স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫ ১০:৩২ পিএম
ছুটি কাটিয়ে ফিরেছেন হামজাদের কোচ ক্যাবরেরা
প্রায় চার সপ্তাহের ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় ফুটবল দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ক্যাবরেরা তার অসুস্থ স্ত্রীকে দেখতে দেশে যান। বুধবার (২১ মে) ভোরে তিনি ঢাকায় এসেছেন।
এর আগে এপ্রিল ক্যাবরেরা ঢাকায় ফিরেছিলেন প্রায় এক মাস ছুটি কাটিয়ে। ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষ করেই তিনি দেশে গিয়েছিলেন। ২২ এপ্রিল সকালে ঢাকায় ফিরে বিকেল ময়মনসিংহে গিয়েছিলেন বসুন্ধরা কিংস ও আবাহনীর মধ্যকার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল দেখতে। তার তিনদিন পর আবার ছুটিতে গিয়েছিলেন তিনি।
বুধবার জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান বলেন, কোচ ভোরে ঢাকায় ফিরেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হওয়ার কথা ২৯ মে। ৩১ মে ভুটান ও সিঙ্গাপরের বিপক্ষে ম্যাচের জন্য ক্যাম্প শুরু করবেন ক্যাবরেরা।
আমের খাঁন বলেন, হামজা ঠিক করে আসবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি কবে আসবেন তা জানতে চাওয়া হয়েছে। দিনক্ষণ জানালে সেভাবে তার টিকিটের ব্যবস্থা করা হবে।
কানাডা প্রবাসী শামিত সোমকে অনুশীলনের প্রথম দিন থেকে পাওয়া যাবে না, সেটা আগেই নিশ্চিত করেছে বাফুফে। কারণ, ১ জুন তার কানাডা লিগের ম্যাচ আছে। ইতালি প্রবাসী ফাহমিদুল প্রথম দিন থেকে অনুশীলন করবেন বলেই বাফুফে থেকে জানানো হয়েছে।
ভোরের আকাশ/এসআই