স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ০৪:১৯ এএম
তাসকিন বিতর্কের পর ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে পদক্ষেপ নিচ্ছে বিসিবি
সম্প্রতি বন্ধুকে মারধরের অভিযোগে আলোচনায় এসেছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। যদিও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন, তবুও বিষয়টি নিয়ে তোলপাড় চলছে ক্রিকেট অঙ্গনে। এরই মধ্যে ক্রিকেটারদের পেশাদার আচরণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু জানিয়েছেন, ক্রিকেটারদের আচরণবিধি নিয়ে আগস্ট মাসে একটি কর্মশালার আয়োজন করছে বোর্ড। জাতীয় দলের ক্রিকেটারদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই কর্মশালায় তুলে ধরা হবে, একজন পেশাদার ক্রীড়াবিদের কী করা উচিত এবং কী নয়।
তিনি বলেন, "জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমরা আগস্টে একটি ছোট ওয়ার্কশপ করার পরিকল্পনা করছি। সেখানে তাদের মনে করিয়ে দেওয়া হবে—তারা কী করতে পারবে আর কী পারবে না। কারণ তারা বহু তরুণের আইডল, তাদের প্রতি ভক্তদেরও অনেক প্রত্যাশা থাকে।"
তাসকিন ইস্যুতে সরাসরি কোনো ব্যবস্থা নিচ্ছে না বিসিবি। মিঠু বলেন,
"আগে দেখতে হবে তাসকিনকে নিয়ে অভিযোগ কতটা সত্য। যেহেতু আইনি অভিযোগ হয়েছে এবং তা নিয়ে তদন্ত চলছে, তাই এটি এখন ক্রিকেট বোর্ডের বাইরের বিষয়। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
এর আগে সোমবার মিরপুর মডেল থানায় তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুকে মারধরের অভিযোগ এনে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারই বন্ধু সিফাতুর রহমান সৈকত।
তবে এ বিষয়ে তাসকিন ঢাকা পোস্টকে বলেন, "এটা ভিত্তিহীন অভিযোগ। আমার এক বন্ধুর সঙ্গে আরেক বন্ধুর ঝগড়া হয়েছিল। তারা দুজনেই আমার বন্ধু। আমার কোনো সংশ্লিষ্টতা নেই, শুধুমাত্র আমার নাম জড়িয়ে দেওয়া হয়েছে।"
পরবর্তীতে নিজের ফেসবুক পেজে একটি পোস্টে তাসকিন লেখেন, "গুজবে বিভ্রান্ত হবেন না। এটা আমার, আমার পরিবার এবং বন্ধুর জন্য অসম্মানজনক। যে ঘটনা ঘটেছে তা নিয়ে আমাদের মধ্যে ইতোমধ্যেই কথা হয়েছে। এটা যেভাবে প্রচার হচ্ছে তা বাস্তবতা থেকে অনেক দূরে, সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।"
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিসিবি বিষয়টি পর্যবেক্ষণ করছে। তবে সামগ্রিকভাবে ক্রিকেটারদের শৃঙ্খলার দিক বিবেচনায় নিয়ে এগিয়ে আসছে বোর্ড, যা ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোরের আকাশ//হ.র