স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১২:২৬ এএম
তিন ম্যাচ নিষিদ্ধ বাংলাদেশের নারী ফুটবলার সাগরিকা
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নানারকম অস্বাভাবিক ঘটনা ঘটছে। কখনো দুই অর্ধ দুই মাঠে খেলা, কখনো মাঝপথে ভেন্যু পরিবর্তন। এবার সেই তালিকায় যোগ হলো ফুটবলারদের বড় শাস্তির খবর।
বাংলাদেশ-নেপাল ম্যাচের ৫৪তম মিনিটে বাংলাদেশের ডিফেন্ডার মোসাম্মৎ সাগরিকা সরাসরি লাল কার্ড দেখেন। একই সঙ্গে নেপালের ডিফেন্ডার সিমরানও লাল কার্ড পান। সাধারণ নিয়ম অনুযায়ী, লাল কার্ডের শাস্তি এক ম্যাচ নিষেধাজ্ঞা। তবে ম্যাচ রেফারি ও কমিশনারের রিপোর্টের ভিত্তিতে সাফ উভয় ফুটবলারের নিষেধাজ্ঞা তিন ম্যাচে বাড়িয়েছে। পাশাপাশি দুজনকেই ৫০০ ডলার জরিমানা করা হয়েছে।
গতকাল সাফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা বরাবর এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
এ ধরনের বয়সভিত্তিক টুর্নামেন্টে এত বড় শাস্তি দেখে বিস্মিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যদিও আপিল করার সুযোগ থাকলেও বাফুফে সেই পথে হাঁটছে না, কারণ আপিলের জন্য বাড়তি অর্থ জমা দিতে হবে। জরিমানার অর্থ শেষ পর্যন্ত বাফুফেকেই পরিশোধ করতে হবে। স্বাগতিক হিসেবে সাফ থেকে যে আর্থিক সহায়তা পাচ্ছে বাফুফে, সেখান থেকেই হয়তো জরিমানার টাকা সমন্বয় করা হবে।
আজ বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভুটান। এই ম্যাচসহ সাগরিকাকে পরবর্তী ম্যাচ, শ্রীলঙ্কার বিপক্ষেও ছাড়াই খেলতে হবে বাংলাদেশকে। আগামী ২১ জুলাই নেপাল-বাংলাদেশ ম্যাচ হতে পারে টুর্নামেন্টের অলিখিত ফাইনাল। সেই ম্যাচে ফিরবেন সাগরিকা।
বাফুফের মতে, নেপালের ডিফেন্ডার সিমরানই প্রথম উত্তেজনার সূত্রপাত করেন। এরপরও সাগরিকার সমান শাস্তি পাওয়ায় সিদ্ধান্ত নিয়ে বাফুফে কিছুটা হতাশ।
ভোরের আকাশ/হ.র