স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৫ ০৬:০৭ এএম
বাংলাদেশকে সমীহ করছে সিঙ্গাপুর, বিস্মিত কোচ ওগুরা
বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে সিঙ্গাপুরের। নিজেদের শেষ পাঁচ ম্যাচে তিন হারের স্বাদ পাওয়া সিঙ্গাপুর ফেভারিট তকমা নিয়েই এসেছে ঢাকায়।
তবে মাঠে নামার আগে বাংলাদেশ দলকে নিয়ে যথেষ্ট সতর্ক ও সমীহপূর্ণ মনোভাব প্রকাশ করেছেন সিঙ্গাপুরের প্রধান কোচ সুতোমু ওগুরা।
আজ ঢাকার একটি হোটেলে আয়োজিত ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপচে পড়া ভিড় দেখে বেশ চমকে যান তিনি। “এখানে (বাংলাদেশে) এত সাংবাদিক এসেছে দেখে আমি বিস্মিত। এতে বোঝা যায়, ম্যাচটি নিয়ে মানুষ কতটা আগ্রহী,” বলেন ওগুরা।
বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক মন্তব্য
বাংলাদেশের স্কোয়াডে হামজা চৌধুরী ও শমিত হোসেনদের মতো তরুণ প্রতিভা থাকায় প্রতিপক্ষের দৃষ্টিতেও লাল-সবুজদের গুরুত্ব বেড়েছে। কোচ ওগুরা বলেন, “বাংলাদেশের দলটি ভালো। তাদের বিপক্ষে খেলার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি নিতে হয়েছে। আমার বিশ্বাস, ম্যাচটি হবে উপভোগ্য।”
সিঙ্গাপুর দলের ডিফেন্ডার আমিরুল আদলি ম্যাচের আগেই নিশ্চিত কোনো ভবিষ্যদ্বাণী না করলেও বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছেন যথেষ্ট। তিনি বলেন, “বাংলাদেশ ভালো দল। কাল তাদের বিপক্ষে মাঠে নামব। আশা করি, আমরা ভালো ফুটবল খেলতে পারব এবং ম্যাচটি সবার জন্য উপভোগ্য হবে।”
ভোরের আকাশ।।হ.র