শেষ ম্যাচ হেরে শ্রীলঙ্কার কাছে সিরিজ খোয়ালো বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৯৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা আনে টাইগাররা, তবে শেষ ম্যাচে আর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।
পাল্লেকেলেতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে দলটি। ইনিংসের প্রধান স্থপতি ছিলেন কুশল মেন্ডিস, যিনি করেন ১২৪ রান।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে ৩৯ ওভার ৪ বলে ১৮৬ রানেই গুটিয়ে যায় পুরো দল। এতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।
ভোরের আকাশ/হ.র
সংশ্লিষ্ট
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে শুরু হয়েছে এএফসি 'বি' কোচিং লাইসেন্স কোর্স। সোমবার (৭ জুলাই) থেকে শুরু হওয়া এ কোর্সে অংশ নিতে ভুটান থেকে দেশে ফিরেছেন জাতীয় নারী ফুটবল দলের সিনিয়র খেলোয়াড় সানজিদা আক্তার।এই কোর্সে আরও রয়েছেন জাতীয় দলের আরেক সদস্য, এশিয়া কাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিউলি আজিম। এবার মোট ২৪ জন অংশগ্রহণকারী মধ্যে পাঁচজন নারী ফুটবলার অংশ নিচ্ছেন।সানজিদা বাংলাদেশের নারী ফুটবলের অগ্রগতির অন্যতম সাক্ষী। ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে দলের অপরাজিত শিরোপাজয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। এরপর ২০২২ এবং ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি।তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সময় দলে জায়গা না পাওয়ার কারণে সাম্প্রতিক আন্তর্জাতিক সফরগুলো থেকে সানজিদা বাদ পড়েছেন। এরপর ভুটানের থিম্পু সিটি ক্লাবের সঙ্গে চুক্তি করে সেখানে খেলছেন তিনি। এশিয়া কাপ শেষ করে দেশে ফিরে সোজা ক্লাবের সঙ্গে যোগ দিতে ঋতুপর্ণা ও মনিকা চাকমার সঙ্গে রওনা হয়েছিলেন পারোর উদ্দেশে। কোচিং কোর্সে অংশ নিতে এবার সেই ক্লাব থেকেই ছুটি নিয়ে এসেছেন ঢাকায়।সানজিদা দীর্ঘ সময় জাতীয় দলের ক্যাম্প ও ম্যাচের প্রস্তুতিতে কাটিয়েছেন বাফুফে ভবনে। তবে দলে না থাকায় গত কয়েক মাসে বাফুফেতে দেখা যায়নি তাকে। কোচিং কোর্সটি হচ্ছে বাফুফে ভবনের তৃতীয় তলায়। তাই তিনি থাকছেন ভবনের চতুর্থ তলার ক্যাম্প কক্ষে।‘বি’ লাইসেন্স কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। তবে নারী ফুটবলারদের অংশগ্রহণ বাড়াতে তাদের জন্য অর্ধেক ফি, অর্থাৎ ২৫ হাজার টাকা রাখা হয়েছে। এই কোর্সটি দুই ধাপে আয়োজন করা হচ্ছে। প্রথম ধাপ চলবে ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত, আর দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৭ আগস্টে।কোর্স পরিচালনার দায়িত্বে রয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। দেশে এখনো কোনো নারী কোচ এ লাইসেন্স পাননি। বি লাইসেন্সধারী নারী কোচের সংখ্যাও ১০ জনের কম।সানজিদার এই উদ্যোগ নারী ফুটবলারদের মধ্যে কোচিংয়ে আগ্রহ বাড়াতে নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। ভোরের আকাশ/হ.র
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ণায়ক ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৯৯ রানের বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা আনে টাইগাররা, তবে শেষ ম্যাচে আর প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি।পাল্লেকেলেতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান তোলে দলটি। ইনিংসের প্রধান স্থপতি ছিলেন কুশল মেন্ডিস, যিনি করেন ১২৪ রান।জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে ৩৯ ওভার ৪ বলে ১৮৬ রানেই গুটিয়ে যায় পুরো দল। এতে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নেয় শ্রীলঙ্কা।ভোরের আকাশ/হ.র
