স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫ ০৯:৩৭ এএম
সাইমন টাফেলকে ৩ বছরের জন্য নিয়োগ দিচ্ছে বিসিবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছেন আইসিসির এলিট প্যানেলের সাবেক অস্ট্রেলিয়ান আম্পায়ার সাইমন টোফেল। দেশি আম্পায়ারদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিসিবি তাকে তিন বছরের চুক্তিতে নিয়োগ দিতে যাচ্ছে।
সোমবার (৩০ জুন) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। টোফেল মূলত দেশের মাঠে মান উন্নয়ন এবং নতুন আম্পায়ারদের প্রশিক্ষণ ও মূল্যায়নে কাজ করবেন।
সাইমন টোফেলকে যুক্ত করা প্রসঙ্গে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, সম্প্রতি আমরা আইসিসির সাবেক এলিট আম্পায়ার সাইমন টোফেলের সঙ্গে যোগাযোগ করেছি। সে নানান দেশের আম্পায়ারদের উন্নতি নিয়ে কাজ করে। এমনকি সে আইসিসির সঙ্গেও যুক্ত। তার সঙ্গে আমরা ৪-৫ মাস অনেকদিন ধরেই কথা বলছিলাম, এটা এখন অনুমোদন দেওয়া হয়েছে বোর্ডে।
তিনি আরও বলেন, সাইমন টোফেলের সঙ্গে আমাদের ৩ বছরের চুক্তি। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে কাজ করা হবে। এটা নিয়ে আমরা ১০-১৫ জন আম্পায়ার ট্রেনার তৈরি করব যারা সারাদেশে আম্পায়ারদের উন্নতিতে কাজ করবে। এখানে উনার প্রতিনিধি দল আসবেন এবং পুরো প্রোগ্রামটা করবেন। তবে আসা-যাওয়ার মধ্যে থাকবেন তিনিও। এখনও চুক্তি স্বাক্ষর হয়নি। সে নিজেও এটার মধ্যে আছেন। এখন কোন প্রক্রিয়ায় কাজ হবে সেটা আসলে আপনাদের সামনে নিয়ে আসব এবং আপনারা প্রশ্ন করতে পারবেন।
উল্লেখ্য, সাইমন টোফেল টানা পাঁচবার (২০০৪–২০০৮) আইসিসির বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছিলেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিসিবির আম্পায়ারিং কাঠামোকে আরও পেশাদার ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলবে বলে মনে করছে বোর্ড। সবমিলিয়ে ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সাইমন টোফেল।
২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। এর পরের প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।
ভোরের আকাশ/জাআ