আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৫ ১২:১৯ এএম
বিশ্বের শীর্ষ ১০ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন বিল গেটস
বিশ্ববিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস আর বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকায় নেই। সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স-এর হালনাগাদ তথ্যে এ তথ্য উঠে এসেছে।
ব্লুমবার্গ জানিয়েছে, বিল গেটসের মোট সম্পদ ১৭ হাজার ৫০০ কোটি ডলার থেকে কমে এখন ১২ হাজার ৪০০ কোটি ডলারে নেমে এসেছে। অর্থাৎ তার সম্পদ কমেছে প্রায় ৫ হাজার ১০০ কোটি ডলার।
বর্তমানে তিনি বিশ্ব ধনীদের মধ্যে ১২তম স্থানে অবস্থান করছেন।
ব্লুমবার্গ প্রকাশিত হালনাগাদ তালিকায় শীর্ষ ১২ ধনীর অবস্থান হলো:
১. ইলন মাস্ক – ৩৬,১০০ কোটি ডলার
২. মার্ক জুকারবার্গ – ২৫,৪০০ কোটি ডলার
৩. ল্যারি এলিসন – ২৫,৩০০ কোটি ডলার
৪. জেফ বেজোস – ২৪,৪০০ কোটি ডলার
৫. স্টিভ বালমার – ১৭,২০০ কোটি ডলার
৬. ল্যারি পেইজ – ১৬,৩০০ কোটি ডলার
৭. বেরনার্ড আর্নল্ট – ১৬,১০০ কোটি ডলার
৮. সের্গেই ব্রিন – ১৫,৪০০ কোটি ডলার
৯. ওয়ারেন বাফেট – ১৪,৬০০ কোটি ডলার
১০. জেনসেন হুয়াং – ১৩,৯০০ কোটি ডলার
১১. মাইকেল ডেল – ১৩,৮০০ কোটি ডলার
১২. বিল গেটস – ১২,৪০০ কোটি ডলার
বিশ্লেষকরা বলছেন, বিল গেটসের সম্পদ হ্রাসের পেছনে প্রধান ভূমিকা রেখেছে তার ধারাবাহিক দান ও সমাজসেবামূলক কাজ।
তিনি দীর্ঘদিন ধরেই গেটস-মেলিন্ডা ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে আসছেন। বিশেষ করে কোভিড-১৯ ভ্যাকসিন গবেষণায় তার অনুদান ছিল উল্লেখযোগ্য।
মজার ব্যাপার হলো, বিল গেটসের এক সময়কার অধঃস্তন স্টিভ বালমার এখন তার চেয়ে এগিয়ে। মাইক্রোসফটের সাবেক এই সিইও প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়েও এখনো কোম্পানির প্রায় ৪ শতাংশ শেয়ারের মালিক। অপরদিকে গেটসের মালিকানার পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম।
স্টিভ বালমার ছাড়াও, বিল গেটসকে পেছনে ফেলেছেন অনেক তরুণ টেক উদ্যোক্তা, যেমন: মার্ক জুকারবার্গ, সের্গেই ব্রিন ও ল্যারি পেইজ। এদের বেশিরভাগই এখনো নিজ নিজ প্রতিষ্ঠানে সক্রিয়ভাবে যুক্ত।
ভোরের আকাশ/হ.র