বাংলাদেশ নারী ফুটবল ছুঁয়েছে নতুন এক মাইলফলক। প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল-সবুজের মেয়েরা। গৌরবময় এই অর্জন উদ্যাপন করতে নারী দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।রোববার (৬ জুলাই) দিবাগত রাত তিনটার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়।সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।এর আগে, রাত পৌনে ২টার দিকে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল।এতো রাতে সংবর্ধনা আয়োজনের কারণ হিসেবে জানা গেছে, সোমবার (৭ জুলাই) সকালে ভুটানের লিগ খেলতে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা। সপ্তাহ খানেক পর গোলকিপার রুপনা চাকমা, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়রের যাওয়ার কথা রয়েছে।তাই অনেকটা তড়িঘড়ি করে রাতেই সংবর্ধনার আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশ নারী ফুটবল দল শক্ত গ্রুপেই পড়েছিল। তিন দলের মধ্যে দুটিই ছিল বাঘিনীদের (ফিফা র্যাঙ্কিং ১২৮) চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে— বাহরাইনের ৯২ আর মিয়ানমারের ৫৫।আফঈদা খন্দকারদের চেয়ে একমাত্র তুর্কমেনিস্তানই র্যাঙ্কিংয়ে (১৪১) পিছিয়ে ছিল। তাদের শনিবার (৫ জুলাই) ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে, হারিয়েছিল অন্য দুই গ্রুপসঙ্গীকেও— বাহরাইনকে ৭-০ গোলে ও মিয়ানমারকে ২-১ গোলে।‘সি’ গ্রুপের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছিল মিয়ানমারের মাটিতে। ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে বাংলাদেশ জয় তুলে নেয়, পায় এএফসি এশিয়ান কাপের মূল পর্বের টিকিট। এবারই প্রথম ওই প্রতিযোগিতার টিকিট পেল তারা। অথচ বাছাইয়ের আগের আসরগুলোতে বাংলাদেশ একটি ম্যাচও জেতেনি।২০২৬ সালের মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে অনুষ্ঠিত হবে এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসর। যার মধ্যে এখন পর্যন্ত ১১ দল তাদের টিকিট নিশ্চিত করেছে। দলগুলো হলো- স্বাগতিক অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, জাপান, বাংলাদেশ, ফিলিপাইনস, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ‘এ’ গ্রুপের বাছাইপর্ব এখনও শুরু হয়নি।ভোরের আকাশ/আজাসা
অর্থনৈতিক অনিয়মের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ইউরোপের দুই বড় ক্লাব—স্পেনের বার্সেলোনা ও ইংল্যান্ডের চেলসি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ‘ফাইনান্সিয়াল মনিটরিং’ নীতিমালা লঙ্ঘনের দায়ে বার্সাকে ১৫ মিলিয়ন ইউরো (প্রায় ২.১৭ বিলিয়ন টাকা) এবং চেলসিকে ৩১ মিলিয়ন ইউরো (প্রায় ৪.৪৮ বিলিয়ন টাকা) জরিমানা করেছে।তবে এখানেই শেষ নয়। আগামী দুই বছরে আর্থিক নিয়মনীতি পূরণে ব্যর্থ হলে বার্সেলোনাকে আরও ৪৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। অন্যদিকে, চেলসিকে চার বছরের সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়েছে, নির্ধারিত অর্থনৈতিক মান অর্জন করতে না পারলে তাদের ওপরও ৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত অতিরিক্ত জরিমানার ঝুঁকি রয়েছে।২০২৪ সালের মধ্যে উয়েফার নির্ধারিত ফাইনান্সিয়াল ফেয়ার প্লে মান পূরণে ব্যর্থ হওয়ায় এই দুই ক্লাবের ওপর ইতোমধ্যেই ১০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছিল সংস্থাটি। এতে দলবদলের বাজারে নতুন খেলোয়াড় কেনায় চেলসি ও বার্সার মতো ক্লাবগুলোর জন্য কঠোর বিধিনিষেধ আরোপিত হতে পারে।দুই ক্লাবই আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে। সেখানে ভালো পারফরম্যান্স করে অন্তত ১০ মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে উয়েফা।এছাড়া, আরেক প্রতিবেদনে জানা যায়, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকেও গত মৌসুমে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে ১১ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে যাচ্ছে।এদিকে, আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ–কেও ১২.৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে উয়েফা। উল্লেখ্য, আর্থিক দুরবস্থার কারণেই ক্লাবটি সম্প্রতি লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছে।বিশেষ করে চেলসি সাম্প্রতিক বছরগুলোতে দলবদলে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করেছে। তবে বিশাল স্কোয়াড তৈরি ও খেলোয়াড়দের উচ্চ পারিশ্রমিক পরিশোধ করতে গিয়ে রাজস্বে ঘাটতি দেখা দিয়েছে। তাই ২০ মিলিয়ন এবং ১১ মিলিয়ন ইউরোর দুটি পৃথক জরিমানা গুনতে হচ্ছে ক্লাবটিকে।এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, উয়েফার সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে তারা ইতিবাচক চুক্তির পথে হাঁটছে এবং তাদের সামগ্রিক আর্থিক কর্মক্ষমতা সঠিক গতিপথেই রয়েছে।উয়েফার এই শাস্তিমূলক পদক্ষেপ ইউরোপীয় ফুটবলে অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।ভোরের আকাশ//হ.র