আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১২:২১ এএম
চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, ২৮ জন নিখোঁজ
হিমালয়ের এক উপত্যকায় ভারী বর্ষণের কারণে চীন ও নেপালের সীমানায় হঠাৎ বন্যা সৃষ্টি হয়েছে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং অন্তত ২৮ জনের সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
প্রবল পানিস্রোতের কারণে নেপাল ও চীনকে সংযোগকারী একটি প্রধান সেতু ভেঙে পড়ে। এই সেতুটি ভোটেকোশি নদীর ওপর নির্মিত ছিল।
দক্ষিণ এশিয়ায় বর্ষাকাল অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে বন্যা ও ভূমিধসের ঘটনা সাধারণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এসব প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে এবং ঘন ঘন ঘটছে।
নেপালের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, এক জনের মৃত্যু হয়েছে এবং ১৭ জন নিখোঁজ রয়েছেন।
বন্যায় জীবনের জন্য লড়াই করা এক তরুণী তার পরিবারের কাছে শেষবারের মতো ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা পাঠিয়েছে।
চীনের দিক থেকে এখনও ১১ জন নিখোঁজ রয়েছে বলে জানানো হয়েছে।
জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা গত বছর সতর্কবার্তা দিয়েছে, ঘন ঘন বন্যা ও খরার ঘটনা ভবিষ্যতে বড় ধরনের সমস্যা হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে, কাঠমান্ডুভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট এ বছরের বর্ষাকালে পাহাড়ি অঞ্চলের মানুষের জন্য বিপদ আরও বাড়তে পারে বলে জুনে সতর্কতা জারি করেছিল।
ভোরের আকাশ/হ.র