× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংয়ের গোলে এগিয়ে গেল সিঙ্গাপুর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৫ ০৮:০৯ পিএম

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের দৃশ্য, ছবি: সংগৃহীত

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের দৃশ্য, ছবি: সংগৃহীত

এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে শুরুটা আক্রমণাত্মক হলেও প্রথমার্ধ শেষে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। মঙ্গলবার (১০ জুন) জাতীয় স্টেডিয়াম ঢাকায় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হয়। এই ম্যাচ দিয়ে লাল-সবুজ জার্সিতে অভিষেক হয়েছে কানাডাপ্রবাসী মিডফিল্ডার সমিত সোমের।

এছাড়াও হোম ভেন্যুতে প্রথমবারের মতো খেলতে নেমেছেন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম। তবে কাবরেরা শুরুর একাদশে জায়গা পাননি নিয়মিত অধিনায়ক জামাল ভূইঁয়া। ভারতের বিপক্ষে আগের ম্যাচেও বেঞ্চেই ছিলেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

ম্যাচের প্রথম ২০ মিনিটে আক্রমণে আধিপত্য রাখে লাল-সবুজের বাংলাদেশ। ফাহমিদুল ইসলাম ও শাকিল আহাদ বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও রাকিব হোসেন তা কাজে লাগাতে ব্যর্থ হন।

পাল্টা আক্রমণে সিঙ্গাপুরও দুটি সুযোগ পায়, তবে তারাও গোল করতে পারেনি। এক পর্যায়ে সিঙ্গাপুরের এক খেলোয়াড়ের জার্সি ধরে ফাহমিদুল ইসলাম হলুদ কার্ড দেখেন, যা ছিল ম্যাচের প্রথম কার্ড। বাংলাদেশের ডিফেন্ডার তারিক কাজী প্রথমে ঠোঁটে এবং পরে আবার আঘাত পান। তবে তিনি খেলা চালিয়ে যান।

প্রথমার্ধের শেষের দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করে বাংলাদেশ। সমিত সোমের পাস থেকে গোল করতে পারতেন রাকিব, কিন্তু বলের সঙ্গে সংযোগ ঘটাতে পারেননি। সমিত একাই পাঁচটির মতো আক্রমণের সূচনা করেন, কিন্তু সেগুলো গোল হতে ব্যর্থ হয়।

ম্যাচের ৪৪তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগে ঢুকে পড়ে সিঙ্গাপুর। গোলকিপার মিতুল বল ফিস্ট করতে ব্যর্থ হন। রিবাউন্ড থেকে বক্সের মধ্যে বল পেয়ে ক্রস আসে ডান দিক থেকে, বাঁ পাশে পজিশনে ছিলেন সং উই ইয়াং। তার নেয়া শট ঠেকাতে দৌড়ে এলেও পারেননি হামজা চৌধুরী। ফলাফল গোল, এবং সিঙ্গাপুরের ১-০ লিড।

বাংলাদেশ একাদশ
মিতুল মারমা (গোলরক্ষক), তপু বর্মণ, তারিক কাজী, সাদ উদ্দিন, শাকিল আহাদ, হামজা চৌধুরী, সমিত সোম, হৃদয়, কাজেম শাহ, ফাহামিদুল ইসলাম ও রাকিব হোসেন।

ভোরের আকাশ/আজাসা

  • শেয়ার করুন-
 হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

হার্ট ভালো রাখতে লাল রঙের যেসব খাবার খেতে হবে

 চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

চুলে অ্যালোভেরা ব্যবহার করেন? জেনে নিন কী উপকার হয়

 "নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

"নারীকেই কামনা-বাসনার বস্তু হিসেবে তুলে ধরা হয়" — মন্তব্য জয়া আহসানের

 বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

 কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

কারিনা-প্রিয়াঙ্কার চেয়ে সেরা: নিজের প্রশংসায় কী করলেন কঙ্গনা?

সংশ্লিষ্ট

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

বিপিএলে তামিমের খেলা নিয়ে অনিশ্চয়তা, সতর্ক করলেন ট্রেইনার ডালিম

সাকিব-তামিমের প্রশংসা করে হামজা চৌধুরীর আবেগঘন বার্তা

সাকিব-তামিমের প্রশংসা করে হামজা চৌধুরীর আবেগঘন বার্তা

সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু

৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন বাংলাদেশের দুই সাঁতারু