মেসিকে ফিরিয়ে বিশ্বকাপ বাছাইয়ের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।
বাংলাদেশ সময় আগামী ৬ জুন সকাল ৭টায় চিলি ও ১১ জুন সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। এই দুই ম্যাচকে ঘিরেই ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে, যিনি ইনজুরির কারণে গত মার্চে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে পারেননি।
দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যালেহান্দ্রো গার্নাচো এবং স্ট্রাসবার্গের ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো। কোমোর হয়ে খেলা উঠতি মিডফিল্ডার নিকোলাস পাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন মুখ হিসেবে আছেন হুয়ান ফয়েথ, নিকোলাস ডমিঙ্গুয়েজ এবং ভ্যালেন্টিন কাস্তেলানোস।
আর্জেন্টিনার স্কোয়াড:
গোলরক্ষক:
এমি মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেমিনো রুল্লি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।
ডিফেন্ডার:
নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্ডি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), ফাকুন্দো মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।
মিডফিল্ডার:
আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), নিকোলাস ডমিঙ্গুয়েজ (নটিংহাম ফরেস্ট), এক্সেকিয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), জিওভানি লো চেলসো (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি)।
ফরোয়ার্ড:
লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কমো), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভ্যালেন্টিন কাস্তেলানোস (ল্যাজিও), অ্যালেহান্দ্রো গার্নাচো (ম্যানইউ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), হুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেইরা (অ্যাথলেটিকো মাদ্রিদ)।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের দুই গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি।বাংলাদেশ সময় আগামী ৬ জুন সকাল ৭টায় চিলি ও ১১ জুন সকাল ৬টায় কলম্বিয়ার মুখোমুখি হবে স্কালোনির শিষ্যরা। এই দুই ম্যাচকে ঘিরেই ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে মেসিকে, যিনি ইনজুরির কারণে গত মার্চে ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে পারেননি।দলে আরও ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড অ্যালেহান্দ্রো গার্নাচো এবং স্ট্রাসবার্গের ডিফেন্ডার ভ্যালেন্টিন বার্কো। কোমোর হয়ে খেলা উঠতি মিডফিল্ডার নিকোলাস পাজকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন মুখ হিসেবে আছেন হুয়ান ফয়েথ, নিকোলাস ডমিঙ্গুয়েজ এবং ভ্যালেন্টিন কাস্তেলানোস।আর্জেন্টিনার স্কোয়াড:গোলরক্ষক:এমি মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরেমিনো রুল্লি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (পিএসভি)।ডিফেন্ডার:নাহুয়েল মলিনা (অ্যাথলেটিকো মাদ্রিদ), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিওনার্দো বালের্ডি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা), ফাকুন্দো মেডিনা (লেন্স), নিকোলাস ত্যাগলিয়াফিকো (লিঁও), ভ্যালেন্টিন বার্কো (স্ট্রাসবার্গ)।মিডফিল্ডার:আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), লিয়ান্দ্রো পারেদেস (রোমা), নিকোলাস ডমিঙ্গুয়েজ (নটিংহাম ফরেস্ট), এক্সেকিয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), রদ্রিগো ডি পল (অ্যাথলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (লিঁও), জিওভানি লো চেলসো (রিয়াল বেটিস), এনজো ফার্নান্দেজ (চেলসি)।ফরোয়ার্ড:লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ (কমো), হুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), লওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ভ্যালেন্টিন কাস্তেলানোস (ল্যাজিও), অ্যালেহান্দ্রো গার্নাচো (ম্যানইউ), নিকোলাস গঞ্জালেস (জুভেন্টাস), হুলিয়ানো সিমিওনে (অ্যাথলেটিকো মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেইরা (অ্যাথলেটিকো মাদ্রিদ)।ভোরের আকাশ//হ.র
