স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০১:৫৫ এএম
বার্সাকে ২.১৭ বিলিয়ন, চেলসিকে ৪.৪৮ বিলিয়ন টাকা জরিমানা
অর্থনৈতিক অনিয়মের কারণে বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছে ইউরোপের দুই বড় ক্লাব—স্পেনের বার্সেলোনা ও ইংল্যান্ডের চেলসি। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ‘ফাইনান্সিয়াল মনিটরিং’ নীতিমালা লঙ্ঘনের দায়ে বার্সাকে ১৫ মিলিয়ন ইউরো (প্রায় ২.১৭ বিলিয়ন টাকা) এবং চেলসিকে ৩১ মিলিয়ন ইউরো (প্রায় ৪.৪৮ বিলিয়ন টাকা) জরিমানা করেছে।
তবে এখানেই শেষ নয়। আগামী দুই বছরে আর্থিক নিয়মনীতি পূরণে ব্যর্থ হলে বার্সেলোনাকে আরও ৪৫ মিলিয়ন ইউরো অতিরিক্ত জরিমানা গুনতে হতে পারে। অন্যদিকে, চেলসিকে চার বছরের সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়েছে, নির্ধারিত অর্থনৈতিক মান অর্জন করতে না পারলে তাদের ওপরও ৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত অতিরিক্ত জরিমানার ঝুঁকি রয়েছে।
২০২৪ সালের মধ্যে উয়েফার নির্ধারিত ফাইনান্সিয়াল ফেয়ার প্লে মান পূরণে ব্যর্থ হওয়ায় এই দুই ক্লাবের ওপর ইতোমধ্যেই ১০ মিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছিল সংস্থাটি। এতে দলবদলের বাজারে নতুন খেলোয়াড় কেনায় চেলসি ও বার্সার মতো ক্লাবগুলোর জন্য কঠোর বিধিনিষেধ আরোপিত হতে পারে।
দুই ক্লাবই আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিচ্ছে। সেখানে ভালো পারফরম্যান্স করে অন্তত ১০ মিলিয়ন ইউরো আয়ের লক্ষ্য নির্ধারণ করেছে উয়েফা।
এছাড়া, আরেক প্রতিবেদনে জানা যায়, ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকেও গত মৌসুমে অতিরিক্ত অর্থ ব্যয়ের কারণে ১১ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। তারা এবার চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতে যাচ্ছে।
এদিকে, আর্থিক শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁ–কেও ১২.৫ মিলিয়ন ইউরো জরিমানা করেছে উয়েফা। উল্লেখ্য, আর্থিক দুরবস্থার কারণেই ক্লাবটি সম্প্রতি লিগ ওয়ান থেকে অবনমিত হয়েছে।
বিশেষ করে চেলসি সাম্প্রতিক বছরগুলোতে দলবদলে রেকর্ড পরিমাণ অর্থ খরচ করেছে। তবে বিশাল স্কোয়াড তৈরি ও খেলোয়াড়দের উচ্চ পারিশ্রমিক পরিশোধ করতে গিয়ে রাজস্বে ঘাটতি দেখা দিয়েছে। তাই ২০ মিলিয়ন এবং ১১ মিলিয়ন ইউরোর দুটি পৃথক জরিমানা গুনতে হচ্ছে ক্লাবটিকে।
এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, উয়েফার সঙ্গে সমন্বয় করে সমস্যা সমাধানে তারা ইতিবাচক চুক্তির পথে হাঁটছে এবং তাদের সামগ্রিক আর্থিক কর্মক্ষমতা সঠিক গতিপথেই রয়েছে।
উয়েফার এই শাস্তিমূলক পদক্ষেপ ইউরোপীয় ফুটবলে অর্থনৈতিক শৃঙ্খলা রক্ষায় এক গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভোরের আকাশ//হ.র