পিএসএলে ফিরে যা বললেন সাকিব
প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর এবার পিএসএল দিয়ে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি। আগামীকালের ‘ডু অর ডাই’ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন আফ্রিদির দল আর সেখানেই দেখা যেতে পারে সাকিবকে।
শনিবার (১৭ মে) দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে জানায় তার প্রত্যাশার কথা।
ভিডিও বার্তায় সাকিব বলেন, পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত। আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।
দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে চোটে আক্রান্ত ড্যারিল মিচেলের পরিবর্তে। তবে শুধু মিচেলই নন, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই লাহোর স্কোয়াডে। রাজনৈতিক কারণে টুর্নামেন্টে বিরতির পর দলে ফেরেননি ডেভিড ভিসা এবং স্যাম বিলিংস। বাংলাদেশি তরুণ রিশাদ হোসেনও অনুপস্থিত। সব মিলিয়ে দলে এসেছে বড় পরিবর্তন। এই অনুপস্থিতির সুযোগেই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব।
সাকিব এর আগে পিএসএলে খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। তবে লাহোর কালান্দার্সের হয়ে এটি তার প্রথম অধ্যায় আর তা শুরু হচ্ছে টিকে থাকার ম্যাচ দিয়ে। সাকিবের অভিজ্ঞতা এই ম্যাচে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়।
ভোরের আকাশ/এসআই
সংশ্লিষ্ট
প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকার পর এবার পিএসএল দিয়ে ফিরলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে মাঠে নামবেন তিনি। আগামীকালের ‘ডু অর ডাই’ ম্যাচে পেশোয়ার জালমির মুখোমুখি হবে শাহিন আফ্রিদির দল আর সেখানেই দেখা যেতে পারে সাকিবকে।শনিবার (১৭ মে) দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব। লাহোর কালান্দার্স তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের একটি ভিডিও প্রকাশ করে জানায় তার প্রত্যাশার কথা।ভিডিও বার্তায় সাকিব বলেন, পিএসএলে আবার ফিরতে পেরে দারুণ রোমাঞ্চিত। আশা করছি আগামীকাল দারুণ একটি ম্যাচ হবে। ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ, সেটা মাথায় রেখেই প্রস্তুতি নিচ্ছি।দলের এই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবকে অন্তর্ভুক্ত করা হয়েছে চোটে আক্রান্ত ড্যারিল মিচেলের পরিবর্তে। তবে শুধু মিচেলই নন, আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় নেই লাহোর স্কোয়াডে। রাজনৈতিক কারণে টুর্নামেন্টে বিরতির পর দলে ফেরেননি ডেভিড ভিসা এবং স্যাম বিলিংস। বাংলাদেশি তরুণ রিশাদ হোসেনও অনুপস্থিত। সব মিলিয়ে দলে এসেছে বড় পরিবর্তন। এই অনুপস্থিতির সুযোগেই দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন সাকিব।সাকিব এর আগে পিএসএলে খেলেছেন পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে। তবে লাহোর কালান্দার্সের হয়ে এটি তার প্রথম অধ্যায় আর তা শুরু হচ্ছে টিকে থাকার ম্যাচ দিয়ে। সাকিবের অভিজ্ঞতা এই ম্যাচে কতটা কাজে আসে, সেটিই এখন দেখার বিষয়। ভোরের আকাশ/এসআই
আর্থিক দুর্নীতিসহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে গত মাসে বিসিবিতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেই ধারাবাহিকতায় আজ আবারও তদন্তের জন্য বিসিবিতে এসেছে দুদক।শনিবার (১৭ মে) দুপুর ১টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রবেশ করে দুদক। এবার চার সদস্যের একটি দল বিসিবিতে অভিযান চালিয়েছে। যদিও আজকের অভিযান সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।এর আগে ১৫ এপ্রিল অভিযানের পর দুদকের কর্মকর্তারা বলেছিলেন, মুজিব বর্ষ উপলক্ষে বরাদ্দ ছিল ১৫ কোটি টাকা। কিন্তু খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা। এর মধ্যে এখন পর্যন্ত বিসিবি মাত্র ৭ কোটি টাকার কাগজপত্র দেখাতে পেরেছে। ২ কোটি টাকার খরচ শুধু কথায় বলা হয়েছে। ফলে প্রাথমিকভাবে ১৯-২০ কোটি টাকার গরমিল পাওয়া গেছে।ভোরের আকাশ/এসএইচ
ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) শুক্রবার রাতের উত্তেজনাপূর্ণ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয় পেয়েছে চেলসি।স্ট্যামফোর্ড ব্রিজে সফরকারী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রথমার্ধে গোল না পাওয়ায় ষষ্ঠ স্থানে নেমে যাওয়ার শঙ্কায় পড়ে চেলসি। তবে ম্যাচের ৭১তম মিনিটে মার্ক কুকুরেয়ার হেডে বল জালে জড়ালে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের। এই জয়ে চ্যাম্পিয়নস লিগের পরবর্তী মৌসুমের টিকিট প্রায় নিশ্চিত করে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ব্লুজরা।চেলসির সামনে এখন সহজ সমীকরণ, লিগের শেষ ম্যাচে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে জয় পেলেই চ্যাম্পিয়নস লিগের টিকিট নিশ্চিত। তবে ফরেস্টের সামনেও আছে ইউরোপের সেরাদের মঞ্চে খেলার সুযোগ।ম্যাচ শেষে চেলসি খেলোয়াড় কুকুরেয়া বলেন, ‘ধাপে ধাপে আমরা দারুণ কিছু গড়ে তুলছি। এখন মাত্র দুটি ম্যাচ বাকি, আমরা একসঙ্গে অসাধারণ কিছু করতে পারি। সবচেয়ে বড় কথা, এখন সবকিছু আমাদের হাতেই।’ভোরের আকাশ/আজাসা
আর মাত্র এক জয়! ফাইনালে বাংলাদেশ, নেপালকে হারিয়ে শিরোপার দোরগোড়ায় ছোটনের শিষ্যরা সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। শুক্রবার আয়োজিত সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বী নেপালকে ২-১ ব্যবধানে ধসিয়ে ফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানী ছোটনের তরুণ শিষ্যরা। এর মধ্য দিয়ে শিরোপার লড়াই থেকে এক কদম দূরে পৌঁছেছে বাংলাদেশের যুবারা। গত আসরে অনূর্ধ্ব-২০ দলের এই প্রতিযোগিতার ফাইনালেও নেপালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস নিয়েই ফাইনালে উঠল তারা।প্রথমার্ধে গোলশূন্য লড়াই, দুই দলই মিস করে একাধিক সুযোগ : খেলার শুরু থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল। তবে সুযোগ তৈরিতে নেপাল খানিকটা এগিয়ে ছিল। ম্যাচের ১৭তম মিনিটে নেপালের বাঁদিক থেকে আসা একটি আক্রমণ রুখে দেন বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন। এরপর ২২তম মিনিটে প্রতিপক্ষের আক্রমণ রুখে দেয় রক্ষণভাগ। ২৩তম মিনিটে বাংলাদেশ প্রথম বড় সুযোগ পায়। ফয়সালের থ্রু পাস ধরে রিফাত বাঁ পায়ে শট নিলে কর্নারের বিনিময়ে রক্ষা পায় নেপাল। ৩০ মিনিটে নেপালের একটি প্রচেষ্টা গোলপোস্টে লেগে ফিরে আসায় রক্ষা পায় বাংলাদেশ। চার মিনিট পর মুর্শেদের ফ্রি-কিক পোস্ট ঘেঁষে বাইরে যায়। ৩৬তম মিনিটে ডানদিক দিয়ে ফয়সালের নেওয়া শট ফিস্ট করে ফেরান নেপাল গোলকিপার ভাক্ত বাহাদুর। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।দ্বিতীয়ার্ধে ফিরে আসে গোল, নেতৃত্ব দেন ফয়সাল-আশিক : দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দুই দল। ৫৫তম মিনিটে কর্নার থেকে বাংলাদেশের এক প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দেন নেপালের মদন পাওডেল। ৬০ মিনিটে গোলরক্ষক মাহিনের গ্লাভস ফসকে বল বেরিয়ে গেলেও বিপদমুক্ত করেন তিনি নিজেই। অবশেষে ৭৩তম মিনিটে কাক্সিক্ষত গোলের দেখা পায় বাংলাদেশ। ফয়সালের নেওয়া কর্নার থেকে দূরের পোস্টে হেডে জাল কাঁপান আশিকুর রহমান। সাত মিনিট পর ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ডানদিক দিয়ে দুর্দান্ত এক আক্রমণ গড়েন মানিক। তিনি নিজে শট না নিয়ে বক্সে থাকা অধিনায়ক ফয়সালকে নিখুঁত পাস দিলে ফয়সাল মাটি ছোঁয়া শটে বল পাঠান জালে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।শেষদিকে নেপালের প্রত্যাবর্তন চেষ্টা, কিন্তু রক্ষা পায় বাংলাদেশ : ৮৬তম মিনিটে ব্যবধান কমিয়ে আনে নেপাল। বক্সের মধ্যে ফাঁকায় থাকা সুজান দাঙ্গল জোরালো শটে পরাস্ত করেন মাহিনকে। ফলে শেষ মুহূর্তে উত্তেজনায় ফেরে ম্যাচে। যোগ করা সময়ে ফয়সাল নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন। কিন্তু দুই ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যে শট নিতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ২-১ ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে বাংলাদেশ। ফলে শিরোপার লড়াইয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল তারা। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে, তা নিয়ে চিন্তিত নন জুনিয়ররা। তরুণদের এই দুর্দান্ত পারফরম্যান্স দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মাঝে আশা জাগিয়েছে। এখন শুধু একটিই লক্ষ্য ফাইনালে জিতে শিরোপা উঁচিয়ে ধরা।ভোরের আকাশ/এসএইচ