নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ১২:১৮ এএম
মতিঝিলে সেনা কল্যাণ ভবনের আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
রাজধানীর মতিঝিলে অবস্থিত সেনা কল্যাণ ভবনে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর রাত ১১টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, খবর পাওয়ার ১১ মিনিট পর অর্থাৎ রাত ১০টা ৫১ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
ভোরের আকাশ/হ.র