডেরসাই ৭ রান করে তাকে কিছুটা সঙ্গ দেন।
বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেওয়া মেহেদি ছাড়াও শরিফুল, মুস্তাফিজুর রহমান ও শামীম হোসেন একটি করে উইকেট শিকার করেন।
এই জয়ের মধ্য দিয়ে শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জয়ের গৌরব অর্জন করল বাংলাদেশ দল।
ভোরের আকাশ//হ.র