মাহমুদউল্লাহর ম্যাচ রেফারি হওয়া নিয়ে কী জানা গেল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিছু মাস আগেই। তবে এখনো ব্যাট-প্যাড হাতে মাঠে নিয়মিত হাজির হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও কিছু বছর খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে এর মধ্যেই উঠে এসেছে ভিন্ন এক সম্ভাবনার কথা—ম্যাচ রেফারি হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা।
আজ শনিবার মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী একটি ম্যাচ রেফারিদের কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্তরের ৩০ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার। আমন্ত্রণ জানানো হয়েছিল মাহমুদউল্লাহকেও। তবে তিনি এই কর্মশালায় অংশ নেননি।
বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে কথা বলেছেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলার দিকেই মনোযোগ দিচ্ছেন, তবে ভবিষ্যতে—অর্থাৎ খেলা থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার পর—ম্যাচ রেফারির দায়িত্ব নিতে পারেন।
এদিকে, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দুজনেই ক্যারিয়ার শেষে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে বুলবুল বলেন, “আমি বোর্ডে আসার আগেই মাহমুদউল্লাহ এবং মুশফিক আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা দুজনেই আন্তর্জাতিক কোচ হতে চায়। আমরা বিসিবির ট্রেনিং ও এডুকেশন প্রোগ্রামগুলোর মাধ্যমে এদের সেই পথে সহায়তা করতে চাই, ইনশাআল্লাহ।”
সব মিলিয়ে বলা যায়, খেলার মাঠে মাহমুদউল্লাহর উপস্থিতি এখনো অব্যাহত থাকলেও, ভবিষ্যতে ক্রিকেট প্রশাসন বা কোচিং পেশায় তাঁর অংশগ্রহণের দ্বারও ক্রমেই উন্মোচিত হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিছু মাস আগেই। তবে এখনো ব্যাট-প্যাড হাতে মাঠে নিয়মিত হাজির হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আরও কিছু বছর খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। তবে এর মধ্যেই উঠে এসেছে ভিন্ন এক সম্ভাবনার কথা—ম্যাচ রেফারি হিসেবে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা।আজ শনিবার মিরপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী একটি ম্যাচ রেফারিদের কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচি, যেখানে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্তরের ৩০ জন সাবেক ও বর্তমান ক্রিকেটার। আমন্ত্রণ জানানো হয়েছিল মাহমুদউল্লাহকেও। তবে তিনি এই কর্মশালায় অংশ নেননি।বিসিবির আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠুর সঙ্গে কথা বলেছেন মাহমুদউল্লাহ। সেখানে তিনি স্পষ্ট করেছেন যে, বর্তমানে ঘরোয়া ক্রিকেটে খেলার দিকেই মনোযোগ দিচ্ছেন, তবে ভবিষ্যতে—অর্থাৎ খেলা থেকে সম্পূর্ণ অবসর নেওয়ার পর—ম্যাচ রেফারির দায়িত্ব নিতে পারেন।এদিকে, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সম্প্রতি জানিয়েছেন, মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম দুজনেই ক্যারিয়ার শেষে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এ বিষয়ে বুলবুল বলেন, “আমি বোর্ডে আসার আগেই মাহমুদউল্লাহ এবং মুশফিক আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা দুজনেই আন্তর্জাতিক কোচ হতে চায়। আমরা বিসিবির ট্রেনিং ও এডুকেশন প্রোগ্রামগুলোর মাধ্যমে এদের সেই পথে সহায়তা করতে চাই, ইনশাআল্লাহ।”সব মিলিয়ে বলা যায়, খেলার মাঠে মাহমুদউল্লাহর উপস্থিতি এখনো অব্যাহত থাকলেও, ভবিষ্যতে ক্রিকেট প্রশাসন বা কোচিং পেশায় তাঁর অংশগ্রহণের দ্বারও ক্রমেই উন্মোচিত হচ্ছে। এখন শুধু সময়ের অপেক্ষা।ভোরের আকাশ//হ.র
এশিয়া কাপ আয়োজন নিয়ে ছিল নানা রকমের শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে, জল্পনা-কল্পনার অবসান শেষে মাঠে গড়াতে চলেছে এশিয়ার শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। ঢাকায় হয়ে যাওয়া এসিসির বার্ষিক সাধারণ সভার পর এসিসির চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়া কাপ শুরুর দিন-তারিখ জানান। এরপর তিনি জানিয়েছেন এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি।২০২৫ সালের এশিয়া কাপ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। শনিবার (২৬ জুলাই) এ ঘোষণা দিয়েছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি।