স্পোর্টস রিপোর্টার
প্রকাশ : ০৪ জুন ২০২৫ ০৬:৫৮ এএম
ভুটানের বিপক্ষে ঘরের মাঠে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী
আগামীকাল (বুধবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এ ম্যাচ দিয়েই ঘরের মাঠে প্রথমবারের মতো লাল-সবুজের জার্সিতে দেখা যেতে পারে ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীকে। এমনটাই আভাস দিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
মঙ্গলবার বাফুফে ভবনে অনুষ্ঠিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে কোচ ক্যাবরেরার সঙ্গে উপস্থিত ছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়াও। সংবাদ সম্মেলনে ক্যাবরেরা জানান, ইংল্যান্ড থেকে মাত্র আগমন করা হামজা দলের সঙ্গে বিকেলেই অনুশীলনে যোগ দিয়েছেন এবং বুধবারের ম্যাচে তার খেলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে মূল একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান কোচ। একই সঙ্গে জানা গেছে, কানাডাপ্রবাসী আরেক ফুটবলার শমিত সোম আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন।
ভুটানের বিপক্ষে এই প্রীতি ম্যাচ ছাড়াও আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। সে লক্ষ্যে ইতোমধ্যেই ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন ক্যাবরেরা। দলে রয়েছেন হামজা, ফাহমিদুল ও শমিত—এই তিন প্রবাসী ফুটবলারই।
প্রসঙ্গত, ইংলিশ ফুটবলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা থাকা হামজা চৌধুরী এর আগে মার্চে ভারতের বিপক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচ খেলেন। তবে ঘরের মাঠে এটাই হতে যাচ্ছে তার প্রথম ম্যাচ। ফলে এই ম্যাচ ঘিরে ফুটবল সমর্থকদের মাঝে রয়েছে ব্যাপক উত্তেজনা।
তবে অন্যদিকে, ম্যাচটির টিকিট পাওয়া নিয়ে দর্শকদের মধ্যে কিছুটা অসন্তোষ ও ক্ষোভও লক্ষ্য করা গেছে।
ভোরের আকাশ//হ.ন