পিএসএলে লাহোরের হ্যাটট্রিক শিরোপা, সাকিব-রিশাদদের কীর্তি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় এবং মোট তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স।
রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ২০২ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।
ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করে কোয়েটা গ্লাডিয়েটর্স। হাসান নওয়াজের ঝকঝকে ফিফটিতে দলটি পেরিয়ে যায় দুইশ রানের গণ্ডি। তবে বড় লক্ষ্য নিয়েও জয় ধরা দেয়নি। লাহোরের হয়ে শুরুতে ফখর জামান দ্রুত বিদায় নিলেও পরবর্তী ব্যাটাররা দেখিয়েছেন দুর্দান্ত ধারাবাহিকতা।
মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথে এগোচ্ছিল লাহোর। নাঈম করেন ২৭ বলে ৪৬ রান, আর শফিক করেন ২৮ বলে ৪১ রান। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় লাহোর। ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল।
তবে হাল ছাড়েননি কুশল পেরেরা ও সিকান্দার রাজা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই ব্যাটারের জ্বলে ওঠা বদলে দেয় চিত্র। ১৭তম ওভারের শেষ দুই বলে দুইটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন রাজা। অন্যদিকে পেরেরা করেন ঝড়ো হাফ-সেঞ্চুরি, শেষের আগের ওভারে একাই তুলে নেন ১৮ রান।
শেষ ওভারে লাহোরের প্রয়োজন ছিল ১৩ রান। স্ট্রাইকে থাকা সিকান্দার রাজা প্রথমে ১ রান নেন, এরপর পেরেরা ২ বলে করেন ৩ রান। শেষ তিন বলে ৮ রান দরকার থাকলে রাজা একটি ছক্কা ও একটি চারে ম্যাচ শেষ করে দেন এক বল হাতে রেখে।
বোলিংয়ে লাহোরের হয়ে সবচেয়ে সফল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, যিনি নেন ৩টি উইকেট। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ৪২ রান খরচায় নেন ১টি উইকেট। সালমান মির্জা ও হারিস রউফ পান ২টি করে উইকেট, আর সিকান্দার রাজা নেন ১টি উইকেট।
এই জয়ের মধ্য দিয়ে লাহোর কালান্দার্স টানা তৃতীয়বারের মতো (২০২২, ২০২৩, ২০২৫) পিএসএল ট্রফি নিজেদের ঘরে তোলে। সাকিব আল হাসান, রিশাদ হোসেনসহ দলটির অন্যান্য আন্তর্জাতিক তারকাদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
জল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদের ডাগআউটে আনুষ্ঠানিকভাবে ফিরলেন ক্লাবটির সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। স্প্যানিশ ক্লাবটি রোববার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী তিন মৌসুমের জন্য আলোনসোর সঙ্গে চুক্তি করেছে তারা। নতুন এই চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত রিয়ালের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।রিয়ালের বর্তমান কোচ কার্লো আনচেলত্তির বিদায়ের পর থেকেই আলোচনায় ছিলেন আলোনসো। আনচেলত্তি ক্লাব ছাড়ার পর ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন। এরপরই রিয়ালের কোচ হিসেবে আলোনসোর নাম প্রায় নিশ্চিত ছিল।রিয়ালের দেওয়া বিবৃতিতে বলা হয়, "জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলের অন্যতম কিংবদন্তি। আমরা আনন্দিত যে তিনি আবার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, এবার ভিন্ন ভূমিকায়।"২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের জার্সি গায়ে মাঠ কাঁপানো আলোনসো এবার ফিরছেন নতুন ভূমিকায়। খেলোয়াড় হিসেবে ক্লাবটির হয়ে তিনি ২৩৬টি ম্যাচে মাঠে নামেন এবং জিতেছেন একটি চ্যাম্পিয়নস লিগ, একটি লা লিগা, দুটি কোপা দেল রে, একটি ইউরোপিয়ান সুপার কাপ ও একটি স্প্যানিশ সুপার কাপ।সর্বশেষ ২০২৩–২৪ মৌসুমে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে বুন্দেসলিগা শিরোপা এনে দিয়ে প্রশংসার ঝড় তোলেন আলোনসো। যদিও শেষ মৌসুমে দল দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করে, তারপরও কোচ হিসেবে তার কৌশল ও নেতৃত্ব ব্যাপক প্রশংসিত হয়।এই অর্জনের পরেই রিয়ালের ডাগআউটে তার প্রত্যাবর্তন রীতিমতো আলোচনার কেন্দ্রে পরিণত হয়।ভোরের আকাশ//হ.র