ভুটান উইমেন্স ন্যাশনাল লিগে গোল যেন মুড়ি-মুড়কি! গত মঙ্গলবার গেলফু সিটিকে ১৬ গোল দিয়েছিল রয়েল থিম্পু কলেজ। আজ তার প্রায় দ্বিগুণ গোল করেছে সাবিনা-ঋতুপর্ণাদের ক্লাব পারো এফসি। ২৮ গোলের মধ্যে বাংলাদেশের চার ফুটবলার সাবিনা খাতুন, মনিকা চাকমা, সুমাইয়া মাতসুসিমা ও ঋতুপর্ণা চাকমারই ২৫ টি। বাকি তিন গোল দুই ভুটানিজ সোনম চকি ও সোনম টিসমোর।বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন একাই করেছেন ৯ গোল। তার ট্রিপল হ্যাটট্রিকের দিনে মনিকা চাকমা করেছেন ৭ গোল। বাংলাদেশের অন্য দুই ফুটবলার সুমাইয়া ৫ ও ঋতুপর্ণা চাকমা ৪ গোল করেন। প্রথমার্ধে সাবিনাদের দল ১০ গোলে এগিয়ে ছিল। পরের অর্ধে আরো ১৮ গোল করেছেন সাবিনারা। সাবিনা-ঋতুদের প্রতিপক্ষ সামস্তে কোনো গোলই করতে পারেনি।বাংলাদেশে নারী ঘরোয়া ফুটবলে দশের অধিক গোলের ঘটনা অহরহই হয়। ভুটান নারী লিগে আজকের স্কোরলাইন বাংলাদেশকে ছাড়িয়েছে। প্রতিদ্বন্দ্বিতামূলক নারী ফুটবলে ২৮ গোল বিশেষ এক কীর্তিই। এতে অবশ্য ভুটান নারী লিগের মান নিয়ে প্রশ্ন উঠছে ব্যাপকভাবেই।ভুটান নারী লিগে বাংলাদেশের ১০ ফুটবলার তিন ক্লাবে খেলছেন। ট্রান্সপোর্ট ইউনাইটেডে রুপ্না ও মাসুরা খেলছেন। থিম্পু এফসিতে খেলছেন সানজিদা, মারিয়া ও শামসুন্নাহার। এই দুই ক্লাবই নিজেদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে।আজ সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়ার পারো উড়ন্ত সূচনা করেছে। বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন ৯ গোল করে ম্যাচ সেরা হয়েছেন। ভোরের আকাশ/এসআই
কাতার বিশ্বকাপে শিরোপা জিতে বাঁধভাঙা উল্লাসে মেতেছিল আর্জেন্টাইন সমর্থকরা। কারণ, শিরোপাটির জন্য তাদের অপেক্ষা করতে হয়েছিল ৩৬টি বছর। এবার আর্জেন্টিনার সেই অপেক্ষাকেও ছাড়িয়ে গেছে বোলোগনা। শেষবার ১৯৭৩-৭৪ মৌসুমে ইতালিয়ান কাপের শিরোপা জিতেছিল দলটি। এরপর পাঁচ দশক ধরে শিরোপার দেখা পায়নি সাতবারের সিরি আ চ্যাম্পিয়নরা।বুধবার (১৪ মে) রোমের অলিম্পিক স্টেডিয়ামে কোপা ইতালিয়ার ফাইনালে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ৫১ বছর পর শিরোপার দেখা পেল বোলোগনা।এদিকে প্রথমার্ধে বেশিরভাগ সময় পজেশন রেখে আক্রমণেও এগিয়ে ছিল বোলোগনা। গোলের জন্য বেশি শটও নেয় তারা, যদিও একটি সুযোগও কাজে লাগাতে পারেনি কেউ। তবে বিরতির পর ডেডলক ভাঙে বোলোগনা। ৫৩তম মিনিটে পাসিং ফুটবলে আক্রমণ করে গোলের দেখা পান এনদোয়ে।গোল হজম করার পরও এসি মিলান প্রতিপক্ষকে তেমন চাপে ফেলতে পারেনি। শেষ পর্যন্ত এই এক গোলের ব্যবধানে জিতেই ৫১ বছর পর কোপা ইতালিয়ার শিরোপা জিতল বোলোগনা। আর এরই মধ্য দিয়ে শেষ হলো ক্লাবটির দীর্ঘ এক অপেক্ষা।এবারের সিরি আতে মিলানের সময়টা ভালো কাটছে না। দুই রাউন্ড বাকি থাকতে ৬০ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা। আগামী মৌসুমে ইউরোপিয়ান কম্পিটিশনে খেলতে হলে এই কাপ জেতা দরকার ছিল তাদের। তবে এবার মনে হচ্ছে আগামী মৌসুমে ইউরোপের কোনো টুর্নামেন্টে খেলা হবে না তাদের। কিন্তু লিগের দুই রাউন্ডে অবিশ্বাস্য কিছু হলেই কেবল আগামী মৌসুমে ইউরোপের মঞ্চে দেখা যেতে পারে তাদের।ভোরের আকাশ/আজাসা
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) চলতি আসরে প্রথমদিকে দল না পেলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে ফিরছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টুর্নামেন্টের মাঝপথে লাহোর কালান্দার্স তাকে দলে ভেড়াচ্ছে বলে জানা গেছে।বুধবার (১৪ মে) বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেন সাকিব। তিনি জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করলেও শিগগিরই পাকিস্তানে যাবেন এবং দলভুক্ত হয়ে মাঠে নামবেন।যদিও লাহোর কালান্দার্স এখনও আনুষ্ঠানিকভাবে সাকিবের অন্তর্ভুক্তির ঘোষণা দেয়নি, তবে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে—দুই পক্ষের মধ্যে সব বিষয় চূড়ান্ত হয়ে গেছে।সাকিব এর আগেও পিএসএলে অংশ নিয়েছেন। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হওয়ার পর তিনি পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন। এখন পর্যন্ত টুর্নামেন্টটিতে ১৪টি ম্যাচে অংশ নিয়ে ১৮১ রান করার পাশাপাশি ৮টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। তার ব্যাটিং গড় ১৬.৩৬ এবং স্ট্রাইক রেট ১০৭.১৪। বল হাতে ইকোনোমি রেট ৭.৩৯।ভারত-পাকিস্তান সামরিক উত্তেজনা হ্রাস পাওয়ায় ১৭ মে থেকে পুনরায় শুরু হচ্ছে পিএসএলের বাকি অংশ। সংশোধিত সময়সূচিতে অনেক বিদেশি খেলোয়াড় অনুপস্থিত থাকায় দলগুলোকে নতুন করে খেলোয়াড় দলে নিতে হচ্ছে। সেই প্রেক্ষিতেই সাকিবকে যুক্ত করছে লাহোর কালান্দার্স।ভোরের আকাশ/হ.র