স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫ ০২:২৪ এএম
‘বাংলাদেশের পরবর্তী টেস্ট অধিনায়কত্ব নিয়ে আমি প্রস্তুত’ — তাইজুল ইসলাম
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষে আচমকা অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান নাজমুল হোসেন শান্ত। এর ফলে টেস্ট দলে নতুন অধিনায়কের খোঁজ চলছে, যদিও এখনো বিসিবি কোনো ঘোষণা দেয়নি। এই জল্পনার মধ্যে নিজের ইচ্ছার কথা স্পষ্ট করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তাইজুল বলেন, “অধিনায়ক যখন নিজের জায়গা ছেড়ে দেয়, তখন সেটাকে সম্মান করে তার কথাকে গুরুত্ব দেওয়া উচিত। অধিনায়ক যে দায়িত্বে থাকে, তার ওপর দল বিশ্বাস স্থাপন করে ভালো খেলে। আমার অভিজ্ঞতা ও দক্ষতায় কোনো কমতি নেই। তবে এটা বলব না যে, আমি অধিনায়ক হওয়ার জন্য তীব্র আগ্রহী।”
তিনি আরও যোগ করেন, “অধিনায়ক হওয়ার বিষয়টি সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের হাতে। তারা ঠিক করবে আমি এই দায়িত্বে থাকব কিনা। যদি সুযোগ আসে, আমি অবশ্যই তা গ্রহণ করব। টেস্ট অধিনায়কত্ব মানে শুধু দায়িত্ব নয়, এটা একটি ভিশন থাকা দরকার, দলের ভবিষ্যত লক্ষ্য নির্ধারণ করা জরুরি।”
তাইজুল বলেন, “অভিজ্ঞতা এবং বয়সও গুরুত্বপূর্ণ। ২০২১ সালের আগে আমি তেমন সুযোগ পাইনি বিদেশে টেস্ট খেলার। এখন অভিজ্ঞতা বাড়ছে, এবং আমার পারফরম্যান্সও উন্নতির পথে। নতুন খেলোয়াড়দেরও সময় দেওয়া দরকার, যাতে তারা দলকে শক্তিশালী করতে পারে।”
পরিসংখ্যান মতে, শান্ত দেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে বিবেচিত, ১৪ ম্যাচে ৪ জয়সহ ২৮.৫৭ শতাংশ সাফল্য হার রয়েছে তার। অন্যদিকে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের অধীনে দলের সাফল্য কিছুটা কম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বর্তমানে তিন ফরম্যাটে আলাদা আলাদা অধিনায়ক নিয়ে যাওয়ার পরিকল্পনায় রয়েছে। ওয়ানডে অধিনায়ক হিসেবে ইতোমধ্যে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, যাকে টেস্ট নেতৃত্বও দেয়া হতে পারে বলে খবর আসছে।
তাইজুলের নিয়মিত ও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তাকে টেস্ট দলে নেতৃত্বের সম্ভাব্য অপশনে রাখা হয়েছে, যা আগামী দিনে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্য নতুন দিগন্ত খুলতে পারে।
ভোরের আকাশ//হ.র