টেস্টে ছক্কায় বিশ্বরেকর্ড গড়লেন ঋষভ পান্ত
ইংল্যান্ড সফরে অসাধারণ ফর্মে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছেন ফিফটি, পাশাপাশি গড়েছেন নতুন এক রেকর্ড।
লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে ১১২ বলে ৭৪ রান করার সময় বেন স্টোকসের সরাসরি থ্রোতে রান আউট হন পান্ত। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। এই দুই ছক্কায় পান্ত ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন, যেখানে তিনি রয়েছেন রোহিত শর্মার পাশে।
রোহিত শর্মা তার ক্যারিয়ারে ১১৬ ইনিংসে মোট ৮৮ ছক্কা মারেন, আর পান্ত মাত্র ৮০ ইনিংসে তা স্পর্শ করেছেন। তালিকায় শীর্ষে আছেন বীরেন্দর শেবাগ, যিনি ১৮০ ইনিংসে ৯১টি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে পান্তের সামনে এখনও অনেক ম্যাচ রয়েছে, তাই এই রেকর্ড ভাঙারও সম্ভাবনা উজ্জ্বল।
বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে পান্তের ছক্কার পরিমাণই নজরকাড়া। মাত্র ১৫ টেস্টেই তিনি ৩৬টি ছক্কা হাঁকিয়েছেন, যা ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রেকর্ড এবং সেখানে তিনি ছাপিয়ে গেছেন লিজেন্ড ভিভ রিচার্ডসকেও।
পান্তের এই ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় পাওয়া হিসেবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়ার সম্ভাবনা উজ্জ্বল।
ভোরের আকাশ//হ.র
সংশ্লিষ্ট
ইংল্যান্ড সফরে অসাধারণ ফর্মে আছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পান্ত। চলমান লর্ডস টেস্টের প্রথম ইনিংসে তিনি করেছেন ফিফটি, পাশাপাশি গড়েছেন নতুন এক রেকর্ড।লর্ডস টেস্টের তৃতীয় দিন শনিবার লাঞ্চের আগে ১১২ বলে ৭৪ রান করার সময় বেন স্টোকসের সরাসরি থ্রোতে রান আউট হন পান্ত। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। এই দুই ছক্কায় পান্ত ভারতের হয়ে টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন, যেখানে তিনি রয়েছেন রোহিত শর্মার পাশে।রোহিত শর্মা তার ক্যারিয়ারে ১১৬ ইনিংসে মোট ৮৮ ছক্কা মারেন, আর পান্ত মাত্র ৮০ ইনিংসে তা স্পর্শ করেছেন। তালিকায় শীর্ষে আছেন বীরেন্দর শেবাগ, যিনি ১৮০ ইনিংসে ৯১টি ছক্কা হাঁকিয়েছিলেন। তবে পান্তের সামনে এখনও অনেক ম্যাচ রয়েছে, তাই এই রেকর্ড ভাঙারও সম্ভাবনা উজ্জ্বল।বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে পান্তের ছক্কার পরিমাণই নজরকাড়া। মাত্র ১৫ টেস্টেই তিনি ৩৬টি ছক্কা হাঁকিয়েছেন, যা ইংল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রেকর্ড এবং সেখানে তিনি ছাপিয়ে গেছেন লিজেন্ড ভিভ রিচার্ডসকেও।পান্তের এই ধারাবাহিক পারফরম্যান্স ভারতীয় ক্রিকেট দলের জন্য বড় পাওয়া হিসেবে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে আরও অনেক রেকর্ড গড়ার সম্ভাবনা উজ্জ্বল।ভোরের আকাশ//হ.র
সম্প্রতি গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছিলেন সাকিব আল হাসান। গুঞ্জন শোনা যাচ্ছে, সাকিবকে জাতীয় দলে ফেরাতে বিসিবিতে আলোচনাও শুরু হয়েছে। এবার সাকিবের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করার চেষ্টা করবেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।আমিনুল ইসলাম বলেন, সাকিবের সঙ্গে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে যোগাযোগ হয়নি। আমি আগেও বলেছি এই কাজটা নির্বাচকদের এবং নির্বাচকরাই সিদ্ধান্ত নেবে। আমার দায়িত্ব হচ্ছে, আমি ক্রিকেট বোর্ড চালাই, দল নির্বাচন করি না।সাকিবকে দলে ফেরানোর নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার না থাকলেও তার সঙ্গে আলোচনার আশ্বাস দিয়েছেন এই সাবেক ক্রিকেটার। তিনি বলেন, সাকিব অ্যাভেইলেবল খেলোয়াড়। যেহেতু সে সব ফরম্যাট থেকে অবসর নেয়নি। তার সঙ্গে কথা বলব এবং বলার পর সিদ্ধাস্ত নিতে পারব।ভোরের আকাশ/জাআ
