নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ০৬:২৮ এএম
সকালের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এমন প্রেক্ষাপটে আগামীকাল বুধবার (৯ জুলাই) সকাল নাগাদ দেশের সাতটি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার রাতে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে একটি লঘুচাপ বিরাজ করছে। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার হয়ে ওই লঘুচাপ অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত, যার একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। ফলে বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে।
এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও বজ্রসহ ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে, বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। তবে দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই।
বৃষ্টিপাতের দিক দিয়ে আজ ফেনীতে সর্বোচ্চ ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া পটুয়াখালীতে ২৪৮ মিলিমিটার, নোয়াখালীতে ১৮৯ মিলিমিটার এবং সন্দ্বীপে ১৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভোরের আকাশ/হ.র