স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০২:১৭ এএম
গল টেস্টে ওপেনিংয়ে চমক, শান্তকে দেখা যেতে পারে নতুন ভূমিকায়
শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের ওপেনিং জুটিতে দেখা যেতে পারে নতুন চমক। ওপেনার হিসেবে এনামুল হক বিজয়ের জায়গা প্রায় নিশ্চিত হলেও, তার সঙ্গী কে হবেন—তা নিয়ে রয়েছে জোর আলোচনা। গুঞ্জন উঠেছে, নাজমুল হোসেন শান্তকেই দেখা যেতে পারে ইনিংসের সূচনায়।
গল টেস্টের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিশ্চিত করে কিছু না জানালেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক শান্ত।
তিনি বলেন, “আমার ব্যাটিংটা কোন পজিশনে হবে, সেটা কাল ম্যাচের দিনই জানাতে চাই। কারণ, চাই না প্রতিপক্ষ আগেভাগে ধারণা পেয়ে যাক।”
এ সময় তিনি জানান, মেহেদী হাসান মিরাজের শারীরিক অবস্থা এখনো পুরোপুরি সুস্থ নয় এবং তাঁর ফিটনেসের ওপর নির্ভর করছে দলের চূড়ান্ত কম্বিনেশন।
গলের স্পিনবান্ধব উইকেট নিয়ে শান্ত বলেন, “এখানে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ থাকবে। প্রথম দুই-তিন দিন রান উঠলেও পরে স্পিনাররাই প্রভাব বিস্তার করে। কীভাবে চ্যালেঞ্জটা উপভোগ করতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
গল টেস্ট শুরুর আগেই নানা সম্ভাবনা আর সমীকরণে ব্যাটিং অর্ডার নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। তবে সব প্রশ্নের উত্তর মিলবে মাঠে নামার দিন, মঙ্গলবার।
ভোরের আকাশ//হ.র