স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০১ জুন ২০২৫ ০৬:২৭ এএম
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পতন, দশে নেমে গেল বাংলাদেশ
ওয়ানডের পর এবার টি-টোয়েন্টিতেও র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেল বাংলাদেশ। এক সময় যারা এই ফরম্যাটে র্যাঙ্কিংয়ের শীর্ষ চারে জায়গা করে নিয়েছিল (২০১২), সেই দল এখন নেমে গেছে দশম স্থানে। পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে হার এবং সিরিজ হাতছাড়া করার পর আরও একধাপ নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
এর আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হেরেছিল টাইগাররা। সব মিলিয়ে টানা চার ম্যাচে পরাজয়ের পর হারিয়েছে মূল্যবান রেটিং পয়েন্ট।
আইসিসির সর্বশেষ আপডেট অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে ২২৫ থেকে ২২০-তে নেমে এসেছে। অন্যদিকে আফগানিস্তানের পয়েন্ট ২২৩ হওয়ায় তারা নবম স্থানে উঠে গেছে, আর টাইগারদের ঠেলে দিয়েছে দশে। বাংলাদেশের পেছনেই অবস্থান করছে আয়ারল্যান্ড, যাদের রেটিং ২০২। ফলে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে দাঁড়িয়েছে।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত (২৭১ পয়েন্ট)। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে অস্ট্রেলিয়া (২৬২) এবং ইংল্যান্ড (২৫৪)। এরপর রয়েছে নিউজিল্যান্ড (২৪৯) ও ওয়েস্ট ইন্ডিজ (২৪৬)। পাকিস্তান অষ্টম স্থান ধরে রেখেছে, তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে তাদের রেটিং বেড়ে দাঁড়িয়েছে ২২৯।
২০১২ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের চতুর্থ স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। সেই ঐতিহাসিক মুহূর্ত আজ শুধুই স্মৃতি। সময়ের সঙ্গে সঙ্গে পারফরম্যান্সে অবনতি, নেতৃত্বের ঘনঘটা পরিবর্তন, বোর্ডে প্রশাসনিক অস্থিরতা এবং খেলোয়াড়দের ইনজুরি—সব মিলিয়ে যেন ঘোর অন্ধকারে পথ হারিয়েছে দলটি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে এই র্যাঙ্কিং পতন নিঃসন্দেহে একটি বড় সতর্কবার্তা। এখন সময় দল পুনর্গঠন ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারের। দশম স্থানে থাকা এই দলটি কি আবার শীর্ষে ফিরতে পারবে? সে উত্তর দেবে সময়, আর তার জন্য চাই পরিকল্পনা, স্থিরতা ও দৃঢ় মনোবল।
ভোরের আকাশ//হ.র