এ বছরের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মোট আটটি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এই মর্যাদাসম্পন্ন টুর্নামেন্টে— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, হংকং, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। প্রতিযোগিতার সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। আটটি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। 'বি' গ্রুপে টাইগারদের প্রতিদ্বন্দ্বীরা হচ্ছে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে একই গ্রুপে ভারত-পাকিস্তান, 'এ' গ্রুপে তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও ওমান।প্রত্যেক দল গ্রুপ পর্বে ৩টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। বাংলাদেশ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ শুরু করবে। এরপর ১৩ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। এর আগে ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ভারত তাদের এশিয়া কাপ শুরু করবে ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। তাছাড়া ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ভারত তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ১৯ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ওমান। গ্রুপ পর্ব শেষে মাঠে গড়াবে সুপার ফোর পর্ব। যেখানে দুটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।মূলত ভারতেই হওয়ার কথা ছিল ২০২৫ এশিয়া কাপ। তবে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে আয়োজন স্থান বদলাতে হয়েছে। ভারত আয়োজক হলেও পাকিস্তান দল ভারতে খেলতে অস্বীকৃতি জানালে, যৌথ সিদ্ধান্তে নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতকে।ভোরের আকাশ/এসএইচ
ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) পর আজ বিকালে চূড়ান্ত হয়েছে আসন্ন এশিয়া কাপের সূচি ও ভেন্যু। এসিসি সভাপতি মহসিন নাকভি আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের সময়সূচি ও আয়োজনের স্থান ঘোষণা করেছেন।আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের মাঠে শুরু হবে এশিয়া কাপের ম্যাচগুলো, যার ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর। এবারের টুর্নামেন্টে মোট ৮টি দল দুই গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে।বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে, যেখানে তার সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।গ্রুপ পর্বে প্রতিটি দল ৩টি করে ম্যাচ খেলবে। বাংলাদেশ তার এশিয়া কাপ যাত্রা শুরু করবে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার সাথে। শেষ গ্রুপ ম্যাচে ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের সঙ্গে মাঠে নামবে টাইগাররা।এসিসির এই ঘোষণার সঙ্গে পুরো ভেন্যু ও সময়সূচির ব্যাপারে নিশ্চিততা এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে।ভোরের আকাশ//হ.র
দীর্ঘ ১৩ বছর পর ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরের। এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যদের শক্তিশালী দল ঘোষণা করেছে বাংলাদেশ কাবাডি ফেডারেশন।শনিবার (২৬ জুলাই) এক সংবাদ সম্মেলনে এই স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। আগামী ৩ আগস্ট মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। ১ তারিখ হায়দরাবাদের বিমান ধরবে লাল-সবুজের প্রতিনিধিরা।বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দিবেন রুপালি আক্তার সিনিয়র। দীর্ঘদিন ধরে দেশকে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি। এই বিশ্বকাপ দিয়ে ক্যারিয়ারের ইতিটানবেন রুপালি। বিশ্বকাপকে সামনে রেখে কঠিন প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। সেই সঙ্গে নেপালের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলেছে তারা।বিশ্বকাপে বাংলাদেশ নারী কাবাডি দল: শ্রাবনী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রুপালি সিনিয়র, স্মৃতি আক্তার,রেখা আক্তার, মেবি চাকমা, রুপালি আক্তার জুনিয়র, দিশা মিন সরকার, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, লোবা আক্তার, তাহরিম, ইসরাত জাহান সাদিকা, আঞ্জুআরা রাত্রী।স্ট্যান্ড বাই প্লেয়ার: লাকি আক্তারভোরের আকাশ/এসএইচ