স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৫ ০১:০৭ এএম
আরসিবির বিজয় উদযাপনে পদপিষ্টের জেরে কর্নাটক ক্রিকেট বোর্ডের কর্মকর্তার পদত্যাগ
আইপিএল জয়ের আনন্দ বিষাদে রূপ নেওয়ার মর্মান্তিক ঘটনার পর পদত্যাগ করলেন কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের (KSCA) দুই শীর্ষ কর্মকর্তা।
আরসিবির ট্রফি উদযাপনের সময় বেঙ্গালুরুতে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনায় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেছেন KSCA-এর সচিব এ শঙ্কর ও কোষাধ্যক্ষ ই এস জয়রাম।
শনিবার (৮ জুন) এক আনুষ্ঠানিক প্রেস বিবৃতিতে তারা পদত্যাগের ঘোষণা দেন। বিবৃতিতে জানানো হয়, “গত কয়েক দিনে বেশ কিছু অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে গেছে। যদিও আমাদের ভূমিকা সীমিত ছিল, তবুও নৈতিক দায়িত্ববোধ থেকে কর্নাটক রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব ও কোষাধ্যক্ষ হিসেবে আমরা পদত্যাগপত্র জমা দিয়েছি। ৬ জুন রাতেই সভাপতির কাছে এই পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।”
১৭ বছরের অপেক্ষা শেষে আইপিএল ট্রফি ঘরে তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। সেই উপলক্ষে আয়োজিত হয় বিজয় মিছিল। তবে উদযাপন পরিণত হয় বিভীষিকায়। গত বুধবার (৪ জুন) শহরের কেন্দ্রস্থলে ওপেন-টপ বাস প্যারেডে মানুষের ভিড়ে ঘটে পদপিষ্ট হওয়ার ঘটনা। এতে মারা যান ১১ জন সাধারণ মানুষ, আহত হন অন্তত ৫০ জন।
ইতোমধ্যে বেঙ্গালুরু পুলিশ আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোশালে এবং আরও তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনায় তদন্ত চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রফি উদযাপন ফ্র্যাঞ্চাইজির নিজস্ব আয়োজন হওয়ায় এর দায়ভার মূলত আরসিবি টিম ম্যানেজমেন্টের ওপরই বর্তায়। অতীতে কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোও ট্রফি জয়ের পর সাফল্য মিছিল করেছে। তবে তাদের আয়োজনে ছিল পরিকল্পনা ও নিরাপত্তার যথাযথ ব্যবস্থা।
এই ঘটনার পর জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারা প্রকৃত দায়ী—তা নিয়ে এখন চলছে কাটাছেঁড়া।
ভোরের আকাশ।।হ.র