রিয়াল মাদ্রিদের সঙ্গে সফল অধ্যায়ের পর নতুন মিশনে নামছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। আগামীকাল (সোমবার) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিচ্ছেন ব্রাজিল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে। দায়িত্ব নিয়েই বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে স্কোয়াড ঘোষণা করবেন এই অভিজ্ঞ কোচ।ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র এক প্রতিবেদন অনুসারে, রোববার রাতেই রিও ডি জেনেইরোতে পৌঁছাবেন আনচেলত্তি। সেখানেই সেলেসাওদের সম্ভাব্য স্কোয়াড যাচাই-বাছাই করে সোমবার (২৬ মে) চূড়ান্ত ঘোষণা দেবেন তিনি।আনচেলত্তির প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ব্রাজিলকে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ভালো অবস্থানে নেওয়া। বর্তমানে কনমেবল অঞ্চলে চতুর্থ স্থানে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জুনের ৬ তারিখ ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে আনচেলত্তির নতুন যাত্রা শুরু হবে। এরপর ১১ জুন ঘরের মাঠে প্রতিপক্ষ কলম্বিয়া।ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) ইতোমধ্যে আনচেলত্তির জন্য ৫৪ সদস্যের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে। এখান থেকে ৩১ জনকে বাদ দিয়ে ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন কোচ।টিএনটি স্পোর্টস ব্রাজিলের তথ্য অনুযায়ী, প্রাথমিক তালিকায় আছেন ফ্ল্যামেঙ্গো ক্লাবের ছয়জন, সান্তোস থেকে একজন ফরোয়ার্ড এবং সাও পাওলো থেকে একজন মিডফিল্ডার। এই তালিকায় চমক হিসেবে রয়েছেন অস্কার, যিনি ২০১৬ সালের পর আর ব্রাজিল জাতীয় দলে খেলেননি।প্রাথমিকভাবে আলোচনায় থাকা খেলোয়াড়রা:ফ্ল্যামেঙ্গো: লিও অর্টিজ, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, ওয়েসলি, গেরসন, পেদ্রোসান্তোস: নেইমারসাও পাওলো: অস্কারআনচেলত্তির অধীনে ব্রাজিল দলের অনুশীলন শুরু হবে ২ জুন থেকে।ব্রাজিল ফুটবল ইতিহাসে আনচেলত্তি গড়ছেন এক নতুন অধ্যায়। ২০২৬ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ এই কোচ হবেন দেশের ইতিহাসে প্রথম পূর্ণকালীন বিদেশি কোচ। এর আগে ব্রাজিল কখনোই কোনো বিদেশিকে স্থায়ীভাবে জাতীয় দলের দায়িত্ব দেয়নি।ভোরের আকাশ//হ.র
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে টানা তৃতীয় এবং মোট তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স।রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত শিরোপা নির্ধারণী ম্যাচে ২০২ রানের লক্ষ্য ১ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি।ম্যাচের শুরুতে প্রথমে ব্যাট করে কোয়েটা গ্লাডিয়েটর্স। হাসান নওয়াজের ঝকঝকে ফিফটিতে দলটি পেরিয়ে যায় দুইশ রানের গণ্ডি। তবে বড় লক্ষ্য নিয়েও জয় ধরা দেয়নি। লাহোরের হয়ে শুরুতে ফখর জামান দ্রুত বিদায় নিলেও পরবর্তী ব্যাটাররা দেখিয়েছেন দুর্দান্ত ধারাবাহিকতা।মোহাম্মদ নাঈম ও আব্দুল্লাহ শফিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের পথে এগোচ্ছিল লাহোর। নাঈম করেন ২৭ বলে ৪৬ রান, আর শফিক করেন ২৮ বলে ৪১ রান। তবে মাঝের ওভারে দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় লাহোর। ম্যাচ প্রায় হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছিল।