চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫ ০১:০৯ পিএম
ছবি: বৈঠকের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন হেফাজতে ইসলামের নেতারা
চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধের ৫ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে তা প্রত্যাহার করেছে হেফাজতে ইসলাম।
বুধবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন নেতারা।
হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী কালবেলাকে বলেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের আরও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে আমাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তারা আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আমরা অবরোধ প্রত্যাহার করছি।
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজান উপজেলার নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে বাসচাপায় হেফাজত নেতা মাওলানা সোহেল চৌধুরী নিহত হন। ঘটনার পরপর হেফাজত সদস্যরা ঘাতক ড্রাইভার, গাড়ি এবং মরদেহ নিয়ে রাউজান হাইওয়ে থানায় গিয়ে মামলা করতে চাইলে পুলিশ তাদের নিজেদের মতো করে মামলার এজাহার লেখার প্রস্তাব দেয়।
এতে হেফাজত নেতারা রাজি না হয়ে মামলার এজাহারে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করতে বলেন। এতে পুলিশ অস্বীকৃতি জানিয়ে মামলা নেয়নি। তাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে তুলে বুধবার (৮ অক্টোবর) হাটহাজারীতে সকাল-সন্ধ্যা অবরোধের ঘোষণা দেন হেফাজতের কেন্দ্রীয় নেতারা। যার প্রতিবাদে আজ সকাল থেকেই হাটহাজারী উপজেলার বিভিন্ন সড়ক অবরোধ করা হয়। এতে অচল হয়ে পড়ে যোগাযোগ ব্যবস্থা।
ভোরের আকাশ/মো.আ.