স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৫ ১১:৩০ পিএম
মাঠে ফিরছে আইপিএল, প্রস্তুত তিনটি বিকল্প সূচি
পাকিস্তান-ভারত সাম্প্রতিক সংঘাতের কারণে এক সপ্তাহের জন্য স্থগিত হওয়া আইপিএল আবারও মাঠে গড়ানোর প্রস্তুতি নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। স্থগিত হওয়া ম্যাচগুলো পুনরায় আয়োজনে তিনটি বিকল্প সূচি তৈরি করা হয়েছে। সোমবার (১২ মে) রাতেই চূড়ান্ত একটি সূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
প্রতিবেদনে বলা হয়েছে, এখনও লিগ ও প্লে-অফ মিলিয়ে ১৬টি ম্যাচ বাকি রয়েছে। সেসব আয়োজনের লক্ষ্যে বিসিসিআই সম্ভাব্য তিনটি নতুন সূচি প্রণয়ন করেছে। একটি সূচিতে আইপিএলের প্রচলিত হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট রাখা হলেও ভেন্যুর তালিকা থেকে ধর্মশালা বাদ দেওয়া হয়েছে।
অন্য দুটি সূচিতে ভেন্যুর সংখ্যা আরও কমানো হয়েছে। বিসিসিআইয়ের ভাবনায় রয়েছে বাকি আইপিএল ম্যাচগুলো শুধুমাত্র দক্ষিণাঞ্চলের তিনটি শহর—হায়দরাবাদ, বেঙ্গালুরু ও চেন্নাইতে আয়োজন করা। যদিও যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, তারপরও পুরোপুরি নিরাপদ পরিস্থিতি ফিরতে কিছুটা সময় লাগতে পারে বলেই বোর্ড এই রুটে এগোচ্ছে।
‘ইন্ডিয়া টুডে’-কে বিসিসিআইয়ের এক সূত্র জানায়:“আমরা সব স্টেকহোল্ডারকে খেলা শুরুর বিষয়ে অবহিত করেছি এবং দলগুলো তাদের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের ফিরিয়ে আনছে। লখনৌ ইতোমধ্যে ১৩ মে’র মধ্যে একানা স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।”
রবিবার রাতেই সংশোধিত সূচি দলগুলোর কাছে পাঠানো হয়েছে। বিদেশি ক্রিকেটারদের সবাই যে ফিরে আসবেন, সে ব্যাপারে অনিশ্চয়তা রয়ে গেছে। তাই স্থানীয় খেলোয়াড়দের নিয়েই বাকি ম্যাচ শেষ করার প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই।
পূর্বে জানা গিয়েছিল, ১৬ মে থেকে আবার আইপিএল শুরু হতে পারে। তবে ফাইনাল ম্যাচের সম্ভাব্য ভেন্যু ইডেন গার্ডেনস এখন অনিশ্চিত। কারণ ওই সময় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে ফাইনাল ভেন্যু নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে নতুন সূচির সঙ্গেই।
ভোরের আকাশ/হ.র