বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১২:০৫ এএম
২৫ লাখ টাকায় ‘অন্ধকার জগত’ থেকে মুক্তি পান অর্চিতা
আসাম রাজ্যের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অর্চিতা ফুকান, যিনি ‘বেবিডল আর্চি’ নামেও পরিচিত, সম্প্রতি বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। মার্কিন পর্ন তারকা কেন্দ্রা লাস্টের সঙ্গে একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর তাকে ঘিরে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।
প্রায় ৮ লাখ ফলোয়ারসংখ্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অর্চিতা যে ধরনের কনটেন্ট শেয়ার করেন, তা মূলত ‘নট সেফ ফর ওয়ার্ক’ (NSFW) হিসেবে বিবেচিত। তবে বিতর্ক ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি নিজ জীবনের একটি কঠিন অধ্যায় নিয়ে মুখ খুলেছেন।
২০২৩ সালের একটি পোস্টে তিনি দাবি করেন, ভারতে তাকে ছয় বছর ধরে যৌন ব্যবসায় জোরপূর্বক আটকে রাখা হয়েছিল এবং প্রায় ২৫ লাখ টাকা দিয়ে সেখান থেকে মুক্তি পেয়েছেন। তবে তিনি কারা তাকে বন্দি করে রেখেছিল বা কাকে টাকা দিয়েছেন—সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেননি।
অর্চিতা জানান, তিনি নয়াদিল্লির জিবি রোডে দীর্ঘদিন আটক ছিলেন। মুক্তির পর নিজের অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও আটজন নারীকে সেখান থেকে উদ্ধারেও সহায়তা করেন বলে জানান।
তিনি বলেন, “আজ আমি যখন পিছনে তাকাই, তখন নিজেকে নতুন করে আবিষ্কার করি। আমি এখন প্রমাণ করতে পারি—আশা, সহনশীলতা ও মানবিক আত্মার শক্তি অন্ধকারতম সময়ও জয় করতে পারে।”
অর্চিতা সম্প্রতি কেন্দ্রা লাস্টের সঙ্গে যৌথ কোনো কনটেন্ট তৈরির ইঙ্গিত দিয়েছিলেন। যদিও এ নিয়ে নিশ্চিত কোনো ঘোষণা আসেনি। তবে তার ইনস্টাগ্রাম পোস্ট এবং জুটি ট্যাগ করাকে ঘিরেই শুরু হয় জল্পনা-কল্পনা।
নিজের জীবনের করুণ বাস্তবতা থেকে বেরিয়ে এখন তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন এবং empowerment-এর বার্তা ছড়িয়ে দিচ্ছেন বলেই মনে করছেন তার অনুসারীরা।
ভোরের আকাশ/হ.র