স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ০৫:২২ এএম
ভারত না এলেও বাংলাদেশেই অনুষ্ঠিত হবে এসিসির নির্বাহী সভা
চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। তবে এই টুর্নামেন্টের কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এসব বিষয় নির্ধারণের লক্ষ্যে আগামী ২৪ জুলাই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী সভা অনুষ্ঠিত হবে ঢাকায়—ভারত অংশ না নিলেও সভা বাংলাদেশেই আয়োজন করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন,
“আমরা ঢাকায় এসিসির নির্বাহী সভা আয়োজনের সব প্রস্তুতি নিচ্ছি। সভাটি হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে। আশা করছি, সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সভায় উপস্থিত থাকবেন।”
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রতিনিধি এই সভায় অংশ নেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। এ বিষয়ে মিঠু বলেন,
“বিসিসিআই প্রতিনিধি আসবেন কি না, সেটি পুরোপুরি তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। আমরা অবশ্যই তাদের অংশগ্রহণ আশা করছি। তবে তারা যদি সরাসরি না আসেন, তাহলে ভার্চুয়ালি সভায় যুক্ত হওয়ার সুযোগ তাদের জন্য রাখা হয়েছে।”
এর আগে, ভারত বাংলাদেশে এসিসির সভা আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল। তবে শেষ পর্যন্ত ভারতীয় প্রতিনিধি উপস্থিত থাকুক বা না থাকুক, সভা ঢাকাতেই আয়োজনের সিদ্ধান্তে অটল রয়েছে এসিসি।
উল্লেখ্য, এশিয়া কাপ আয়োজন, সূচি, ভেন্যু, সম্প্রচার স্বত্বসহ নানা বিষয়ে এই নির্বাহী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশ্লেষকরা।
কালের সমাজ//হ.র