পাকিস্তানের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (১৩ জুলাই) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। টিকিট বিক্রি অনলাইনের মাধ্যমে করা হবে।টিকিটের দাম সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩,৫০০ টাকা পর্যন্ত থাকবে। সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ইস্টার্ন গ্যালারিতে খেলা দেখা যাবে, যেখানে টিকিটের দাম ৩০০ টাকা। আর ইন্টারন্যাশনাল লাউঞ্জে খেলা দেখতে হলে ম্যাচ প্রতি ৩,৫০০ টাকা খরচ করতে হবে।বিসিবি থেকে প্রকাশিত টিকিটের মূল্য তালিকা:ইস্টার্ন গ্যালারি: ৩০০ টাকাশহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ৪০০ টাকানর্দার্ন গ্যালারি: ৪০০ টাকাক্লাব হাউস (সাউথ - শহীদ মুশতাক স্ট্যান্ড, আপার ও লোয়ার): ৮০০ টাকাক্লাব হাউস (নর্থ - শহীদ জুয়েল স্ট্যান্ড): ৮০০ টাকাইন্টারন্যাশনাল গ্যালারি (নর্থ - মিডিয়া ব্লক): ১৫০০ টাকাইন্টারন্যাশনাল গ্যালারি (সাউথ - কর্পোরেট ব্লক): ১৫০০ টাকাগ্র্যান্ড স্ট্যান্ড (লোয়ার ও আপার টিয়ার): ২৫০০ টাকাইন্টারন্যাশনাল লাউঞ্জ (সাউথ - কর্পোরেট ব্লক): ৩৫০০ টাকাক্রিকেটপ্রেমীরা অনলাইনে টিকিট সংগ্রহ করে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ উপভোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।ভোরের আকাশ//হ.র
টানা পরাজয়ের শঙ্কা কাটিয়ে সিরিজে দারুণভাবে ফিরেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ১-১ সমতায় পৌঁছেছে টাইগাররা। লিটন দাসের ফিফটি ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিং ছিল ম্যাচের মূল ভিত্তি।টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। মাত্র ৭ রানে দুই ওপেনার ফিরে যান সাজঘরে। তবে সেখান থেকেই দলের হাল ধরেন অধিনায়ক লিটন দাস। প্রথমে তাওহীদ হৃদয়ের সঙ্গে এবং পরে শামীম হোসেনের সঙ্গে গড়েন গুরুত্বপূর্ণ দুটি জুটি।লিটনের ব্যাট থেকে আসে ৫০ বলে ৭৬ রানের ক্যাপ্টেনস ইনিংস, যেখানে ছিল ৫টি বিশাল ছক্কা। অপরদিকে শামীম হোসেন ২৭ বলে ঝড়ো ৪৮ রান করেন, যাতে ছিল ৩টি ছক্কা ও ২টি চার। তাতে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ১৭৭ রান ৭ উইকেটে।১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিস রানআউট হন শামীম হোসেনের দুর্দান্ত থ্রোতে। এরপর একে একে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।শুরুতেই পাওয়ারপ্লের মধ্যে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে লঙ্কানরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা।বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন রিশাদ হোসেন। তিনি মাত্র ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। পাশাপাশি শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন তুলে নেন ২টি করে উইকেট। ফলে মাত্র ১৫.২ ওভারে ৯৪ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।ম্যাচসারাংশ:বাংলাদেশ: ১৭৭/৭ (২০ ওভার)লিটন দাস ৭৬ (৫০), শামীম হোসেন ৪৮ (২৭), তাওহীদ হৃদয় ৩১ (২৫)বিনুরা ফার্নান্দো ৩/৩১শ্রীলঙ্কা: ৯৪ অলআউট (১৫.২ ওভার)নিশাঙ্কা ৩২, শানাকা ২০রিশাদ হোসেন ৩/১৮, শরীফুল ২/১২, সাইফউদ্দিন ২/২১ফল: বাংলাদেশ জয়ী ৮৩ রানেভোরের আকাশ//হ.র