পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ০৮:৫৯ পিএম
ছবি: ভোরের আকাশ
বরগুনার পাথরঘাটায় ৩৬ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, সনদ ও সম্মাননা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (DSHE) আওতায় এসইডিপি (পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন) প্রকল্পের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টায় পাথরঘাটা উপজেলা পরিষদের মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
২০২২-২০২৩ সালে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২০ জন এবং এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণ ১৬ জনসহ মোট ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন এসইডিপি প্রকল্পের সহকারী পরিচালক ড. নাজমিন আফরোজ। সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মুনিরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পাথরঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী মো. ফারুক, সদস্য সচিব এম কামরুল ইসলাম, জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুজাফর মো. সালেহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শামীম আহসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজমুল হক সেলিম, মডেল প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুসালেহ জসিম, অ্যাডভোকেট নাসিম মাহমুদ জহির ও শিক্ষক মো. আবুল বাশারসহ অনেকে।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আরও ভালো করতে উৎসাহিত করবে। ভবিষ্যতে তারা দেশের সম্পদ হয়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদ ও সম্মাননা স্মারক তুলে দেন।
ভোরের আকাশ/জাআ