স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১২:১১ এএম
কোচিং কোর্সে অংশ নিতে ভুটান থেকে ঢাকায় সানজিদা আক্তার
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদ্যোগে শুরু হয়েছে এএফসি 'বি' কোচিং লাইসেন্স কোর্স। সোমবার (৭ জুলাই) থেকে শুরু হওয়া এ কোর্সে অংশ নিতে ভুটান থেকে দেশে ফিরেছেন জাতীয় নারী ফুটবল দলের সিনিয়র খেলোয়াড় সানজিদা আক্তার।
এই কোর্সে আরও রয়েছেন জাতীয় দলের আরেক সদস্য, এশিয়া কাপ বাছাইপর্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা শিউলি আজিম। এবার মোট ২৪ জন অংশগ্রহণকারী মধ্যে পাঁচজন নারী ফুটবলার অংশ নিচ্ছেন।
সানজিদা বাংলাদেশের নারী ফুটবলের অগ্রগতির অন্যতম সাক্ষী। ২০১৬ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ে দলের অপরাজিত শিরোপাজয়ের অন্যতম সদস্য ছিলেন তিনি। এরপর ২০২২ এবং ২০২৪ সালের সাফ চ্যাম্পিয়নশিপজয়ী দলেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ভারতীয় ক্লাব ইস্ট বেঙ্গলের হয়েও মাঠ মাতিয়েছেন তিনি।
তবে ব্রিটিশ কোচ পিটার বাটলারের সময় দলে জায়গা না পাওয়ার কারণে সাম্প্রতিক আন্তর্জাতিক সফরগুলো থেকে সানজিদা বাদ পড়েছেন। এরপর ভুটানের থিম্পু সিটি ক্লাবের সঙ্গে চুক্তি করে সেখানে খেলছেন তিনি। এশিয়া কাপ শেষ করে দেশে ফিরে সোজা ক্লাবের সঙ্গে যোগ দিতে ঋতুপর্ণা ও মনিকা চাকমার সঙ্গে রওনা হয়েছিলেন পারোর উদ্দেশে। কোচিং কোর্সে অংশ নিতে এবার সেই ক্লাব থেকেই ছুটি নিয়ে এসেছেন ঢাকায়।
সানজিদা দীর্ঘ সময় জাতীয় দলের ক্যাম্প ও ম্যাচের প্রস্তুতিতে কাটিয়েছেন বাফুফে ভবনে। তবে দলে না থাকায় গত কয়েক মাসে বাফুফেতে দেখা যায়নি তাকে। কোচিং কোর্সটি হচ্ছে বাফুফে ভবনের তৃতীয় তলায়। তাই তিনি থাকছেন ভবনের চতুর্থ তলার ক্যাম্প কক্ষে।
‘বি’ লাইসেন্স কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। তবে নারী ফুটবলারদের অংশগ্রহণ বাড়াতে তাদের জন্য অর্ধেক ফি, অর্থাৎ ২৫ হাজার টাকা রাখা হয়েছে। এই কোর্সটি দুই ধাপে আয়োজন করা হচ্ছে। প্রথম ধাপ চলবে ৭ থেকে ১৭ জুলাই পর্যন্ত, আর দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে ১৯ থেকে ২৭ আগস্টে।
কোর্স পরিচালনার দায়িত্বে রয়েছেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু। দেশে এখনো কোনো নারী কোচ এ লাইসেন্স পাননি। বি লাইসেন্সধারী নারী কোচের সংখ্যাও ১০ জনের কম।
সানজিদার এই উদ্যোগ নারী ফুটবলারদের মধ্যে কোচিংয়ে আগ্রহ বাড়াতে নতুন অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
ভোরের আকাশ/হ.র