স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ৩১ মে ২০২৫ ০৬:২৩ এএম
‘ক্রিকেট তার আকর্ষণ হারাচ্ছে’ বিসিবিকে খোলামেলা বার্তা তামিম ইকবালের
বাংলাদেশ ক্রিকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে খোলাখুলি মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক ও ওপেনার তামিম ইকবাল। তাঁর মতে, দেশের ক্রিকেট এখন এমন এক সংকটময় সময়ে পৌঁছেছে, যেখানে খেলাটি নিজে আড়ালে চলে যাচ্ছে, সামনে চলে আসছে রাজনীতি, ক্ষমতার লড়াই আর পদ-পদবীর হিসাব।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নেতৃত্বে পরিবর্তন আসে। নাটকীয় ঘটনার পর ফারুক আহমেদকে সরিয়ে সভাপতি করা হয় সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। এসব পরিবর্তন নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন তামিমের এক হৃদয়ছোঁয়া বক্তব্য আসে।
তিনি বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা একটা ক্রিকেটের বোর্ড। কিন্তু এখানে ক্রিকেট বাদে সবকিছু হচ্ছে। কে প্রেসিডেন্ট হবে, কে নির্বাচন করবে—এসব আলোচনা হচ্ছে। অথচ আজকে দেখা যাচ্ছে, দেশের মানুষ ক্রিকেটে আগ্রহ হারাচ্ছে।”
তামিম মনে করেন, এসব রাজনৈতিক হিসাব-নিকাশের চেয়ে এখন সবচেয়ে জরুরি হলো ক্রিকেটকে রক্ষা করা। তিনি আরও বলেন, “আমি শুধু অনুরোধ করবো, যারা আছেন বা আসবেন, তারা যেন ক্রিকেটটার কথা ভাবেন। কারণ, ক্রিকেট তার চার্মটা হারাচ্ছে।”
শুধু জাতীয় দল নয়, তামিমের দৃষ্টিতে দেশের গোটা ক্রিকেট কাঠামোতেই দুর্বলতার ছাপ স্পষ্ট। ঘরোয়া লিগ থেকে শুরু করে বয়সভিত্তিক পর্যায় পর্যন্ত প্রতিভা উন্নয়নে ঘাটতি রয়েছে। তাঁর ভাষায়, “এই সত্যটা আগে মেনে নিতে হবে যে আমরা ভুগছি। আমরা সেটা স্বীকারই করি না। ক্রিকেট বাদে সবকিছু দেখি, ক্রিকেটটা দেখি না।”
“আমার পরামর্শ, আগে মেনে নিন যে আমরা সমস্যায় আছি। এরপর ভাবুন, কীভাবে এখান থেকে ঘুরে দাঁড়ানো যায়। প্রেসিডেন্ট কে হবেন—এই প্রশ্ন নয়, বরং ক্রিকেট কীভাবে বাঁচবে, সেটাই হওয়া উচিত মূল চিন্তা,” বলেন দেশের অন্যতম সফল এই ওপেনার।
ভোরের আকাশ//হ.র