স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০২:২৪ এএম
‘সাকিব খেললে দলের চেহারা বদলে যাবে’
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট মনে করেন, সাকিব আল হাসানের উপস্থিতি দলে নতুন প্রাণ সঞ্চার করবে। দীর্ঘদিন জাতীয় দলে অনুপস্থিত থাকার পরও সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে সাকিবকে দলে ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে।
সোমবার এক অনুষ্ঠানে পাইলট বলেন, “যদি রাজনৈতিক জটিলতা দূর করা যায়, তাহলে সাকিবের বিকল্প এখনও আমাদের দলে নেই। একজন মাল্টিস্কিল অলরাউন্ডার হিসেবে সাকিব দলের জন্য অপরিহার্য। তার চার ওভার বোলিং প্রতিপক্ষের জন্য চাপের কারণ হয়, পাশাপাশি ব্যাট হাতে দলের ইনিংস সামলাতে পারেন। জিএসএল-এ তার পারফরম্যান্সই প্রমাণ করে সে কতটা প্রয়োজনীয়।”
তিনি আরও বলেন, “দলে লিডারশিপের অভাব আছে। একজন সিনিয়র প্লেয়ার থাকলে বাকিরা তার নেতৃত্বে কাজ করবে। যেমন মাশরাফি অধিনায়ক থাকাকালে তামিম, সাকিব, মাহমুদউল্লাহ সবাই তার জুনিয়র ছিল। সাকিব ফিরে এলে দলের চেহারা সম্পূর্ণ বদলে যাবে।”
সাকিবের বিকল্প হিসেবে সম্ভাব্য অলরাউন্ডার নিয়ে পাইলট বলেন, “আমাদের অনেক ভালো অলরাউন্ডার আছে, যেমন রিশাদ হোসেন, তানজিম হাসান, শরিফুল ইসলাম। কিন্তু আমরা তাদের যথাযথভাবে ব্যবহার করছি না। শরিফুলকে আমি একবার ১ ওভারে ১৮ রান দিতে দেখেছি, অথচ এখনও ১০ নাম্বারে ব্যাট করছেন। অনেক দেশের মতো আমাদেরও পিছনের ব্যাটারদের অলরাউন্ডার হিসেবে গড়ে তোলার প্রয়োজন।”
তিনি যোগ করেন, “রিশাদকে কি কখনো ৪-৫ নাম্বারে ব্যাট করার চিন্তা করা হয়েছে? তানজিমকে বেন স্টোকসের মতো অলরাউন্ডার হিসেবে দেখতে পারি। প্লেয়াররা ভালো, কিন্তু ম্যানেজমেন্ট ও কোচদের দায়িত্ব রয়েছে তাদের সঠিক ব্যবহার ও বিকাশে।”
এভাবে দলে সঠিক নেতৃত্ব ও গঠন পেলে আগামীতে টাইগারদের পারফরম্যান্সে বড় ধরনের উন্নতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন খালেদ মাসুদ পাইলট।
ভোরের আকাশ//হ.র