নাঈমদের বিপক্ষে ওডিআই ও টেস্ট খেলবে কিউই ‘এ’ দল

নাঈমদের বিপক্ষে ওডিআই ও টেস্ট খেলবে কিউই ‘এ’ দল

ক্রীড়া প্রতিবেদন

প্রকাশ : ২১ ঘন্টা আগে

আপডেট : ২১ ঘন্টা আগে

নাঈমদের বিপক্ষে ওডিআই ও  টেস্ট খেলবে কিউই ‘এ’ দল

নাঈমদের বিপক্ষে ওডিআই ও টেস্ট খেলবে কিউই ‘এ’ দল

তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে পহেলা মে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য গত শনিবার স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আর তারুণ্যে ঠাসা ১৫ সদস্যের দল দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কিউইদের এই সফর মূলত গত বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তা শঙ্কায় সিরিজটি স্থগিত হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর নতুনভাবে সিরিজের সময়সূচি ঠিক করা হয়। সাদা ও লাল বলের সিরিজটি নিয়ে উচ্ছ্বসিত ব্ল্যাক ক্যাপসরা।

বাংলাদেশ সিরিজে ১৫ সদস্যের দলে থাকা ৯ ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। স্কোয়াডে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা তারকাদের। কদিন আগে পাকিস্তান সফরে খেলে আসা নিক কেলিকে সাদা বলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে। নিউজিল্যান্ড ‘এ’ দলের লাল বলের অধিনায়ক জো কার্টার। এই দলে আছেন মিচেল হে, মুহাম্মদ আব্বাস, বেন লিস্টারের মতো তারকারা। বাকিদের যারা আছেন তারাও ঘরোয়া ক্রিকেটে সেরা ফর্মে আছেন।

সফরে কোচ হিসেবে থাকছেন বব কার্টার। উপমহাদেশ সফর নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত, বাংলাদেশ সফর নিয়ে আমরা ভাবছি। গ্রীষ্মকালের যারা দুর্দান্ত পারফর্ম করেছিলেন, তাদের জন্য সফরটি উপহারস্বরূপ। বেশিরভাগ খেলোয়াড়ের জন্য এটি হতে যাচ্ছে উপমহাদেশে প্রথম ট্যুর। তাদের দক্ষতা প্রমাণের জন্য এই কন্ডিশনের চ্যালেঞ্জ এবং সুযোগ পাওয়া দারুণ কিছু। এনামুল-মোস্তাফিজদের বিপক্ষে আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।

বাংলাদেশ ‘এ’ দল: পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড ‘এ’ দল: নিক কেলি (সাদা বলের অধিনায়ক), মুহাম্মদ আব্বাস, আদি অশোক, ম্যাট বয়েল, জো কার্টার (লাল বলের অধিনায়ক), ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফুলকস, ডিন ফক্সক্রফ্ট, মিচ হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মারিউ ও ডেল ফিলিপস। 

ভোরের আকাশ/এসআই

  • শেয়ার করুন-

সংশ্লিষ্ট

শেষ সেশনে ব্যাটিং ধস, অস্বস্তিতে বাংলাদেশ

শেষ সেশনে ব্যাটিং ধস, অস্বস্তিতে বাংলাদেশ

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন

টানা তৃতীয়বার এফএ  কাপ ফাইনালে সিটি

টানা তৃতীয়বার এফএ কাপ ফাইনালে সিটি

নাঈমদের বিপক্ষে ওডিআই ও  টেস্ট খেলবে কিউই ‘এ’ দল

নাঈমদের বিপক্ষে ওডিআই ও টেস্ট খেলবে কিউই ‘এ’ দল

মন্তব্য করুন