নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৫ ০১:১৮ এএম
পাকিস্তান ও আমিরাত সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা বিসিবির
ভারত-পাকিস্তানের চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সফর নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে সংযুক্ত আরব আমিরাত সফর ঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (১০ মে) বিসিবির সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে বোর্ড পরিচালকদের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তাই বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রেখে সফর সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, যাতে বাংলাদেশ ক্রিকেট ও দলের সর্বোচ্চ স্বার্থ রক্ষা পায়।”
তবে এর মধ্যেই নিশ্চিত করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে। এই সিরিজের প্রথম ম্যাচ হবে ১৭ মে এবং দ্বিতীয়টি ১৯ মে, উভয় ম্যাচের ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম।
এদিকে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভবিষ্যৎ নির্ভর করছে দেশটির নিরাপত্তা পরিস্থিতির ওপর। বিসিবি জানায়, আমিরাত সফর চলাকালীন পাকিস্তানের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।
ভোরের আকাশ//হ.র