স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৬:২৪ এএম
ইতিহাস গড়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিতল পিএসজি
ইতিহাস গড়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতল ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ফাইনালে ইন্টার মিলানকে বিধ্বস্ত করে ৫-০ গোলের বড় জয় তুলে নেয় ফরাসি জায়ান্টরা। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে ফাইনাল জয়ের রেকর্ড।
১৯৯৩ সালে এই মিউনিখ শহরেই অলিম্পিক মার্শেই জিতেছিল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। দীর্ঘ ৩২ বছর পর একই শহর থেকে আরেক ফরাসি ক্লাবের চ্যাম্পিয়ন হয়ে ফেরা যেন এক ঐতিহাসিক পুনরাবৃত্তি।
পিএসজির হয়ে গোল করেন আশরাফ হাকিমি, ব্র্যাডলে বারকোলা, কাভিচা কাভারাৎসখেলিয়া, দিজেরে দুয়ে এবং সেনি মায়ুলু। আর এই জয়ের মাধ্যমেই নিশ্চিত হয় পিএসজির ট্রেবল জয়ের আনন্দও।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে লুইস এনরিকের দল। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। ১২ মিনিটে ভিতিনহার দুর্দান্ত পাস থেকে বল পেয়ে হাকিমির গোলে এগিয়ে যায় তারা। এরপর ২০ মিনিটে নিজের নাম স্কোরশিটে তোলেন দিজেরে দুয়ে। ডেম্বেলের সঙ্গে বোঝাপড়ায় তৈরি হওয়া আক্রমণ থেকে আসে দ্বিতীয় গোল।
প্রথমার্ধে ইন্টার মিলান কার্যত কোনো কার্যকর আক্রমণই গড়তে পারেনি। প্রথমবার গোলমুখে শট নেয় তারা ম্যাচের ৭৪তম মিনিটে।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় পিএসজি। ৬৩ মিনিটে ডেম্বেলের ব্যাকহিল থেকে ভিতিনহার পাসে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন কাভারাৎসখেলিয়া। এরপর ৭৩ মিনিটে আবারো কাউন্টার অ্যাটাক থেকে আসে চতুর্থ গোল।
ম্যাচের ৮৬ মিনিটে বারকোলার পাস থেকে সেনি মায়ুলুর গোলে পূর্ণতা পায় পিএসজির দাপুটে জয়। ৫-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে ফাইনাল জয়ের রেকর্ড গড়ে ক্লাবটি।
এই জয়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন রাজার নাম এখন প্যারিস সেইন্ট জার্মেইন। মেসি-নেইমার-এমবাপে যুগে যা সম্ভব হয়নি, সেটিই এবার করে দেখালেন ডেম্বেলে-ভিতিনহারা।
ভোরের আকাশ//হ.র