তবে হাল ছাড়েননি কুশল পেরেরা ও সিকান্দার রাজা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে দুই ব্যাটারের জ্বলে ওঠা বদলে দেয় চিত্র। ১৭তম ওভারের শেষ দুই বলে দুইটি বাউন্ডারি হাঁকিয়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন রাজা। অন্যদিকে পেরেরা করেন ঝড়ো হাফ-সেঞ্চুরি, শেষের আগের ওভারে একাই তুলে নেন ১৮ রান।শেষ ওভারে লাহোরের প্রয়োজন ছিল ১৩ রান। স্ট্রাইকে থাকা সিকান্দার রাজা প্রথমে ১ রান নেন, এরপর পেরেরা ২ বলে করেন ৩ রান। শেষ তিন বলে ৮ রান দরকার থাকলে রাজা একটি ছক্কা ও একটি চারে ম্যাচ শেষ করে দেন এক বল হাতে রেখে।বোলিংয়ে লাহোরের হয়ে সবচেয়ে সফল ছিলেন শাহিন শাহ আফ্রিদি, যিনি নেন ৩টি উইকেট। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন ৪২ রান খরচায় নেন ১টি উইকেট। সালমান মির্জা ও হারিস রউফ পান ২টি করে উইকেট, আর সিকান্দার রাজা নেন ১টি উইকেট।এই জয়ের মধ্য দিয়ে লাহোর কালান্দার্স টানা তৃতীয়বারের মতো (২০২২, ২০২৩, ২০২৫) পিএসএল ট্রফি নিজেদের ঘরে তোলে। সাকিব আল হাসান, রিশাদ হোসেনসহ দলটির অন্যান্য আন্তর্জাতিক তারকাদের পারফরম্যান্সও ছিল নজরকাড়া।ভোরের আকাশ//হ.র
পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে ১৮ বছর পর চ্যাম্পিয়ন হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল।এস্টাডিও হোসে আলভালাডে অসাধারণ ডিফেন্স রক্ষা করে ম্যাচের ৭৫তম মিনিটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শক্তিশালী বার্সেলোনার জালে একমাত্র গোলটি জড়িয়ে দেন স্টিনা ব্ল্যাকস্টেনিয়াস। দ্বিথীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে মাঠে নামা বেথ মিডের দুর্দান্ত পাসে বার্সার জালে বল জড়াতে সক্ষম হন স্টিনা।১৮ বছর আগে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছিলো আর্সেনাল। প্রায় দেড়যুগ পর আবারও শিরোপা উঠলো লাল-সাদাদের ট্রফি ক্যাবিনেটে। তবে মজার বিষয় হলো, আর্সেনালই একমাত্র ইংলিশ ক্লাব, যারা নারী উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।রেফারি শেষ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই উৎসবে মেতে ওফে আর্সেনালের ফুটবলাররা। একে অপরকে জড়িয়ে ধরে তারা এবং স্ট্যান্ডের কর্নারের সামনে উদযাপন করতে দৌড়ে যায়। সেখানে কয়েক হাজার সমর্থক অবিশ্বাস্য এই জয়ে আনন্দ করছিল।জয়ের পর আর্সেনাল অধিনায়ক কিম লিটল বলেন, ‘ম্যাচের আগে আমাদের পরিকল্পনা ছিল, বার্সেলোনাকে হারাতে হলে আমাদের আরও নিখুঁত হতে হবে। আজ আমাদের খেলোয়াড় যারা মাঠে নেমেছিল তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়েছে।’পোডিয়ামে কিম লিটল এবং লিয়া উইলিয়ামসন ট্রফি তুলে ধরেন। এ সময় পোডিয়ামের পেছন থেকে কনফেত্তির ঝড় বইতে শুরু করে। এ সময় দারুণ এক দৃশ্য দেখা যায়। গত মৌসুম পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলা আর্সেনালের ফরোয়ার্ড মারিওনা ক্যালডেন্টি বার্সা তারকা আইতানা বনমাতিকে সান্ত্বনা দিচ্ছেন। ১৮ বছর পর আর্সেনালের প্রথম শিরোপা হলেও ক্যালডেন্টির এটা ছিল চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।এবারের চ্যাম্পিয়ন্স লিগেও দারুণ ফেবারিট ছিলো বার্সেলোনা। গত ৪ মৌসুমে তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার নিয়ে ৫ মৌসুমে ছিল ৪র্থ শিরোপার দ্বারপ্রান্তে। কিন্তু আর্সেনালের কাছে হেরে সেই শিরোপা জয় সম্ভব হলো না।ভোরের আকাশ/জাআ